মেশিন শপ প্রাক্টিস MCQ
161. সংখ্যাসংক্রান্ত নির্দেশনার জন্য কোন কোন সংখ্যাকে বিবেচনা করা হয়?
0-1 পর্যন্ত
0-9 পর্যন্ত
0-6 পর্যন্ত
0-5 পর্যন্ত
162. ব্রোর্ডিং-এর আরপিএম কত?
5.1 гpm-15.25 rpm
6.1 rpm-15.25 rpm
7.1 rpm-15.25 rpm
8.1 гpm-15.25 rpm
163. ডাইমেকার স্কয়ার-এর কাজ কী?
ডাই-এর ক্লিয়ারেন্স মাপা
ডাই-এর অ্যালাউন্স মাপা
ডাই-এর দৈর্ঘ্য মাপা
ডাই-এর প্রস্থ মাপা
164. কাটার দ্বারা মেশিনে ধাতু কাটার সময় ক্রমাগত শব্দ হওয়াকে--- বলে।
চিপিং
ক্র্যাটারিং
চ্যাটারিং
কাটার স্পিড
165. সচরাচর ব্যবহৃত চাককে কত ভাগে ভাগ করা যায়?
৪ ভাগে
৬ ভাগে
৮ ভাগে
১০ ভাগে
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
machine shop practice
ব্যাখ্যা: লেদ মেশিনে যে-সব চাক ব্যবহার করা হয় সেগুলো হলো-
(i) ইন্ডিপেন্ডেন্ট অথবা ফোর জ ঢাক (hidependent or four jaw chuck)
(ii) ইউনিভার্সাল চাক অথবা থ্রি জ ঢাক (Universal or three jaw chack)
(iii) কোলেট চাক (Collet chuck)
(iv) ম্যাগনেটিক চাক (Magnetic chuck)
166. টুথরেস্ট কী কী ধরনের হয়ে থাকে?
১” হতে ৩”দৈর্ঘ্য
১/২” হতে ১১/২” প্রস্থ
০.০৩০” মোট খন্ড বিশিষ্ট হয়ে থাকে
কোনটিই নয়
167. কাটিং টুল দ্বারা মেশিনিং করার সময় কাটিং এজ থেকে চিপ আকারে ভেঙে যাওয়াকে-- বলে।
চিপিং
ক্র্যাটারিং
চ্যাটারিং
কাটার স্পিড
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
machine shop practice
ব্যাখ্যা: ব্যাখ্যা: (i) চিপিং (Chipping) # কাটিং টুল দ্বারা মেশিনিং করার সময় কাটিং এজ থেকে চিপ আকারে ভেঙে যাওয়াকে চিপিং বলে। এটি ওয়ার্কপিচ যদি দৃঢ়ভাবে আটকানো না থাকে অথবা স্পিন্ডল বিয়ারিং-এর লুজ ফিটিং-এর কারণে এটি সৃষ্টি হয়। র্যাক অ্যাংগেল কমানো, ওটার স্পিড বাড়ানো, ফিড কমানো এবং কাটারের উপর চিপ লোড কমানোর দ্বারা এটি দূর করা যায়।
(ii) চ্যাটারিং (Chattering) : কাটার দ্বারা মেশিনে ধাতু কাটার সময় ক্রমাগত শব্দ হওয়াকে চ্যাটারিং বলে। ওয়াকপিচকে দৃঢ়ভাবে না আটকানো অথবা বাহিরের কোনো উৎস থেকে কম্পনের ফলে এটি সৃষ্টি হয়।
(iii) ক্র্যাটারিং (Cratering): কাটিং টুলের মধ্যে ব্যবহারের কারণে যে গর্ভের সৃষ্টি হয়, তাকে ক্র্যাটারিং বলে। কাটারের দাতে উচ্চ চাপ এবং তাপের কারণে এই গর্তের সৃষ্টি হয়। চিপের দ্বারা সৃষ্ট ঘর্ষণ এবং উত্তাপের ফলে এটি সৃষ্টি হয়।
168. সাধারণত একটি স্পিডেল হেডবিশিষ্ট মেশিনগুলোকে কী বলে?
সিমপ্লেক্স
ট্রপ্লেক্স
ডুপ্লেক্স
সবকয়টি
169. একটি 300mm ব্যাসের জবকে মেশিনিং করার সময় জবের ঘূর্ণন গতি 100rpm হলে কাটিং স্পিড কত হবে?
90.2m/min
91.2m/min
92.2m/min
94.2m/min
170. সাইড ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল কত?
৪°
৫°
৬°
৭°
171. ধাতু কর্তনের কালে কতটি বিশেষ উৎস হতে তাপের সৃষ্টি হয়?
৩টি
৫টি
৬টি
৮টি
172. থ্রেডকে মূলত কত শ্রেণিতে বিভক্ত করা যায়?
২ শ্রেণিতে
৩ শ্রেণিতে
৪ শ্রেণিতে
৫ শ্রেণিতে
173. ইনডেক্স হেডের মধ্যে কত দাঁতবিশিষ্ট ওয়ার্ম গিয়ার ব্যবহৃত হয়।
১০ দাঁত
৩০ দাঁত
২০ দাঁত
৪০ দাঁত
174. ইনডেক্সিং-এর অর্থ কী?
পূর্ণকরণ
বিভক্তকরণ
অবনমন
সবগুলো
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
machine shop practice
ব্যাখ্যা: ইনডেক্সিং-এর অর্থ হলো বিভক্তিকরণ। মিলিং মেশিনে ইউনিভার্সাল ডিভাইডিং হেড অথবা ইনডেক্সিং হেড-এর সাহায্যে কার্যবস্তুকে এক পাকের কোনো ভগ্নাংশে যথানিয়মে ঘুরিয়ে আনাকে ইনডেক্সিং (Indexing) বলা হয়।
175. স্ক্র পিন ইত্যাদিকে মেশিনিং করার জন্য কোন চাক ব্যবহৃত হয়?
কম্বিনেশন চাক
ড্র-ইন কলেট চাক
জ্যাকব চাক
ইনডিপেনডেন্ট চাক
176. ওয়াইন্ড রেঞ্জ ডিভাইডার দিয়ে কত পর্যন্ত বিভক্ত করা যায়?
2-300000 ভাগে
1-200000 ভাগে
2-400000 ভাগে
3-600000 ভাগে
177. ইনডেক্স ক্র্যাঙ্ক ওয়ার্ম শ্যাফটে কীসের জন্য ব্যবহৃত হয়?
ঘুরানোর জন্য
উল্টানোর জন্য
বের করার জন্য
সবকয়টি
178. ব্রোচ তৈরিতে লোহার জন্য কী পরিমাণ কেস অ্যাজেল রাখা উচিত?
৪°-৫°
৬°-৮°
৪°-৭°
৫°- ৬°
179. 0-7-7-7-15-15-2 এই টুল সিগনেচার অ্যান্ড রিলিত অ্যাঙ্গেল (End relief angle) কত?
0°
7°
2°
15°
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
machine shop practice
ব্যাখ্যা: ব্যাখ্যা: টুল সিগনেচার (Tool signature) # টুল সিগনেচার হচ্ছে একটি কাটিং টুলের মুজ রেডিয়াস এবং বিভিন্ন কোণের পর্যায়ক্রমিক তালিকা, যা মুজ রেডিয়াস এবং কোণসমূহের পরিমাপের সংখ্যার ক্রমে প্রকাশ করা হয়। উদাহরণস্বরূপ সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের টুল সিগনেচার নিম্নে দেয়া হলো- 0-7-7-7-15-15-
180. কাটিং স্পিড কাকে বলে?
১ মিনিটে কত মিটার বস্তু কাটবে
১ সেকেন্ডে কত মিটার বস্তু কাটবে
১ ঘন্টায় কত মিটার বস্তু কাটবে
কোনোটিই নয়