Image
MCQ
881. পানির আর্দ্রতা পরিমাণ শতকরা কত হলে বালিতে সর্বোচ্চ পরিমাণ bulking হয়-
২%
8%
৬%
১০%
883. সিমেন্টের কি পরীক্ষা করার জন্য Vicat apparatus ব্যবহৃত হয়?
Fineness
Spesific gravity
Setting time
Compressive strength.
884. প্রথম শ্রেণির ইট পানিতে ভিজিয়ে রাখলে তা নিজস্ব ওজনের সর্বোচ্চ কত অংশ পানি শোষণ করবে?
1/5
1/4
1/6
1/3
885. কাঠের Seasoning-এর উদ্দেশ্য কী?
জলীয় বাষ্প হ্রাস করা
ছত্রাকের আক্রমণ প্রতিহত করা
কাঠের আয়ুষ্কাল বৃদ্ধি করা
সবগুলো
888. 1.3 F.M এবং 2.5 F.M এর বালি একত্রে মিশ্রিত করে 1.7 F.M এর বালি পেতে হলে কী অনুপাতে মোটা দানার বালির সাথে মিহি দানার বালি মেশাতে হবে?
1:0.5
1:1
1:1.5
1:2
890. ল্যামির সূত্র প্রযোজ্য কেবলমাত্র?
কোপ্লেনার বল
নন- কোপ্লেনার বল
কনকারেন্ট বল
নন-প্যারালাল বল
892. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি ?
সংকর
টাংস্টোন
তামা
সিসা
893. কোন সিমেন্টে সর্বোচ্চ পরিমাণ ডাই ক্যালসিয়াম সিলিকেট থাকে?
অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট
লো হিট সিমেন্ট
র‍্যাপিট সিমেন্ট
সালফেট রেসিসটিং সিমেন্ট
898. 1.25 FM এবং 2.75 FM এর বালি একত্রে মিশ্রিত করে 1.75 FM এর বালি পেতে হলে কী অনুপাতে মোটা দানার বালির সাথে মিহি দানার বালি মেশাতে হবে?
১:১.৫
১:২.৫
১:৩
১:২