Image
সমার্থক শব্দ Questions
121. ' পৃথিবী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
অতিকায়
অখিল
স্থির
তটিনী
122. . 'পর্বত' এর সমার্থক শব্দ নয় কোনটি?
অচল
অদ্রি
মেদিনী
শৈল
123. 'পুষ্প' এর সমার্থক শব্দ নয়-
প্রসূন
কুসুম
অবনি
ফুল
124. 'পয়জার' এর সমার্থক শব্দ কোনটি?
উন্মাদ
ছুতার
দাঁড়িপাল্লা
পাদুকা
125. 'পর্বত' শব্দটির সমার্থক শব্দ কোনটি?
শৈল
উৎপল
হিমানী
নিকর
126. 'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ-
দ্রুম
সুধাকর
ক্ষণপ্রভা
প্রভাকর
127. 'পৃথিবী' শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
অবনি
ধরিত্রী
ধরণী
প্রসূন
128. নিচের কোনটি 'পৃথিবী' শব্দের প্রতিশব্দ নয়?
মহী
উর্বী
বসুধা
মহীধর
129. 'পাথর' শব্দটির প্রতিশব্দ নয় কোনটি?
নগ
মণি
পাষাণ
অশা
130. 'পর্বত' শব্দের সমার্থক শব্দ কোনটি?
উদক
মহীধর
বৈভব
সরোজ
131. কোনটি 'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ?
ভূধর
সবিতা
মিহির
বসুধা
132. কোন শব্দটি 'পদ্ম' এর সমার্থক নয়?
কমল
নলিনী
তামরস
ধরা
133. কোনটি প্রতিশব্দ নয়?
নলিনী
শতদল
উৎপল
কৌমুদী
134. 'পথ' শব্দের সমার্থক শব্দ কোনটি ?
সরনি
সমরণি
স্বরণী
সরণি
135. 'মার্গ' শব্দের অর্থ কী?
পথিক
জ্ঞান
ধর্ম
পথ
136. 'পর্বত' এর প্রতিশব্দ কোনটি?
ক্ষিতি
অদ্রি
অংশু
অশ্ব
137. . 'ক্ষিতিতল' শব্দের অর্থ কী?
নভোতল
লাঙ্গল
ভূতল
কেঁচো
138. 'বসুমতী' শব্দটির একার্থক কোনটি?
মেদিনী
সুমতি
পত্রিকা
পার্থিব
139. 'অদিতি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
অবনী
পৃথ্বী
ক্ষিতি
নীর
140. . পদ্মের সমার্থক শব্দ কোনটি?
অঞ্জন
জলধর
অরবিন্দ
মনসিজ