MCQ
221. সন্ধির প্রধান সুবিধা কী?
উচ্চারণের সুবিধা
লেখার সুবিধা
শোনার সুবিধা
পড়ার সুবিধা
222. সন্ধি কত প্রকার?
২
৩
৪
৫
223. 'রত্নাকর' শব্দটির সন্ধি-বিচ্ছেদ-
রত্ন+কর
রত্ন+কর
রত্না+আকর
রত্ন+আকর
224. . 'বিদ্যালয়' এর সন্ধি-বিচ্ছেদ-
বিদ্যা+আলয়
বিদ্য+আলয়
বিদ্যা+লয়
বিদ+আলয়
225. 'পুরাধ্যক্ষ' শব্দটির সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
পুর+আধ্যক্ষ
পুর+অধ্যক্ষ
পুরা+অধ্যক্ষ
পুরা+আধ্যক্ষ
226. কোনটি স্বরসন্ধির উদাহরণ?
ণিজন্ত
অহরহ
বিদ্যালয়
দুঃশ্চিন্তা
227. 'বক--কচ্ছপ' = 'বকচ্ছপ' এই রীতিতে গঠিত শব্দকে বলা হয়-
সন্ধিবদ্ধ শব্দ
জোড়কলম
মিশ্র শব্দ
নিপাতনে সিদ্ধ শব্দ
228. 'জমানো' শব্দটির সন্ধি-বিচ্ছেদ হচ্ছে-
জমান+ও
জমা+নো
জমা+ন
জমা-আনো
229. কোনটিকে সন্ধির সংজ্ঞা বলা হয়?
পদে পদে মিলকে
শব্দে শব্দে মিলকে
ধ্বনিতে ধ্বনিতে মিলকে
উপসর্গে শব্দ মিলকে
230. কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?
বিশেষ্য
বিশেষণ
ক্রিয়া
অব্যয়
231. সন্ধি শব্দের অর্থ কী?
মিলন
বিচ্ছেদ
শব্দের মিলন
ধ্বনিগত মাধুর্য সৃষ্টি
232. 'পাগলামি' শব্দের সন্ধি-বিচ্ছেদ করলে পাওয়া যায়-
পাগল+লামি
পাগল+মি
পাগল+আমি
পাগল+মি
233. 'গতানুগতিক' এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
গত+আনুগতিক
গতা+অনুগতিক
গত+অনুগতিক
গতানু+গতিক
234. সন্ধির উদ্দেশ্য কোনটি?
শব্দের মিলন
ধ্বনিগত মাধুর্য সৃষ্টি
শব্দগত মাধুর্য সৃষ্টি
বর্ণের মিল
235. পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলনকে বলে / পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে কি বলে?
সন্ধি
সমাস
কারক
প্রত্যয়