Image
সমার্থক শব্দ Questions
281. নিচের কোনটি 'অনুশীলন' শব্দের সমার্থক নয়?
রেওয়াজ
তালাশ
তালিম
মকশো
282. 'অন্ধকার'এর সমার্থক শব্দ নয়
তিমির
অমানিশা
আঁধার
কাজল
283. 'অশ্রু' শব্দের প্রতিশব্দ-
নীর
বিধু
লোর
সরিৎ
284. 'পাবক' নিচের কোন শব্দের প্রতিশব্দ?
কিরণ
বাতাস
দিবস
অগ্নি
285. 'আগুন' এর সমার্থক শব্দ কোনটি?
সুবর্ণ
কর
অনল
মার্তণ্ড
286. 'অগ্নি'র সমার্থক শব্দ নয়?
বহ্নি
অলক
হুতাশন
পাবক
287. সমার্থক শব্দ ব্যবহার করলে-
শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয়
শব্দার্থ পরিবর্তিত হয়
শব্দার্থের অবনতি ঘটে
শব্দ ভাণ্ডার হ্রাস পায়
288. কোনটি 'অগ্নি' শব্দের প্রতিশব্দ নয়?
অনল
হুতাশন
ফুলশ্বর
পাবক
289. সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের-
অর্থ পরিবর্তিত হয়
অর্থের অবনতি ঘটে
সৌন্দর্য বৃদ্ধি পায়
সৌন্দর্য হ্রাস পায়
290. কোনটি 'অন্ধকার' শব্দের সমার্থক শব্দ?
পাবক
তমসা
ধারাপাত
মনোজ
291. 'আগুন' এর সমার্থক শব্দ কোনটি?
অনল
ভাতি
অংশু
জ্যোতি
292. 'তিমির' শব্দের অর্থ কী?
কালো
সন্ধ্যা
কুশ্রী
অন্ধকার