মহাদেশ সমূহ MCQ
101. বেলফোর ঘোষণা কী?
মধ্যপ্রাচ্যে ইহুদি রাষ্ট্রের ঘোষণা
আরব ও ইহুদিদের সংঘর্ষের ঘোষণা
আরব ও ইহুদিলের মধ্যে শাস্তি স্থাপনের ঘোষণা
মধ্যপ্রাচ্যে আরব সংহতি রক্ষার ঘোষণা
102. কোন সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয়েছিল?
১৯১৪
১৯১৭
১৯৩৯
১৯৪৮
103. ইসরায়েলের লিকুদ দলটির বর্তমান নেতা---
লেভি এক্সলবেগিন
নেতানিয়াহু
এরিয়েল শ্যারন
আইজ্যাক রবিন
104. ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি সম্বলিত 'বেলফোর ঘোষণা' কখন দেওয়া হয়েছিল?
১৯১৪
১৯১৭
১৯৩৯
১৯৪৮
105. প্রথম বিশ্বযুদ্ধ চালাকালীন 'বেলফোর ঘোষণা' এর মূল প্রতিপাদ্য ছিল---
জাতিপুঞ্জ সৃষ্টি করা
অটোমানদের জায়গা দখল করা
ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র গঠন
জার্মানির বিরুদ্ধে মিত্র শক্তির নতুন কৌশল অবলম্বন
106. মোশে দায়ান কোন দেশের মন্ত্রী ছিলেন?
শ্রীলংকা
উত্তর কোরিয়া
চীন
ইসরায়েল
107. ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়?
১৯৪৬
১৯৪৭
১৯৫০
১৯৪৮
108. কোন সালে স্বাধীন ইসরায়েল রাষ্ট্র ঘোষণা দেয়া হয়?
১৯৪৬
১৯৪৭
১৯৫০
১৯৪৮
109. লিকুদ পার্টি কোন দেশের রাজনৈতিক দল?
জায়ের
জাম্বিয়া
আলজেরিয়া
ইসরায়েল
110. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
রাজেন্দ্র প্রাসাদ
এস. রাধাকৃষ্ণান
রাজা গোপালচারিয়া
ভি. ডি. গিরি
111. ইসরায়েলের প্রেসিডেন্টের নাম কী?
এহুদ ওলমার্ট
আইজ্যাক রবীন
মোশে কাতসভ
আইজ্যাক হারজগ
112. ইসরায়েলকে কোন দেশ প্রথম স্বীকৃতি দেয়?
যুক্তরাজ্য
জার্মানি
ফ্রান্স
যুক্তরাষ্ট্র
113. ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে?
আর্থার বেলোফার
থিওডোর হার্জেল
মোটটেম বেগিন
ব্যারন এডমন্ড বথচাইল্ড
114. রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে 'বেলফোর ঘোষণা' সম্পর্কিত?
পাকিস্তান
কসোভো
ইসরায়েল
কিউবা
115. বর্তমান ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম—
ইহুদ বারাক
ইয়ার লাপিদ
আইজ্যাক রবিন
মিসেস গোল্ডামেয়ার
116. ১৯৪৮ সালের মে মাসের কত তারিখে ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা হয়?
১০
১২
১৪
১৫
117. প্যালেস্টাইনে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছিল---
প্রথম বিশ্বযুদ্ধের পর
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর
কোরীয় যুদ্ধের পর
আরব-ইসরায়েল যুদ্ধের পর
118. নিচের কোন দেশের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক রয়েছে?
জর্ডান
ইরাক
ইরান
ভারত
119. নিচের কোন বিজ্ঞানী পরবর্তীতে ভারতের রাষ্ট্রপতি হোন?
সি. ভি. রমন
হোমী ভাসা
সত্যেন্দ্র নাথ বোস
এ. পি. জে. আবদুল কালাম
120. ইসলায়েলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
সৌদি আরব
লেবানন
মিশর
তিউনিসিয়া