Image
MCQ
581. স্টেশন চিহ্নিত করণে ব্যবহৃত হয়-
তারকাটা
ক্রস স্টাফ
বক্সক্সেট্যন্ট
রেঞ্জিং পোল
582. শিকল জরিপ কি ধরনের এলাকার জন্য উপযোগী?
বন্ধুর
সমতল
পাহাড়িয়া
ঘনবসতি
584. নিচের কোনটি Bituminous materials properties -
Consistency
Durability or resistance of weathering
Rate of curing
Resistance to water action
585. আদর্শ ত্রিভুজ-
সমবাহু ত্রিভুজ
সমকোণী ত্রিভুজ
অসুঠাম ত্রিভুজ
বিষমবাহু ত্রিভুজ
586. আমেরিকান জরিপকরদের মতে সমতলমিতি জরিপে সর্বোচ্চ পরিসর-
130 km²
260 km²
150 km
320 km²
587. কোন বিন্দুর পরম অবস্থান জানার জন্য করা হয়-
সমতলিক জরিপ
ভূ-মন্ডলীয় জরিপ
থিওডোলাইট জরিপ
ভূম- সংস্থানিক জরিপ
588. বৃহ' পরিসরে উপযোগী-
সমতলিক জরিপ
কম্পাস জরিপ
ভূ-মন্ডলীয় জরিপ
প্লেন টেবিল জরিপ
589. ত্রিভুজের তিন বাহু সরাসরি মেপে যে জরিপ করা হয়-
কম্পাস জরিপ
শিকল জরিপ
প্লেন টেবিল জরিপ
থিওডোলাইট জরিপ
590. কোন বিষয়টি নির্ধারণের জন্য কনক্রিটের প্ল্যাম্প টেস্ট করা হয়?
strength
Durability
water cement ratio
workability
591. ত্রিভুজের কোণ 30° -120° হলে তা-
সুঠাম ত্রিভুজ
সমবাহু ত্রিভুজ
সমদ্বিবাহু ত্রিভুজ
বিষমবাহু ত্রিভুজ
593. পানি সরবরাহ ও পয়ঃ প্রণালির লাইন স্থাপনের জন্য করা হয়-
শিকল জরিপ
প্রকৌশল জরিপ
থিওডোলাইট জরিপ
ভূ-তাত্ত্বিক জরিপ
595. কোন বিন্দুর আপেক্ষিক অবস্থান জানার জন্য করা হয়-
কম্পাস জরিপ
সমতলিক জরিপ
জ্যোতিষীয় জরিপ
প্রস্তুকাত্ত্বক জরিপ
596. জরিপকরের দাপ্তরিক কাজ-
মানচিত্র অঙ্কন
পরিমাপ লিখন
জরিপকার্য পরিচালনা
যন্ত্রপাতির তত্ত্বাবধান
597. ভিত্তিরেখার দুই প্রান্তের স্টেশনগুলোর নাম-
প্রধান স্টেশন
সহযোগী স্টেশন
অপ্রধান স্টেশন
গ্রন্থি স্টেশন
598. কোন জরিপ সমান্তরাল ও সমানুপাতিক নীতির ওপর প্রতিষ্ঠিত-
সমতালিক জরিপ
প্লেন টেবিল জরিপ
কম্পাস জরিপ
প্রকৌশল জরিপ
599. জরিপের প্রধান উদ্দেশ্য-
ক্ষেত্রফল হিসাব করা
মানচিত্র অঙ্কন করা
ভূমির পরিমাপ গ্রহণ
যন্ত্রপাতির যন্ত্র নেওয়া
600. ভিত্তি রেখা সূক্ষ্মভাবে পরিমাপের জন্য ব্যবহৃত হয়-
ইনভার টেপ
মিটার শিকল
নাইলন টেপ
স্টিল ব্যান্ড শিকল