মহাদেশ সমূহ MCQ
301. পৃথিবীর দীর্ঘতম স্থল সীমানা রয়েছে যে দুইটি দেশের মধ্যে--
ভারত ও পাকিস্তান
আমেরিকা ও কানাডা
আমেরিকা ও মেক্সিকো
দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া
302. ৯/১১ ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্র কোন বিভাগটি প্রতিষ্ঠা করে?
Department of Defence
Department of Special Security
Department of State Security
Department of Homeland Security
303. ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এখন কী নামে পরিচিত?
পিস সেন্টার
গ্রাউন্ড জিরো
জিরো পয়েন্ট
ওয়ার্ল্ড মেট্রি
304. ১৯৬৮ সালে মার্টিন লুথার কিং কে কোন শহরে হত্যা করা হয়েছিল?
ওকলাহোমা, জাপান
মেমফিস, যুক্তরাষ্ট্র
জর্জটাউন, যুক্তরাষ্ট্র
ডারবান, দক্ষিণ আফ্রিকা
305. কোন মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক অধিকার নেতা আততায়ীর গুলিতে নিহত হোন?
নেলসন ম্যান্ডেলা
মার্টিন লুথার কিং
ম্যালকম এক্স
এলিজা মোহাম্মদ
306. ফারাহ আইদিদ কোন দেশের নেতা ছিলেন?
উগান্ডা
সোমালিয়া
ইথিওপিয়া
সেনেগাল
307. বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন 'পেস্টাগন' ওয়াশিংটনের অদূরে ভার্জিনিয়া রাজ্যের কোথায়--
ক্যালিফোর্নিয়া
নিউইয়র্ক
আর্লিংটন
নিউজার্সি
308. ১৩৫কোন সালে বিখ্যাত কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং জুনিয়র আততায়ীর গুলিতে প্রাণ হারান?
১৯৫৮ সালে
১৯৬৮ সালে
১৯৪৮ সালে
১৯৭৮ সালে
309. কীসের বিরুদ্ধে Me Too আন্দোলন? / কোন বিষয়কে ঘিরে #Me_Too আন্দোলন সূচিত হয়?
শিশু নির্যাতন
কর্মস্থলে যৌন নিপীড়ন
শিশু-পাচার
মানব পারব
310. মরিশাস কোন মহাদেশে অবস্থিত?
আফ্রিকা
অস্ট্রেলিয়া
এশিয়া
উত্তর আমেরিকা
311. ফ্রিডম টাওয়ার কোথায় অবস্থিত?
সানা, ইয়েমেন
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
সুভা, ফিজি
শিকাগো, যুক্তরাষ্ট্র
312. যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনটি কত উঁচু ছিল?/ বিশ্ব বাণিজ্য কেন্দ্র ভবনটি কত উঁচু---
১০১ তলা
১০০ তলা
১১০ তলা
২২০ তলা
313. কখন নিউইয়র্কের টুইন টাওয়ার আক্রান্ত হয় এবং ধ্বংসপ্রাপ্ত হয়?
২০০২
২০০৩
২০০১
২০০৪
314. আফ্রো-আমেরিকান নেতা মার্টিন লুথার কিং কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পান?
১৯৬৪
১৯৫৫
১৯৬০
১৯৬১
315. কানাডা কোন মহাদেশে অবস্থিত?
ইউরোপে
এশিয়া
উত্তর আমেরিকা
আফ্রিকা
316. USS Newyork / ইউএসএস নিউইয়র্ক হলো—
নিউইয়র্কের উচ্চতম ভবন
দক্ষিণ কোরিয়ার মার্কিন সামরিক ঘাটি
টুইন টাওয়ারের স্থানে নির্মিত ভবন
যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের গলিত লৌহ থেকে নির্মিত জাহাজ
317. যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর অবস্থিত—
কেপটাউনে
কলম্বিয়ার
নিউইয়র্কে
পেন্টাগনে
318. নিচের কোন দেশটি যুক্তরাষ্ট্রের সব থেকে কাছে?
গ্রীনল্যান্ড
রাশিয়া
গুয়েতেমালা
ভেলিজুয়েলা
319. রাশিয়া ও কানাডার মধ্যবর্তী দেশ কোনটি?
আফ্রিকা
আইসল্যান্ড
যুক্তরাষ্ট্র
জাপান
320. 'গ্রাউন্ড জিরো' কোথায় অবস্থিত ? / 'Ground Zero' কোথায় অবস্থিত?
গ্রীনিচ, যুক্তরাজ্য
সিলন্ডন, যুক্তরাষ্ট্র
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
ইন্দিরা পয়েন্ট