Image
MCQ
843. বাবহারিক ক্ষেত্রে হ্যান্ড পাইপের সর্বাধিক সাকশন হেড বা লিফটের পরিমাণ কত?
১৬ মিটার
১২ মিটার
৮ মিটার
৪ মিটার
845. তারা পাম্পের রাইজিং মেইন ববহৃত পাইপের ব্যাস কত সেন্টিমিটার।
৪.০৮ সে.মি.
৫.০৮ সে.মি.
৬.০৮ সে.মি.
৭.০৮ সে.মি.
848. ১ মিটার চওড়া একটি আয়তকার Weir এর উপর দিয়ে প্রবাহিত পানির স্থির হেড ৫০ সেমি। প্রবাহের অংশ সহগ Cd=0.60 হলে, লিটার/সেকেন্ড এককে প্রবাহ কত হবে ?
612
618
626
632
850. বাংলাদেশে সচরাচর কত নম্বর হ্যান্ড গাইপ ব্যবহৃত হয়?
৫ নম্বর
৬ নম্বর
৭ নম্বর
৮ নম্বর
852. কোন পাম্প একনার প্রাইমিং করলে পুনঃপ্লাইমিং এর দরকার হয় না?
জেট পাম্প
টারবাইন পাম্প
প্রপেলার পাম্প
এয়ার লিফট পাম্প
855. during period load test the laoding to the template is applied with(পিরিয়ড লোড পরীক্ষার সময় টেমেেপ্লটে লোডিং প্রয়োগ করা হয়)
Fluid tube
Hydraulic jack
Sand bag
Cross joint
857. একটি Drain থেকে ১০০ Cusec পানি ২৪ ঘণ্টা ধরে প্রবাহিত হলে প্রবাহিত পানির পরিমাণ-
৮৬,৪০,০০০ ঘনফুট
৮.৬৪,০০০ ঘনফুট
৮৬৪ ঘনফুট
৮,৬৪০ ঘনফুট
858. একটি Drain থেকে ১০০ Cusec পানি ২৪ ঘণ্টা ধরে প্রবাহিত হলে প্রবাহিত পানির পরিমান -
৮৬,৪০,০০০ ঘনফুট
৮,৬৪,০০০ ঘনফুট।
৮৬৪ ঘনফুট
৮,৬৪০ ঘনফুট
859. Arsenic contamination has primarily affected (আর্সেনিক দূষণ প্রাথমিকভাবে প্রভাবিত করেছে)
deep aquifer
shallow aquifer
the river
none