Image
মেশিন শপ প্রাক্টিস MCQ
121. ম্যাগনেটিক চাক কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
লৌহজ
সিরামিক
অলৌহজ
প্লাস্টিক
122. কোনটি মিলিং মেশিনের প্রধান অংশ নয়?
হেডস্টক
ব‍্যাম
নী
কুইক চেঞ্জ গিয়ার
123. হনিং-এর সময় কত মিমি পর্যন্ত ধাতু অপসারণ করতে পারে?
0.9mm-1mm
0.01mm-0.5mm
1min-1.5mm
0.1min-1.5mm
124. জবের উপর মেশিনিং করার জন্য একে 'নির্দিষ্ট পরিমাণে ঘুরানোর পদ্ধতিকে --বলে।
ইনডেক্সিং
টার্নিং
ফেসিং
নার্সিং
125. মিলিং মেশিনে অপারেশন করার সময় যদি কাটিং টুলের ফেসকে জবের সারফেস বরাবর ধরা হয়, তাকে --বলে।
আপ মিলিং
ডাউন মিলিং
প্লেইন মিলিং
ফেস মিলিং
126. মেশিনিং অপারেশনের সময় জবকে কার্যস্থানে দৃঢ়ভাবে ধরে রাখে কোন ডিভাইস?
ফিক্সচার
জিগ
চ্যানেল জিগ
রিং জিগ
127. অর্থোগোনাল কাটিং-এ টুলের কাটিং এজ টুল ফিডের দিকের সাথে কী অবস্থায় থাকে?
লম্বভাবে
আনুভূমিকভাবে
45° কৌণিকভাবে
30° কৌণিকভাবে
129. অবলিক কাটিং-এ কাটিং এজ টুল ফিডের দিকের সাথে কী অবস্থায় থাকে?
লম্বভাবে
হেলানোভাবে
আনুভূমিকভাবে
30° কৌণিকভাবে
130. ওয়ার্কপিসের তল মিলিং করতে কোন কাটার ব্যবহৃত হয়?
ফেস মিল কাটার
এন্ড মিল কাটার
সাইড কাটার
কোনোটিই নয়
131. অনেকগুলো পাতলা জন একসঙ্গে সাজিয়ে এক স্ট্রোক ছিদ্র করতে কী ব্যবহৃত হয়?
টেমপ্লেট জিগ
প্লেট জিগ
চ্যানেল জিগ
রিং জিগ
132. সুইভেল ব্লক স্পিন্ডেলসহ আনুভূমিক অবস্থায় ৫ ডিগ্রি নিচে এবং উল্লম্ব অবস্থায় কত ডিগ্রি ঊর্ধ্বে যে-কোনো ডিগ্রিতে আটকানো যায়?
১০°
৭°
২°
১৫°
133. র‍্যামের তলের অবস্থান অনুযায়ী শেপারকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
৩ ভাগে
২ ভাগে
৪ ভাগে
৫ ভাগে
135. হোল লোকেশনের জন্য বর্তমানে কোনটি ব্যবহৃত হয়?
টুল কোসন বাটন
ড্রিল মেশিন
সেন্টার পাঞ্চ
লেদ মেশিন
136. কুইক রিটার্ন মেকানিজম কোন মেশিনে ব্যবহার করা হয়?
গ্রাইন্ডিং
শেপার
ড্রিলিং
সেন্ট্রিফিউগ্যাল
137. শেগার মেশিন প্রধানত ব্যবহৃত হয়?
সমতল পৃষ্ঠ কাটার জন্য
ছিদ্র করার জন্য
নার্সিং করার জন্য
কোনোটিই নয়
138. জিগ এবং ফিক্সচার ব্যবহারের উদ্দেশ্য-
উৎপাদনের হার বৃদ্ধি
মেশিনিং সূক্ষ্মতা বৃদ্ধি
অপেক্ষাকৃত কম দক্ষ চালক নিয়োজিত
উপরের সবকয়টি
139. আরবার কাটার মূলত কত প্রকার?
৮ প্রকার
১০ প্রকার
১২ প্রকার
১৪ প্রকার
140. কোন প্যাঁচের পিচ ও লিড সমান?
এক পন্থা
দুই পন্থা
ক ও খ উভয়
কোনোটিই নয়