Image
মহাদেশ সমূহ MCQ
541. অং সান সূচির রাজনৈতিক দলের নাম—
বিজেপি
এপি পার্টি
এমএনপি
এনএলডি
542. অং সান সুচি কোন দেশের নেত্রী?
চীন
ভিয়েতনাম
জাপান
মিয়ানমার
543. ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল?
মিয়ানমার
ভারত
থাইল্যান্ড
মালয়েশিয়া
544. মিয়ানমারের সামরিক জান্তা কী পরিচিত?
স্টেট মিলিটারি কাউন্সিল
স্টেট পিস এন্ড ডেভেলপমেন্ট কাউন্সিল
সেস্ট ল এন্ড অর্ডার রেস্টরেশন কাউন্সিল
স্টেট মাইনরিটি এনাইহিলেশন কাউন্সিল
545. মিয়ানমার সরকারে অং সান সুচি'র প্রশাসনিক পদবি কী?
রাষ্ট্রপ্রধান
পররাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী
স্টেট কাউন্সিলর
546. 'নাসাকা' কোন দেশের সীমান্ত রক্ষী বাহিনী?
জাপান
নেপাল
মিয়ানমার
চীন
547. মিয়ানমারের বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কে?
অং সান সুচি
তিন কিয়াও
জেনারেল থান সেইন
মিন্ট সোয়ে
548. মিয়ানমারের গণতন্ত্রী নেত্রী অং সান সুচি কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন?
১৯৮৯ সালে
১৯৯০ সালে
১৯৯১ সালে
১৯৯২ সালে
549. অং সান সুচিকে যে সালে কংগ্রেসনাল গোল্ড মেডেল দেয়া হয়—
২০০৭
২০০৮
২০০৯
২০১২
550. অং সান সূচিকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম—
থিংকিং ইজিলি
দি আয়রণ লেডি
কোবরা
দ্য লেডি
551. মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি এর জীবনী নির্ভর চলচ্চিত্র দ্য লেডি'র পরিচালক কে?
ফ্রেডারিকো ফেলিনি
দীপা মেহতা
ইয়ান ফ্লেমিং
লাক বেসন
552. মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম—
এলএসডি সরকার
অং সান সুচি সরকার
বার্মিজ গভর্নমেন্ট ইন
ন্যাশনাল ইউনিটি সরকার