Image
সাধারণ জ্ঞান MCQ
141. কোন গাছের কাঠ থেকে পেন্সিল তৈরি হয়?
গেওয়া
ধুন্দল
গর্জন
সুন্দরী
142. বিশ্বের গভীরতম হ্রদের নাম কি?
বৈকাল
কাম্পিয়ান
লেক সুপিরিয়র
চিলকা
143. পৃথিবীর বৃহত্তম বনাঞ্জল কোনটি?
সাভানা
কিনাবালু
সুন্দরবন
তৈগা
144. 'বঙ্গবন্ধু স্মৃতিভবন' কোথায় অবস্থিত?
টুঙ্গিপাড়া
মেহেরপুর
কলকাতা
সাভার
145. জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর আন্তর্জাতিক বর্ণবৈষম্যবাদ বিরোধী দিবস পালন করা হয় কোন তারিখে?
২১ ফেব্রুয়ারি
২১ মার্চ
২৪ অক্টোবর
১০ ডিসেম্বর
146. কোন প্রতিষ্ঠানের জরিপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হন?
ভয়েস অব আমেরিকা
ইউনেস্কো
টাইমস অফ ইন্ডিয়া
বিবিসি
147. বাংলাদেশে মাতৃপ্রধান উপজাতি কারা?
চাকমা
মুরং
ঘুমি
খাসিয়া
148. আন্তর্জাতিক সালিশী আদালত কোথায় অবস্থিত?
জেনেভায়
প্যারিসে
লন্ডনে
হেগে
149. কোন শহরের একটি সড়কের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে রাখা হয়েছে?
কলকাতা
দিল্লী
লন্ডন
কলম্বো
150. সিলেট জেলার হরিপুরে নিচের কোন খনিজটি পাওয়া যায়?
প্রাকৃতিক গ্যাস
খনিজ তেল
কয়লা
চীনামাটি
151. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হন কত সালে?
২০০৩
২০০৪
২০০৫
২০০৬
152. 'ভোমরা' স্থলবন্দরটি কোথায় অবস্থিত?
যশোর
সিলেট
দিনাজপুর
সাতক্ষীরা
153. গ্রুপ-৭৭ কোন ধরনের দেশ নিয়ে গঠিত?
উন্নত
উন্নয়নশীল
অনুন্নত
ঔপনিবেশিক
154. 'সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান' বইয়ের মোড়ক উন্মোচন হয় কোন তারিখে?
২০১৮ সালের ৬ সেপ্টেম্বর
২০১৮ সালের ৭ সেপ্টেম্বর
২০১৭ সালের ৬ সেপ্টেম্বর
২০১৮ সালের ৮ সেপ্টেম্বর
155. বঙ্গবন্ধুকে 'রাজনীতির নান্দনিক শিল্পী' বলেছেন-
মাওলানা ভাসানী
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
তাজউদ্দীন আহমেদ
শেখ হাসিনা
156. বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির বাসভবনকে কত সালে জাদুঘরে রূপান্তর করা হয়?
১৯৯৬ সালে
১৯৯৭ সালে
১৯৮ সালে
১৯৯৯ সালে
157. বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত বেকার হোস্টেল কোথায় অবস্থিত?
টুঙ্গিপাড়া
মেহেরপুর
কলকাতা
সাভার
158. বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত?
ঢাকা
টুঙ্গিপাড়া
বরিশাল
মেহেরপুর
159. সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান' গ্রন্থে কত তারিখে গোয়েন্দা প্রতিবেদন সূচনা হয়?
৩ জানুয়ারি, ১৯৪৮
২১ ফেব্রুয়ারি, ১৯৫২
১৫ এপ্রিল, ১৯৫০
০৭ মার্চ, ১৯৪৯
160. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বেকার হোস্টেলের কত নম্বর কক্ষকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে?
২৩
২২
২৫
২৪