EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

মেশিন শপ প্রাক্টিস MCQ
63. নিচের কোনটি গ্যাস কাটিং ফ্লুইড?
গ্রাফাইট
আর্গন
মোম
ডাই-সালফাইড
ব্যাখ্যা: ব্যাখ্যা: এটি প্রধানত তিন প্রকার, যথা- (ক) কঠিন: আফাইট, মলিবডেনাম, ডাইসালফাইড, মোম ইত্যাদি। (খ) তরলঃ একে আবার দুই ভাগে ভাগ করা যায়: (i) ওয়াটার বেস কাটিং ফ্লুইড: যেমন: ওয়াটারের সাথে অ্যালকালি (সোডা অ্যাশ, ট্রাই সোডিয়াম ফসফরাস) মিশিয়ে যে কাটিং ফ্লুইড তৈরি করা হয়। (ii) মিনাবেল অয়েল বেস কাটিং ফ্লুইড। ইমালশন/সলিউবল অয়েল (ইপি), মিনারেল লার্ড অয়েল ইত্যাদি। (গ) গ্যাসীয় কাটিং ফ্লুইড: কম্প্রেশড এয়ার, আর্গন, হিলিয়াম, নাইট্রোজেন ইত্যাদি।
64. বাফিং হইল তৈরি হয়-
শর্টার মেটাল (Sorter metal) দ্বারা
কটন ফেব্রিক (Cotton fabric) দ্বারা
গ্রাফাইট (Graphite) দ্বারা
কার্বন (Carbon) দ্বারা
66. কাটিং ফ্লুইড প্রধানত কত প্রকার?
২প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
68. EDM হলো-
শক্তি নির্গমন পদ্ধতি
ইলেকট্রো-নির্গমন পদ্ধতি
শক্তি নির্দেশক পদ্ধতি
দক্ষতা নির্দেশক পদ্ধতি
70. নিচের কোনটি কঠিন কাটিং ফ্লুইড?
মলিবডেনাম
মিনারেল লার্ড অয়েল
অ্যামোনিয়া
নাইট্রোজেন
76. কাটিং ফ্লুয়িড ব্যবহৃত হয়-
টুল ঠান্ডা করার জন্য
সমতল মসৃণ করার জন্য
কার্যবস্তু ঠান্ডা করার জন্য
সবগুলো
79. কুল্যান্ট কত প্রকার?
২ প্রকার
৪ প্রকার
৬ প্রকার
৮ প্রকার
ব্যাখ্যা: কুল্যান্ট মূলত চার প্রকার। যথা- (ক) সলিড কুল্যান্ট (Solid coolant); (খ) তরল কুল্যান্ট (Liquid coolant); (গ) গ্যাসীয় কুল্যান্ট (Gasioua coolant): (ঘ) কেমিক্যাল কুল্যান্ট (Chemical coolant)
80. Which type of machine tool is used for mass production of essentially small parts?
general purpose
special purpose
automatic screw cutting
none of the mentioned