MCQ
141. 'হিমালয়' শব্দটির সন্ধি বিচ্ছেদ-
হিমা+আলয়
হিম+আলয়
হি+আলয়
হিমা+লয়
142. 'গবাক্ষ' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
গো+অক্ষ
গো+পরোক্ষ
গব+অক্ষ
গবি+অক্ষ
143. 'আশাতীত' এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
আশা+অতিত
আশা+অতীত
আশ+অতিত
আশ+অতীত
144. 'নিপাতনে সিদ্ধ সন্ধি' সম্পর্কে কোনটি সঠিক?
যে সন্ধি ব্যাকরণর কোনো নিয়ম মানে না
যে সন্ধি সকল বিষয় মানে
যে সন্ধি দুইটি ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয়
কোনটিই নয়
145. 'ছেলেমি' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ছে+লেমি
ছেলে+মি
ছেলে+আমি
ছে+এলেমি
146. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
গায়ক
কুলটা
পবিত্র
ভাবুক
147. 'মন্বন্তর' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
মন+অন্তর
মনু+অন্তর
মনন+অন্তর
মনুন+অন্তর
148. অভীষ্ট = ?
অভি+ইস্ট
অভি+সিস্ট
অভি+ইষ্ট
কোনোটিই নয়
149. 'গো+অক্ষ = গবাক্ষ' এটি কোন ধরনের সন্ধি বিচ্ছেদ?
নিপাতনে সিদ্ধ
বিসর্গ সন্ধি
স্বরসন্ধি
স্বর ব্যঞ্জন সন্ধি
150. 'প্রত্যাবর্তন' শব্দের সন্ধি-বিচ্ছেদ-
প্রতি+বর্তন
প্রতি+আবর্তন
প্রতিঃ+বর্তন
প্রতিঃ+আবর্তন
151. নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি?
গো+অক্ষ = গবাক্ষ
পৌ+অক = পাবক
গবি+অঙ্গ = বঙ্গ
যতি+ইন্দ্র = যতীন্দ্র
152. নিচের কোনটি ভাষার ধ্বনিগত মাধুর্য স্থাপন ও সম্পাদন করে?
সমাস
কারক
সন্ধি
ধ্বনি
153. 'পর্যন্ত' এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
পর্য+অন্ত
পর্য+ন্ত
পর+যন্ত্র
পরি+অন্ত
154. 'স্বৈর' শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায়-
স্বর+ইর
স+ঈর
স্বীয়+ইর
স্ব+ঈর
155. সন্ধির প্রধান কাজ কী?
ধ্বনি পরিবর্তন
অর্থের পরিবর্তন
পদের পরিবর্তন
বাক্য সংকোচন
156. 'সতীন্দ্র' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
সতি+ঈন্দ্র
সতী+ঈন্দ্র
সতী+ইন্দ্র
সতি+ইন্দ্র
157. নিচের কোন শব্দটি সমাসবদ্ধ নয়?
গাছপাকা
বিদ্যালয়
সিংহাসন
দিলদরিয়া
158. 'মস্যাধার' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
মস+আধার
মৎস+আধার
মৎস+আঁধার
মসী+আধার
159. খাঁটি বাংলায় কোন সন্ধি নেই?
স্বরসন্ধি
ব্যঞ্জনসন্ধি
বিসর্গসন্ধি
বাংলা সন্ধি
160. 'প্রত্যেক' শব্দটির সন্ধি-বিচ্ছেদ নিচের কোনটি?
প্র+তেক
প্রতে+এক
প্রতি+এক
প্রতি+ক