মেশিন শপ প্রাক্টিস MCQ
141. ডাউন মিলিংকে আরো বলা হয়-
কনভেনশনাল মিলিং (Conventional milling)
ক্লাইম্ব মিলিং (Climb milling)
ফেস মিলিং (Face miling)
এন্ড মিলিং (End milling)
142. নেগেটিত র্যাক অ্যাঙ্গেল ব্যবহৃত হয় –
সিমেন্টেড কার্বাইড টুলসে
উচ্চ গতির কাটিং অপারেশনে
কঠিন এবং ভঙ্গুর ধাতুর অপারেশনে
সবগুলো
143. লেদ মেশিনের 40m/min কাটিং স্পিড, জবটির ঘূর্ণন সংখ্যা 1000rpm হলে জবটির ব্যাস কত?
25mm
12.83mm
12.73mm
8 x 10 mm
144. কোন ধরনের ধাতু কাটার সময় Continuous chip তৈরি হয়?
ভঙ্গুর (Brittle)
নমনীয় (Ductile)
কঠিন (Hard)
সব করাটি
145. মিলিং মেশিনে কাটিং টুল আটকানো হয় নিম্নের কোনটি দ্বারা?
স্পিন্ডেল (Spindle)
কলাম (Column)
আরবার (Arbor)
নী (Knee)
146. টেপার টানিং-এর জন্য কোনটি সঠিক?
tan∝= D+b/2L
tan∝=D-d/L
tan∝=D-d/2L
কোনোটিই নয়
147. ইলেকট্রিক চাকের ব্যবহার ক্ষেত্রে হলো-
বিদ্যুৎ পরিবাহী ম্যাটেরিয়াল আটকানো
অধাতব
প্লাস্টিক
মোম
148. মিলিং কাটার যে দিকে ঘুরে তার বিপরীত দিকে জব ফিড দিলে তাকে-- বলে।
আপ মিলিং
এন্ড মিলিং
ডাউন মিলিং
ফেস মিলিং
149. ব্যাক র্যাক অ্যাঙ্গেলের উদ্দেশ্য কী?
টুলের আয়ুষ্কাল বৃদ্ধি করা
কাটিং পয়েন্টকে রক্ষা করা
ভালো মসৃণতা আনা
তাপ বিস্তৃত করে দেয়া
150. 0-7-7-7-15-15-2 এই টুল সিগনেচার নুজ রেডিয়াস (Nose radius) কত?
15”
2 mm
7 mm
7”
151. কাটিং টুখগুলোর মধ্যে যে কোণটি তার পূর্বের টুথের চাইতে যতটুকু উঁচু, তাকে কী বলে?
স্টেপ
কাটিং টুল
নিউমেরিক
প্রোগ্রাম
152. মিলিং কাটার যে দিকে ঘুরে জব ফিড করে সে দিকে ঘুরলে তাকে-- বলে।
আপ মিলিং
প্লেইন মিলিং
ডাউন মিলিং
কোনটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
machine shop practice
ব্যাখ্যা: আপ মিলিং বা কনভেনশনাল মিলিং (Up or Conventional milling) : ওয়ার্কপিস কাটার ঘূর্ণনের বিপরীতে অগ্রসর হয়। যে মিলিং পদ্ধতিতে কার্যবস্তুকে ঘূর্ণায়মান কাটারের গতির বিপরীত দিকে এগিয়ে দেয়া হয় বা ফিড দেয়া হয়, তাকে আপ মিলিং বা কনভেনশনাল মিলিং বলা হয়। আপ মিলিং-এ কাটারের উর্ধ্বগতিতে মাল কাটা হয়।
ডাউন মিলিং বা ক্লাইম্ব মিলিং (Down or Climb milling) ওয়ার্কপিস কাটার ঘূর্ণনের অনুকূলে অগ্রসর হয়। যে মিলিং পদ্ধতিতে কার্যবস্তুকে কাটারের গতির দিকে আগিয়ে ফিড দেয়া হয়, তাকে ডাউন বা ক্লাইখ মিলিং বলা হয়। ডাউন মিলিং-এ কাটারের নিম্ন গতিতে মাল কাটা হয়।
প্লেইন/প্ল্যাব মিলিং (Plaisirlah milling)ঃকার্যবস্তুতে হবিজন্টাল মিলিং মেশিনে ঘূর্ণায়মান স্ল্যাব বা সিলিন্ড্রিক্যাল কাটার অথবা সাইড অ্যান্ড ফেস মিলিং কাটারের অক্ষের সমান্তরালে সমতল তল মিলিংকরণ প্রক্রিয়াকে প্লেইন বা স্ল্যাব মিলিং বলে।
153. কাটিং স্পিডকে প্রকাশ করা হয় কোনটি দ্বারা?
m/sec^2
m/min
m/sec
m/min^2
154. মিলিং মেশিনে অপারেশন করার সময় যদি কাটিং টুলের পরিধিকে জবের সারফেস বরাবর ধরা হয়, তাকে --বলে।
আপ মিলিং
এন্ড মিলিং
ডাউন মিলিং
ফেস মিলিং
155. ফেস অ্যাঙ্গেল এবং ফ্ল্যাঙ্ক-এর মাঝে থাকে--
ব্যাক অ্যাঙ্গেল
ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল
লিপ অ্যাঙ্গেল
পয়েন্ট অ্যাঙ্গেল
156. ধাতু কর্তনের সময় কত ধরনের চিপ উৎপন্ন হয়।
২ ধরনের
৩ ধরনের
৪ ধরনের
৫ ধরনের
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
machine shop practice
ব্যাখ্যা: চিপস (Chips) : মেশিনিং প্রক্রিয়ায় কার্যবস্তুকে সঠিক অকৃতিতে আনার জন্য কার্যবস্তু থেকে যে অতিরিক্ত ধাতু অপসারণ করা হয়, তাকে চিপস বলে।
157. ব্রোচ কী?
কাটিং টুল
নিউমেরিক
প্রোগ্রাম
স্টেপ
158. কোনটি কন্টিনিউয়াস চিপস তৈরির কারণ নয়?
কম পুরুত্বের কাট
উচ্চ কাটিং স্পিড
অধিক ঘনত্ব
বেশি র্যাঙ্কে অ্যাজেল
159. একটি ছিদ্রের মধ্য দিয়ে থ্রেড (Thread) কাটিয়ে ব্যবহৃত হয়-
ডাই (Die)
থ্রেডেড ইনসার্ট (Threaded insert)
ট্যাপ (Tap)
লেদ ( Lathe)
160. সারফেস গ্রাইন্ডারে জবকে ধরার জন্য ব্যবহৃত হয়—
ম্যাগনেটিক চাক
ফোর 'জ' চাক
ইউনিভার্সাল চাক
কলেট 'জ' চাক