Image
মেশিন শপ প্রাক্টিস MCQ
81. সারফেস গ্রাইন্ডিং মেশিন মূলত কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
82. গ্রাইন্ডিং ছইল স্পেসিফিকেশন 51 A 36 L5V 23 মধ্যে' দ্বারা কী বুঝায়?
স্ট্রাকচার
গ্রেইন সাইজ
অ্যাব্রেসিভ টাইপ
গ্রেড
83. কোন ড্রিল খনির কাজে ব্যবহৃত হয়?
ট্রিফ্যানিং ড্রিল
কমুর ড্রিল
কোর ড্রিল
গান ড্রিল
85. সিলিন্ড্রিক্যাল এ্যাইন্ডিং মেশিনের প্রধান অংশ কোনটি?
বেস ও টেবিল
হইল হেড
হেডস্টক ও টেইলস্টক
সবগুলো
86. গ্রাইন্ডিং হুইলে বন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে নিচের ম্যাটেরিয়ালগুলোর কোনটি ব্যবহার করা হয় --
সিলিকন কার্বাইড ( Silicon carbide)
সোডিয়াম সিলিকেট (Sodium silicate)
বোরন কার্বাইন্ড (Boron carbide)
অ্যালুমিনিয়াম অক্সাইড (Aluminium oxide)
87. গারনেটের কাজ কী?
ল্যাশিং-এর কাজ করার জন্য
কাচ গ্রাইন্ডিং করার জন্য
ওয়ার্কপিসের চূড়ান্ত মসৃণতার জন্য
ভঙ্গুরতা রোধের জন্য
88. ড্রিলের জন্য মাইন্ড স্টিলের কাটিং স্পিড প্রতি মিনিটে 30m হলে 5mm ব্যাসের মেশিন স্পিন্ডেল স্পিড নির্ণয় কর।
1910 RPM
2011 RPM
3011 RPM
2111 RPM
89. নিউমেটিক (Pnumatic) টুলে ব্যবহৃত হয়-
বায়ু
তরল
বিদ্যুৎ
বেল্ট-পুলি
90. কোনো বস্তু বা জবের অক্ষের সমান্তরালে সেন্টার ড্রিল বিট দিয়ে ড্রিলিং করাকে কী বলে?
সেন্ট্রাল ড্রিলিং
ড্রিল বিট
ড্রিল হেড
ড্রিল ফিক্সচার
91. গ্রাইন্ডিং হুইলের পরিধি ব্যবহার করে গ্রাইন্ডিং করার ক্ষেত্রে হুইলের স্পিন্ডেল কীভাবে থাকে?
উল্লম্বভাবে
সমান্তরালভাবে
অনুভূমিকভাবে
লম্বভাবে
92. প্রধানত কত ধরনের টুল এন্ড কাটার গ্রাইন্ডার পাওয়া যায়?
২ ধরনের
৪ ধরনের
৬ ধরনের
৮ ধরনের
93. কোন ধরনের জবকে সেন্টারিং করার প্রয়োজন হয় না?
টুল গ্রাইন্ডার
সেন্টারলেস গ্রাইন্ডিং
সারফেস গ্রাইন্ডার
সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডার
95. সেন্টার টাইপ গ্রাইন্ডিং-এ জবকে --করে নিতে হয়।
সেন্টারিং
গ্রাইন্ডিং
ফিনিশিং
ড্রিলিং
96. চালাইলোহ) (Cast iron) মেশিনিং করার সময় নিম্নলিখিত পুব্রিকেন্ট ব্যবহার করা হয়-
সোডা ওয়াটার
কেরোসিন
মিনারেল অয়েল
কোনোকিছুই নয়
97. কর্তনকৃত ধাতুর আয়তন এবং গ্রাইন্ডিং হুইল ওয়‍্যার আয়তনের অনুপাতকে কী বলে?
গ্রাইন্ডিং রেশিও
সারফেস রেশিও
সিলিন্ড্রিক্যাল রেশিও
ইন্টারনাল রেশিও
98. গ্রাইন্ডিং অপারেশন এক ধরনের-
শেপিং অপারেশন (Shapping operation)
জর্মিং অপারেশন (Forming operation)
সারফেস ফিনিশিং অপারেশন (Surface finishing )
ড্রেসিং অপারেশন (Dressing operation)
99. ওয়ার্কশিস এবং গ্রাইন্ডিং হুইল উভয়ই ঘুরে-
সারফেস গ্রাইন্ডারে
সিলিস্ট্রিক্যাল
ইন্টারন্যাল গ্রাইন্ডারে
কোনোটিই নয়
100. সয়িং (Sawing)-এর কাজে ব্যবহৃত তরলের নাম কী?
সয়িং ফ্লুইড
কাটিং ফ্লুইড
হ্যাক-স লিকুইড
ডিজেল