মহাদেশ সমূহ MCQ
501. দক্ষিণ-পূর্ব এশিয়া কোন দেশটি অতীতে কখনও অন্য কোন দেশের উপনিবেশে পরিণত হয়নি?
থাইল্যান্ড
মিয়ানমার
ইন্দোনেশিয়া
মালয়েশিয়া
502. নিম্নের কাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই?
ইন্দিরা গান্ধী ও সোনিয়া গান্ধী
নুসরাত ভুট্টো ও বেনজির ভুট্টো
সুকর্ণ ও মেঘবর্তী সুকর্ণপুত্র
শ্রীমাভো বন্দরনায়েক ও চন্দ্রিকা কুমারাতুঙ্গা
503. রাজা ভূমিবল কত দিন থাইলান্ডের সিংহাসনে ছিলেন?
৫ বছর
২০ বছর
৭০ বছর
৫০ বছর
504. 'অনুরাধাপুর' কোথায় অবস্থিত?
বাংলাদেশ
শ্রীলংকা
ভারত
ভূটান
505. কাকে ভারতের অর্থনীতি সংস্কারের স্থপতি বলা হয়?
জ্যোতি বসু
জওহরলাল নেহেরু
অটল বিহারী বাজপেয়ী
মনমোহন সিংহ
506. কোনটি দক্ষিণ এশীয় দেশ নয়?
আফগানিস্তান
ভুটান
মিয়ানমার
মালদ্বীপ
507. শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
দীনেশ গুনাবর্ধনে
গোতাবায়া রাজাপক্ষে
মাহিন্দা রাজাপক্ষে
সাঞ্জিথ প্রেমাদাসা
508. মিয়ানমার কত সালে ব্রিটিশ শাসন হতে স্বাধীনতা লাভ করে?
১৯৪২
১৯৪৭
১৯৩৬
১৯৪৮
509. কোনটি দক্ষিণ এশীয় দেশ নয়?
বাহরাইন
নেপাল
আফগানিস্তান
শ্রীলঙ্কা
510. বর্তমান প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতির নাম কী?
মাহিন্দা রাজাপাকসে
রনিল বিক্রমাসিংহে
রত্নাসিরি বিক্রমানায়েক
মাইথ্রিপালা সিরিসেন
511. কোন দেশটি দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত?
ইরাক
রাশিয়া
চীন
শ্রীলংকা
512. ১৭৮২ সালে থেকে বর্তমান সময় পর্যন্ত কোন দেশে চক্রী বংশ শাসন করছে?
থাইল্যান্ড
মালয়েশিয়া
ভুটান
নেপাল
513. থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী কে?
শিনজো অ্যাবে
জোকো উইদোদো
প্রযুত চান ওচা
সুলিলো বামবাং
514. 'থাইল্যান্ড' শব্দের অর্থ কী?
উচ্চভূমি
নিম্নভূমি
যুক্তভূমি
মুক্তভূমি
515. মালদ্বীপের সরকার প্রধানকে বলা হয়--
রাজা
প্রেসিডেন্ট
প্রধানমন্ত্রী
বাদশাহ
516. দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশ কখনই ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির অধীনে ছিল না?
থাইল্যান্ড
ইন্দোনেশিয়া
মিয়ানমার
মালয়েশিয়া
517. রাজীব গান্ধীর মৃত্যুর পর কে কংগ্রেস সভাপতি নিযুক্ত হোন?
সোনিয়া গান্ধী
প্রিয়াংকা গান্ধী
মনমোহন সিংহ
নরসীমা রাও
518. ডমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল?
নিকট প্রাচ্য
পূর্ব আফ্রিকা
দক্ষিণ-পূর্ব এশিয়া
পূর্ব ইউরোপ
519. কোন দেশে লাল শার্ট ও হলুদ শার্ট সমর্থকরা আন্দোলন করেছে—
লাটভিয়া
ভিয়েতনাম
থাইল্যান্ড
মিয়ানমার
520. থাই মুসলমাদের সিংহভাগ সে দেশের যে অংশে বাস করে –
পশ্চিম
উত্তর
পূর্ব
দক্ষিণ