Image
MCQ
61. কোন সালে সাদ্দাম হোসেন ইরাকের শাসনভার গ্রহণ করেন?
১৯৭৭
১৯৭৮
১৯৭৯
১৯৮০
62. মধ্যপ্রাচ্যের প্রধান রপ্তানি পণ্য কোনটি?
সোনা
মৎস্য
উট
তেল
63. 'মসুল' শহর কোন দেশে অবস্থিত?
সিরিয়া
ইরাক
ইরান
তুরস্ক
64. ব্রুনেই দারুস সালাম কোন মহাদেশে অবস্থিত?
এশিয়া
ইউরো
আফ্রিকা
আমেরিকা
65. ইন্দোচীনের অন্তর্ভুক্ত নয় কোন দেশটি?
লাওস
কম্বোডিয়া
ভিয়েতনাম
জাপান
66. পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহর কোনটি?
জেরিকো
কায়রো
বাগদাদ
এথেন্স
67. এশিয়া ও আফ্রিকার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত দেশগুলো কী নামে পরিচিত--
দুর প্রাচ্য
মধ্য প্রাচ্য
পাশ্চাত্য
বলকান
68. ভারতের কোন প্রধানমন্ত্রী বোফর্স অস্ত্র কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন?
রাজীব গান্ধী
ইন্দিরা গান্ধী
নরসীমা রাও
অটল বিহারী বাজপেয়ী
69. মধ্যপ্রাচ্যের অনারব দেশ---
ইরান ও মিশর
তুরস্ক ও সিরিয়া
তুরস্ক ও ইরান
ইরান ও ইরাক
70. ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
ক্যাম্পডেভিড চুক্তি
প্যারিস শন্তি চুক্তি
ডেটন চুক্তি
সল্ট-২
71. কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয়?
ইরান
কাতার
ইয়েমেন
কাজাখস্তান
72. কতগুলো রাষ্ট্র নিয়ে মধ্যপ্রাচ্য গঠিত?
১৭ টি
১৮ টি
১৯ টি
২০ টি
73. রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম কী?
নলিনী
নাথু
ধানু
আনু
74. ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ফাঁসি হয় কখন?
২৮ ডিসেম্বর, ২০০৬
২৯ ডিসেম্বর, ২০০৬
৩০ ডিসেম্বর, ২০০৬
৩১ ডিসেম্বর, ২০০৬
75. ইরাকের প্রেসিডেন্ট কে?
আয়াতুল্লা আলী খামেনী
আব্দুল লতিফ বিশ্বাস
আকবর রাফসানজানি
রেজা খাতামী
76. লাওসের সরকারি নাম কী?
Kingdom of Laos.
Lao People's Democratic Repubile.
Republic of Laos.
Democratic Republic of Laos.
78. 'বসরা' শহরটি কোথায় অবস্থিত?
জাপান
চীন
ইরাক
কোনোটিই নয়
79. পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহর কোনটি?
জেরিকো
কায়রো
বাগদাদ
এথেন্স
80. মধ্যপ্রাচ্যের অনারব দেশ কোনটি?
তিউনিশিয়া
মরক্কো
সিরিয়া
ইরান