সমার্থক শব্দ MCQ
141. কোনটি প্রতিশব্দ নয়: 'নারী'
ভামিনী
আত্মজ
কামিনী
সামন্তিনী
142. 'খগ' শব্দটির অর্থ কী?
মানুষ
বাঘ
পাখি
ঘোড়া
143. কোন শব্দ যুগল সমার্থক নয়?
ধরা, মেদিনী
হেম, সুবর্ণ
তটিনী, ঝর্ণা
অটবি, বিটপী
144. 'পুত্র' এর সমার্থক শব্দ নির্ণয় কর।
পতি
তনয়
তনু
কোনোটিই নয়
145. 'জলাশয়' শব্দের সমার্থক শব্দ হচ্ছে-
সলিল
জলধর
অনু
সরোবর
146. 'নদী'র সমার্থক শব্দ নয়?
শৈবলিনী
প্রবাহিনী
তটিনী
ভামিনী
147. কোন শব্দটি 'দক্ষ' এর সমার্থক নয়?
দর্প
পারদর্শী
পটু
নিপুণ
148. 'দামিনী' শব্দের অর্থ কী?
জলধি
ধরিত্রী
বিদ্যুৎ
রাত্রি
149. 'হিমাংশু' শব্দের প্রতিশব্দ কোনটি?
চন্দ্র
নির্মল বাতাস
সূর্য
হিমবাহ
150. 'চাঁদ' এর সমার্থক শব্দ কোনটি?
কোমলাকান্ত
ভানু
রজনীকান্ত
নিশীথিনী
151. 'তটিনী' শব্দের অর্থ কী ?
জলদি
মহাসাগর
নদী
সাগর
152. 'পরভূত' শব্দের সমার্থক শব্দ কোনটি?
অম্বু
বিভব
ধেনু
পিক
153. 'নারী' এর প্রতিশব্দ কোনটি?
মাতা
গর্ভধারিণী
জননী
মহিলা
154. 'গিরি নিঃস্রাব' শব্দের অর্থ
বাতাস
আগুন
নদী
পর্বত
155. কোনটি 'কামিনী' শব্দের প্রতিশব্দ নয়?
আত্মজ
সীমান্তিনী
নারী
ভামিনী
156. 'পাখি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
প্রিপ
বিহঙ্গ
গরুড়
বিহগ
157. সমার্থক শব্দগুচ্ছ সনাক্ত করুন
স্রোতস্বিনী, নির্ঝরিণী, সিন্ধু
গাঙ, তটিনী, অর্ণব
শৈবলিনী, তরঙ্গিনী, সরিৎ
দীর্ঘিকা, নদী, প্রণালী
158. 'নদী'র সমার্থক শব্দ কোনটি?
অম্বু
উদক
বারিধি
সরিৎ
159. কোনটি 'নদী' শব্দের সমার্থক শব্দ?
জলধর
শৈবলিনী
পয়োধি
জলধি
160. কোনটি প্রতিশব্দ নয়
বামা
সুত
কান্তা
রামা