Image
সমার্থক শব্দ Questions
1. 'সবিতা' শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?
সূর্য
পদ্ম
নদী
পৃথিবী
2. অশিষ্ট শব্দের সমর্থক পদ কোনটি?
অসহায়
দুর্বল
স্বার্থপর
অভদ্র
3. 'সূর্য' শব্দের সমার্থক নয় কোনটি?
প্রভাকর
দিবাকর
সুধাকর
মিহির
4. কোনটি 'সূর্য' এর সমার্থক শব্দ?
রবি
শশী
পবন
বসুধা
5. 'রাত্রি'র সমার্থক শব্দ কোনটি?
শর্বরী
শফরী
শরনী
শশী
6. 'রাত্রি' এর সমার্থক শব্দ নয় কোনটি?
শর্বরী
যামিনী
রজনী বারিদ
বারিদ
7. 'সাপ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
অহি
করভ
ফণী
নাগিণী
8. 'মৃগরাজ' শব্দের অর্থ কী?
বানর
সিংহ
হাতি
হরিণ
10. 'যামিনী' এর প্রতিশব্দ কোনটি?
প্রসূন
দামিনী
শর্বরী
নিকর
11. 'সমুদ্র' শব্দের বিপরীত শব্দ হলো-
স্রোতস্বিনী
ঊর্মি
অর্ণব
তরঙ্গ
12. 'নদী'র সমার্থ শব্দ কোনটি?
সিন্ধু
হিল্লোল
তটিনী
নির্ঝর
13. 'সমুদ্র' এর সমার্থক শব্দ নয় কোনটি?
অর্ণব
শোণিত
পারাবার
গাভ
14. 'সূর্য' শব্দের সমার্থক শব্দ কোনটি?
অর্ণব
প্রসূন
অংশুমালী
পল্লব
15. 'শত্রু' শব্দের সমার্থক শব্দ কোনটি?
রিপু
ফণী
ত্রিযামা
পারীন্দ্র
16. 'জায়া' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ভাগনী
কন্যা
নন্দিনী
অর্ধাঙ্গিনী
17. 'ভানু' শব্দের অর্থ কী?
ধোকা
নক্ষত্র
সূর্য
চন্দ্র
18. 'অহি' শব্দের সমার্থক শব্দ কোনটি ?
সাপ
হাতি
হরিণ
শশধর
19. 'সমুদ্র' শব্দটির প্রতিশব্দ কোনটি?
জলদ
জলধি
শর্বরী
স্রোতস্বতী
20. 'ভার্যা'র বিপরীত শব্দ কোনটি?
সূর্য
দার
দয়িত
জায়া