Image
MCQ
181. মুক্তিযুদ্ধের সময় কোন তারিখে ভারত পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করো—
৭ মার্চ, ১৯৭১
২৫ মার্চ, ১৯৭১
১৬ ডিসেম্বর, ১৯৭১
৩ ডিসেম্বর ১৯৭১
182. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
উথান্ট
কফি আনান
ব্রুটস ঘালি
দ্যাগ হ্যামারপোজ
183. ১৯৭১ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে আমাদের স্বাধীনতা সংগ্রামে সাহায্য করেছিলেন –
জ্যোতি বসু
সিদ্ধার্থ শঙ্কর বায়
প্রফুল্লচন্দ্র সেন
অজয় মুখোপাধ্যায়
184. মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
১০
১১
185. বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত ছাড়াও কোন দেশটি ব্যাপকভাবে সহযোগিতা করেছে?
নেপাল
চীন
শ্রীলংকা
রাশিয়া
186. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন—
মিখাইল গর্বাচেভ
নিকিতা ক্রুসেড
নিকোলাই পদগর্নি
লিওনিদ ব্রেজনেভ
187. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল?/ কোন দেশ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে ছিল?
যুক্তরাজ্য
সোভিয়েত ইউনিয়ন
ফ্রান্স
যুক্তরাষ্ট্র
188. মীর শওকত আলী মুক্তিযুদ্ধের কত নম্বর সেক্টর কমান্ডার ছিলেন?
১০
189. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
ইন্দিরা গান্ধী
জ্যোতি বসু
রাজীব গান্ধী
কোনটিই নয়
190. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি কে ছিলেন?
সরদার শরন সিং
সমর সেন
আর, কে, দিক্ষিত
বিজয় পন্থী পরিত
191. মুক্তিযুদ্ধে রাজশাহী কত নম্বর সেক্টরে অন্তর্ভুক্ত ছিল?
১১
192. মুক্তিযুদ্ধের সময় ৩ নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন—
মেজর এম. নুরুজ্জামান
মেজর শওকত আলী
মেজর কাজী নুরুজ্জামান
মেজর এম. এ. জলিল
193. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?
194. মুক্তিযুদ্ধের সময় রংপুর জেলা কত নং সেক্টরে ছিল?
৪ নং
৬ নং
৮ নং
২ নং
195. মুক্তিযুদ্ধের সময়ে কুমিল্লা কোন সেক্টরের অধীনে ছিল?
১ নম্বর সেক্টর
২ নম্বর সেক্টর
৩ নম্বর সেক্টর
৪ নম্বর সেক্টর
196. মেজর সি. আর, দত্ত মুক্তিযুদ্ধের কোন সেক্টরের কমান্ডার ছিলেন?
197. ১৯৭১ সালের ডিসেম্বর মাসে দুই লক্ষাধিক ভারতীয় সেনা বা মিত্র বাহিনী আমাদের মুক্তিবাহিনীর সাথে বাংলাদেশে প্রবেশ করে। উক্ত ভারতীয় সেনা কতদিন বাংলাদেশে অবস্থান করে?
প্রায় তিন মাস
প্রায় ছয় মাস
প্রায় নয় মাস
প্রায় এক বছর
198. আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?
নিকিতা ক্রুসেড
নিকোলাই পদগর্নি
লিওনিদ ব্রেজনেভ
আদ্রেই গ্রোমিকো
199. মুক্তিযুদ্ধ চলাকালীন ৬ নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন?
এম. কে. বাশার
আবু ওসমান চৌধুরী
কাজী নূরুজ্জামান
এম. এ. মঞ্জুর
200. মুক্তিযুদ্ধকালে জাতিসংঘে মার্কিন স্থায়ী প্রতিনিধি কে ছিলেন?
উইলিয়াম রজার্স
জর্জ বুশ
কফি আনান
রবার্ট পেইন