MCQ
61. 'আশ্চর্য' এর সন্ধি-বিচ্ছেদ-
অ+আর্চ
অতি+চার্য
আশ+চর্য
আ+চার্য
62. কোনটি শুদ্ধ সন্ধি-বিচ্ছেদ?
ধনু+বিদ্যা
ধনুঃ+বিদ্যা
ধনুর+বিদ্যা
ধনূঃ+বিদ্যা
63. 'বৃহস্পতি' শব্দটির সন্ধি-বিচ্ছেদ কোনটি?
বৃহৎ+পতি
বৃহ+অস্পতি
বৃহস+পতি
বৃহঃ+পতি
64. সন্ধি-বিচ্ছেদ করুন: 'তিরস্কার'-
তিরস+কার
তির+স্কার
তির+স্কার
তিরসঃ+কার
65. মনীষা এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
মন+ইষা
মনস্+ঈষা
মন+ঈষা
মনস+ইষা
66. সন্ধি বিচ্ছেদ করুন: 'পুরস্কার'।
পুর+কার
পূর+কার
পুরঃ+কার
পুরসঃ+কার
67. 'দুশ্চরিত্র' এর সন্ধি বিচ্ছেদ-
দুশ্চ+চিত্র
দুঃ+চরিত্র
দু+চরিত্র
দু+শ্চরিত্র
68. 'মনস্তাগ' এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
মনঃ+তাপ
মন+তাপ
মনস+তাপ
মনো+তাপ
69. সন্ধির নিয়মে কোনটি ঠিক?
শির+ছদ = শিরচ্ছেদ
শিরঃ+ছেদ = শিরচ্ছেদ
শিরো+ছেদ = শিরোচ্ছেদ
শিরঃ+ছেদ = শিরশ্ছেদ
70. কোনটি শুদ্ধ?
অতঃ+এব = অতএব
পরিঃ+কার = পরিষ্কার
এক+ছত্র = একছত্র
পরিঃ+চ্ছদ = পরিচ্ছদ
71. 'ধনুষ্টংকার' এর সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ধনুষ+টঙ্কার
ধনুঃ+টঙ্কার
ধনু+টঙ্কার
ধনুট+স্কার
72. 'ষোড়শ' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ষট্+দশ
সড়+শ
ষোড়+অশ
ষোড়+শ
73. কোন সন্ধি-বিচ্ছেদটি ভুল?
গৈ+অক
সু+অল্প
আ+চর্য
দু+লোক
74. কোনটি 'নিরাময়' শব্দের সন্ধি-বিচ্ছেদ?
নিরা+ময়
নির্+আময়
নির্+ময়
নিঃ+আময়
75. 'ইতস্তত' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ইত+তত
ইতঃ+ততঃ
ইত+স্তত
উত+স্তুত
76. নির্ভুল সন্ধি-বিচ্ছেদ-
ক্ষুধা+আর্ত
উছ+স্বাস
শিরঃ+ছেদ
আশী+বাদ
77. 'চতুষ্পদ' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
চতুর+পদ
চতুষ+পদ
চতু+পদ
চতুঃ+পদ
78. 'নিশ্চয়' এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
নিশ্চয়+য়
নি+চয়
নিশ+চয়
নিঃ+চয়
79. নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?
বাক্+দান = বাগদান
জল+ওকা= জলৌকা
নিঃ+রব = নীরব
ষট্+দশ = ষোড়শ
80. 'দ্যুলোক' শব্দের যথার্থ সন্ধি-বিচ্ছেদ কোনটি?
দুঃ+লোক
দিব্+লোক
দ্বি+লোক
দ্বিঃ+লোক