Image
MCQ
21. 'নীরস' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
নি+রস
নী+রস
নিঃ+রস
নীঃ+রস
22. নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়?
নে+অন= নয়ন
রাজ+নী= রাজ্ঞী
তদ+রূপ= তদ্রূপ
তদ+কাল= তৎকাল
23. 'ভাস্বর' এর সন্ধি-বিচ্ছেদ কী?
ভাস্+সর
ভাস+কর
ভাস্+বর
ভা+স্বর
24. কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ?
শুভেচ্ছা
সংবাদ
প্রত্যেক
অতীত
25. 'জগজ্জীবন' শব্দটি সন্ধির কোন নিয়ম অনুসরণে করা হয়েছে?
ত+ঝ=জ্জ
দ+জ=জ্জ
দ+ঝ=জ্জ
ত+জ=জ্জ
26. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধিবিচ্ছেদ?
উৎ+স্থাপন = উত্থাপন
কৃষ+তি = কৃষ্টি
তদ্+কাল = তৎকাল
তৎ+কর = তস্কর
27. 'উত্থাপন' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উঃ+স্থাপন
উৎ+স্থাপন
উথ+স্তাপন
উঃ+যাপন
28. 'কৃষ্টি' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়-
কৃষ্+তি
কৃষ্+টি
কৃ+ইষ্টি
কৃষ্+ইষ্টি
29. 'সঞ্চয়' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
সন্+চয়
সম্+চয়
সঙ+চয়
সৎ+চয়
30. নিচের কোন শব্দটি সন্ধিযোগে গঠিত?
শীতল
সপ্তাহ
সঞ্চয়
সুখবর
31. 'দুর্গতি' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
দুঃ+গতি
দুর+গতি
দূর+গতি
দুস+গতি।
32. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
বাক্+দান = বাগদান
উৎ+ছেদ = উচ্ছেদ
পর+পর = পরস্পর
সম+সার= সংসার
33. 'সংযম' শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
সং+যম
সম+যম
সম্+যম
সৎ+যম
34. 'নিরন্ন' শব্দের সন্ধি-বিচ্ছেদ কি?
নি+অন্ন
নির+অন্ন
নিঃ+অন্ন
নির+ন্ন
35. 'পরিচ্ছেদ' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
পরিঃ+ছেদ
পরি+চ্ছেদ
পরি+ছেদ
পরি+শেদ
36. নিপাতনে সিদ্ধ কোনটি?
পুনরায়
পরিষ্কার
একাদশ
পরীক্ষা
37. 'নিষ্ঠুর' শব্দটির সন্ধি বিচ্ছেদ-
নি+ষ্ঠুর
নিঃ+ঠুর
নিঃ+ষ্ঠুর
নি+ঠুর
38. 'নীরোগ' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
নিঃ+রোগ
নিঃ+রোগ
নি+রোগ
নির+য়োগ
39. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
পরিষ্কার
ষড়নন
সংস্কার
আশ্চর্য
40. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
পর+পর = পরস্পর
বাক্+দান = বাগদান
উৎ+ছেদ = উচ্ছেদ
সম+সার = সংসার