সাধারণ জ্ঞান MCQ
81. ভালো-মন্দ কোন ধরনের মূল্যবোধ?
নৈতিক
অর্থনৈতিক
রাজনৈতিক
সামাজিক
82. যাদের বুদ্ধাঙ্ক ১৪০ বা তার ঊর্ধ্বে তাদের বলা হয়-
অতিশয় প্রতিভাশালী
সাধারণ
মানসিক প্রতিবন্ধী
প্রতিভাশালী
83. 'Utilitarianism' গ্রন্থের লেখক কে?
জন স্টুয়ার্ট মিল
বাট্রান্ড রাসেল
ইমানুয়েল কান্ট
জেরেমি বেন্থাম
84. মনে কর প্রথম দুটি উক্তি সত্য। তবে শেষের উক্তিটি-
সত্য
মিথ্যা
আংশিক সত্য
অনিশ্চিত
85. "মানুষ হও এবং মরে বাঁচ।" এটি কার উক্তি?
প্লেটো
হেগেল
জি. ই. ম্যুর
রাসেল
86. নির্মীয়মান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দৈর্ঘ্য কত?
৩.৪৩ কিমি
৩.৩৪ কিমি
৪.৩৩ কিমি
৪.৪৩ কিমি
87. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সুশাসনের কোন দিকটির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে?
সামাজিক দিক
অর্থনৈতিক দিক
মূল্যবোধের দিক
গণতান্ত্রিক দিক
88. কোন শহরটি 'বিগ অ্যাপেল' নামে পরিচিত?
প্যারিস
নিউ ইয়র্ক
সিংগাপুর
লন্ডন
89. একটি Office building-এ প্রবেশের পর কী দেখতে। চান?
লবি
লিফ্ট
লাউঞ্জ
রিসিপশন
90. 'Republic' গ্রন্থটির রচয়িতা কে?
বার্কলে
ডেকার্ট
জন লক
প্লেটো
91. RESENT, RESERVE-এই শব্দগুলো কী?
তীব্র বিরক্তি অনুভব
প্রকাশ
বিপরীতধর্মী অর্থ
কোনোটিই নয়
92. জাতিসংঘে মূল সনদ স্বাক্ষরকারী দেশ কতটি?
১৫টি
২৩টি
৩২টি
৫১টি
93. সুশাসনের পূর্বশর্ত কী?
নিরপেক্ষ আইন ব্যবস্থা
নিরপেক্ষ বিচার ব্যবস্থা
প্রশাসনের নিরপেক্ষতা
মত প্রকাশের স্বাধীনতা
94. একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলেন, "তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে।" ছবির পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক কী?
মা
খালা
বোন
কন্যা
95. নিচের কোন শব্দটি অন্যদের থেকে আলাদা?
Kiwi
Eagle
Emu
Ostrich
96. 'সুশাসন' প্রত্যয়টির উদ্ভাবক কে?
ইউরোপীয় ইউনিয়ন
বিশ্বব্যাংক
আইএলও
জাতিসংঘ
97. কোন ধরনের রেলপথ সবচেয়ে চওড়া?
Narrow Gauge
Broad Gauge
Mitre Gause
Mix Gauge
98. রাস্তা নির্মাণে Sub-base course নিচের কোনটির উপরেই বসানো হয়?
Sub-grade
Base
Wearing surface
None of these
99. নিম্নের শব্দগুলো অভিধানে যে ক্রমে আছে সেভাবে সাজান- ১. Protect ২. Pragmatic ৩. Pastel 8. Postal ৫. Pebble
৪৩৫২১
৩৫৪২১
৩৪৫১২
৪৩৫১২
100. বাংলাদেশের সংবিধান সমবেতভাবে গৃহীত হওয়ার তারিখ-
৪.১১.১৯৭২
১৬.১২.১৯৭১
২৬.৩.১৯৭২
১০.১.১৯৭২