Image
MCQ
2741. 'ম্যাকমোহন লাইন' কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?
চীন ও রাশিয়া
পাকিস্তান ও আফগানিস্তান
ভারত ও পাকিস্তান
চীন ও ভারত
2742. জার্মানি কর্তৃক জার্মান ফ্রান্স সীমান্ত নির্মিত সীমানারেখার নাম কি?
ওডের-নিস লাইন
সিগফ্রিড লাইন
সনোরা লাইন
ম্যাকনামারা লাইন
কার্জন লাইন
2743. 'ডুরাল্ড লাইন' কি?
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমারেখা
ভারত ও পাকিস্তানের মধ্যকার সীমারেখা
উপরের কোনটিই নয়
ভারত ও চীনের মধ্যকার সীমারেখা
2744. ১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্তির সময় ভারত ও বাংলাদেশের মধ্যে নিরূপিত সীমারেখা-
র‍্যাডক্লিফ লাইন
ম্যাকমোহন রেখা
ডুরাল্ড রেখা
ম্যানারহিম রেখা'
2745. ভারত ও চীনের সীমান্ত রেখার নাম কি?
ম্যাকমোহন লাইন।
রেডলাইন
ডুরাল্ড লাইন।
র‍্যাডক্লিফ লাইন
2746. ভারত ও আফগানিস্তানের মধ্যকার সীমানা চিহ্নিত লাইন-
ডুরাল্ড লাইন
র‍্যাডক্লিফ লাইন
এলওসি
ম্যাজিনো লাইন
2747. পাকিস্তান ও আফগানিস্তান-এর মধ্যে যে আন্তর্জাতিক চিহ্নিতকরণ রেখা আছে। সেটির নাম কি?
ডুরাল্ড লাইন
ম্যাকমোহন লাইন
তালেবান লাইন
র‍্যাডক্লিফ লাইন
2749. 'লাইন অব এ্যাকচুয়াল কন্ট্রোল' কোন দু'টি দেশের সীমানা বিভাগকারী রেখা?
ইসরায়েল ও লেবানন
ভারত ও পাকিস্তান
চীন ও ভারত
ফ্রান্স ও জার্মানী
2750. 'লাইন অব কন্ট্রোল' কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা?
China and India
North Korea and South Korea
Pakistan and Afganistan
Pakistan and India
2751. ওডার নীচ নদী --
পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
পশ্চিম জার্মানি ও চেকোশ্লোভাকিয়ার মধ্যে সীমা নির্ধারক
পশ্চিম জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
সংযুক্ত জার্মান ও ফ্রান্সের মধ্যে সীমা নির্ধারক
2752. North & South Korea are divided by the--
17th Parallel (১৭তম অক্ষরেখা)
30th Parallel (৩০তম অক্ষরেখা)
38th Parallel (৩৮তম অক্ষরেখা)
18th Parallel (১৮তম অক্ষরেখা)
2753. ভারত ও চীনের সীমান্ত রেখার নাম কী?
ম্যাকমোহন লাইন
র‍্যাডক্লিফ লাইন
ডুরান্ড লাইন
ম্যাকনামারা
2754. লাইন অব কন্ট্রোল' কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা?
ইসরাইল ও জর্ডান
দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া
চীন ও তাইওয়ান
ভারত ও পাকিস্তান
2755. ব্লু লাইন কোন দেশ দুটিকে পৃথক করেছে?
লেবানন ও ইসরায়েল
উত্তর ও দক্ষিণ কোরিয়া
সিরিয়া ও তুরস্ক
রাশিয়া ও ফিনল্যান্ড
2756. ১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্তির সময় ভারত ও পাকিস্তানের মধ্যে নিরূপিত সীমারেখা-
ম্যাকমোহন লাইন
ম্যানারহেইম লাইন
ডুরাল্ড লাইন
র‍্যাডক্লিফ লাইন
2757. র‍্যাডক্লিফ লাইন' কোন দু'টি দেশের চিহ্নিত সীমারেখা?
জার্মানি-ফ্রান্স '
উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়া
ভারত-চীন
ভারত-পাকিস্তান
2758. জার্মান আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা কোনটি?
ডুরান্ড লাইন
ম্যাজিনো লাইন
হিন্ডারবার্গ লাইন
ম্যাকমোহন লাইন