MCQ
341. রেডিয়াস গেজের অপর নাম কী?
ফিলেট গেজ
হোল গেজ
প্লাগ গেজ
স্লিপ গেজ
342. কম্বিনেশন সেটের কয়টি উপাদান থাকে?
৩টি
৭টি
২টি
৪টি
343. আল্ট্রাসনিক পরিদর্শন প্রক্রিয়া কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
344. টলারেন্সের ব্যাপ্তি যদি পজিটিভ অথবা নেগেটিভ উভয় দিকে বিস্তৃত থাকে, তবে তাকে টলারেন্স বলে।
বাইল্যাটারাল
ক্লিয়ারেন্স
ইউনিল্যাটারাল
ফিট
345. অপারেশন শেষে কোন গেজের মাধ্যমে পরীক্ষা করা হয়?
ওয়ার্কিং গেজ
মাস্টার গেজ
পরিদর্শন গেজ
কোনোটিই নয়
346. কম্বিনেশন সেট-এর অংশ নয় কোনটি?
স্কয়ার হেড
সেন্টার হেড
প্রোটেকটর
বেস
347. 1 মাইক্রন সমান কত মিমি?
0.02mm
0.001mm
0.05mm
0.08mm
348. কোনটি ডাউয়েল (Dowel) পিনের বৈশিষ্ট্য?
প্যাঁচযুক্ত
টেপার
সমান্তরাল
প্যাঁচবিহীন
349. কোনো যন্ত্র বা যন্ত্রাংশের মূল সাইজকে তার - সাইজ বলে।
বেসিক
নমিনাল
ক ও খ
কোনোটিই নয়
350. ফিলার গেজ-এর অপর নাম কী?
থিকনেস গেজ
রেডিয়াস গেজ
হোল গেজ
কোনোটিই নয়
351. টেপার গেজের সাহায্যে কী নির্ণয় করা হয়?
ছিদ্রের ব্যাস
ছিদ্রের উচ্চতা
ছিদ্রের ক্ষেত্রফল
ধাতুর পুরুত্ব
352. ডায়াল টেস্ট ইন্ডিকেটর-এর সরণ কন্টাক্ট পয়েন্টের সাথে কীরূপ?
সমান্তরাল
সোজাসুজি
লম্ব
আড়াআড়ি
353. কোন গেজ পরিদর্শনীয় বস্তুর প্রমাণ মান অনুযায়ী তৈরি—
শ্লিষ গেজ
চাপ গেজ
রিং গেজ
স্ট্যান্ডার্ড গেজ
354. পরিমাপের আন্তর্জাতিক তাপমাত্রা কত?
30°C
15°C
20°C
10°C
355. টলারেন্সের ব্যাপ্তি যদি পজিটিভ অথবা নেগেটিভ যে-কোনো একদিকে বিস্তৃত থাকে, তবে তাকে-- টলারেন্স বলে।
বাইলেটারেল
ক্লিয়ারেন্স
ইউনিলেটারেল
ফিট
356. মাপের উর্ধ্ব এবং নিম্ন সীমার পার্থক্যকে --বলে।
অ্যালাউন্স
টলারেন্স
ক্লিয়ারেন্স
কোনোটিই নয়
357. পরিদর্শন গেজ কোনটি?
প্ল্যাগ গেজ
ক্যালিপার
টাইট গেজ
মাইক্রোমিটার
358. টেইলের নীতিমালা কয় ভাগে বিভক্ত?
২ ভাগে
৩ ভাগে
৭ ভাগে
কোনোটিই নয়
359. নিচের কোনটি ওয়ার্কিং গেজ ?
প্লাগ গেজ
ডেপথ গেজ
স্ল্যাগ লেজ
স্লিপ গেজ
360. লিমিট গেজের কয়টি প্রান্ত থাকে?
২টি
৩টি
৫ টি
৬ টি