Image
MCQ
41. 'জয় বাংলা জয় তারুণ্য' ভাস্কর্যের স্থপতি কে?
মাইনুল হোসেন
আলাউদ্দিন বুলবুল
নিতুন কুণ্ডু
ফারুল ইসলাম
42. উপলক্ষ্যে স্থাপিত 'বঙ্গবন্ধু নৌকা জাদুঘর' কোন জেলায় অবস্থিত?
বরগুনা
বরিশাল
পটুয়াখালী
নারায়নগঞ্জ
43. কোন সংস্থার সাথে যৌথভাবে 'মুজিব বর্ষ উদযাপনের সিদ্ধান্ত হয়?
ইউনিসেফ
জাতিসংঘ
ইউনেস্কো
আইএমএফ
44. ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার-২০২১' পান--
বাপার্ড
ইউনেস্কো
অপিসিডব্লিউ
এমটি আইভি ক্রিয়েটিভ লিমিটেড(উগান্ডা)
45. বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করে কোন সংস্থা?
ইউনেস্কো
ইউএনডিপি
ডব্লিউএইচও
কোনোটিই নিয়
46. ইসলামী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মারক ভাস্কর্য ভাস্কর কে?
নিতুন কুহু
আব্দুর রাজ্জাক
মাইনুল হোসেন
রশিদ আহমেদ
47. ইউনেস্কোর কততম নির্বাহী সভায় বাংলাদেশের সঙ্গে একত্রে মুজিব বর্ষ পালনের সিদ্ধান্ত হয়?
২০৬তম
২০৭তম
৩৯ তম
৪০তম
48. বাংলাদেশে মোট রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত?
৬৭৯ জন
১৭৫ জন
৪২৬ জন
৬৮ জন
49. গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়া 'শস্যচিত্রে বঙ্গবন্ধু' শিল্পকর্মটিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতির আয়তন কত?
৭ লাখ ৭০ হাজার বর্গফুট
৮ লাখ ৮০ হাজার বর্গফুট
১০ লাখ ৯১ হাজার বর্গফুট
১২ লাখ ৯২ হাজার বর্গফুট
50. বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় শেভাব বা সামরিক খেতাব বা সর্বোচ্চ বীরত্ব কোনটি?
বীর প্রতীক
বীরশ্রেস্ট
বীর বিক্রম
বীর উত্তম
51. বৃহত্তম 'Crop-Field-Mosaic' হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পায় কোনটি?
শস্যচিত্রে বঙ্গবন্ধু
মাঠে বঙ্গবন্ধু
বঙ্গবন্ধুর সোনার বাংলা
কোনোটিই নয়
52. বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ ফিল্ম 'Mujib: The Making of a Nation' তৈরি করেছেন---
রিচার্ড আর্টনবারো
শ্যাম বেনেগাল
তানভীর মোকাম্মেল
গৌতম ঘোষ
53. মুজিব বর্ষের থিম সঙ্গীত "তুমি বাংলার ধ্রুবতারা' এর গীতিকার বা রচয়িতা কে?
কবি কামাল চৌধুরী
নকীব খান
আবদুল গাফফার চৌধুরী
ফজলুর রহমান বাবু
54. ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত স্মৃতিস্তম্ভের নাম কি?
উল্লাস
বিজয় কেতন
বিজয় ৭১
ঐতিহ্য
55. গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়া 'শস্যচিত্রে বঙ্গবন্ধু' নির্মাণে কোন শস্যের চারা ব্যবহার করা হয়-
আলু
গম
পাট
ধান
56. কত সালে বাংলাদেশ সরকার বীরত্বসূচক খেতাব বীরশ্রেষ্ঠদের নাম ঘোষণা করে—
১৬ ডিসেম্বর, ১৯৭২
১৫ ডিসেম্বর, ১৯৭৩
১৫ ডিসেম্বর, ১৯৭২
১৬ ডিসেম্বর, ১৯৩৬
57. কত সালে বাংলাদেশ সরকার বীরত্বসূচক খেতাব প্রদান করে-
১৬ ডিসেম্বর, ১৯৭২
১৫ ডিসেম্বর, ১৯৭৩
১৫ ডিসেম্বর, ১৯৭২
১৬ ডিসেম্বর, ১৯৩৬
58. ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কারের অর্থমূল্য
১০০০০মার্কিন ডলার
৩০০০০ মার্কিন ডলার
৫০০০০ মার্কিন ডলার
১০০০০০ মার্কিন ডলার
59. 'মুক্ত বাংলা' ভাস্কর্যটির নির্মাতা
হামিদুর রহমান
মাইনুল হোসেন
রশিদ আহমেদ
মর্তুজা বশীর
60. ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার যে বিষয়ে--
শান্তি
সুজনশীল অর্থনীতি
সাহিত্য
চলচ্চিত্র