MCQ
2881. শিখ ধর্মের উপাসনালয় গুরুদুয়ারা শিখমন্দির কোথায় অবস্থিত?
শাঁখারী বাজার, ঢাকা
আরমানিটোলা, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা
নবাবপুর, ঢাকা
2882. রাষ্ট্রপতি সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনাদের কে নিয়োগ করেন?
রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী
প্রধান বিচারপতি
2883. বাংলাদেশে নির্বাচন পরিচালনার দায়িত্ব কার উপর ন্যস্ত?
প্রেসিডেন্ট
প্রধান উপদেষ্টা
প্রধান নির্বাচন কমিশনার
পুলিশের আইজি
2884. বাংলাদেশের মাটিখুড়ে প্রাচীন জনপদ আবিষ্কৃত হয়েছে কোথায় ?
মিরসরাই, চট্টগ্রাম
দর্শনা, রংপুর
শৈলকুপা, ঝিনাইদহ
নাটেশ্বর, মুন্সিগঞ্জ
2885. ভারতের বিহারের অন্তিচকে চিহ্নিত প্রাচীন বৌদ্ধ বিহারের নাম-
সোমপুর মহাবিহার
নালন্দা মহাবিহার
বিক্রমশীলা মহাবিহার
নন্দদীর্ঘিকা উদরঙ্গ বিহার
2886. যে স্থানে বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গেছে -
বজ্রযোগিনী, মুন্সীগঞ্জ
সোনারগাঁও, নারায়ণগঞ্জ
টেকনাফ, কক্সবাজার
কালিয়াকৈর, গাজীপুর
2887. বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল -
৩ বছর
৪ বছর
৫ বছর
৬ বছর
2888. পাল শাসনামলের ঐতিহাসিক পুরাকীর্তি জগদ্দল বিহার কোন জেলায় অবস্থিত?
বগুড়া
কুমিল্লা
নওগাঁ
রাজশাহী
2889. নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত?
৩ বছর
৪ বছর
৫ বছর
৭ বছর
2890. শাক্যমুনি বৌদ্ধ বিহার কোথায় অবস্থিত?
সীতাকুন্ড, চট্টগ্রাম
মিরপুর, ঢাকা
ময়নামতি, কুমিল্লা
তাজহাট, রংপুর
2891. বাংলাদেশের সরকারি কর্ম কমিশন কোন মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট ?
আইন
প্রতিরক্ষা
সংস্থাপন / জনপ্রশাসন
স্বরাষ্ট্র
2892. প্রধান নির্বাচন কমিশনারসহ জাতীয় নির্বাচন কমিশনের মোট সদস্য কতজন?
৩
৪
৫
৭
2893. গুরুদুয়ারা নানকশাহী কোথায় অবস্থিত?
শাঁখারী বাজার, ঢাকা
আরমানিটোলা, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা
নবাবপুর, ঢাকা
2894. নিচের কোন স্থানটি বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য খ্যাত নয়?
শিলাইদহ, কুষ্টিয়া
মহাস্থানগড়, বগুড়া
পাহাড়পুর, নওগাঁ
ময়নামতি, কুমিল্লা
2895. বাংলাদেশে কর্ম কমিশনের বর্তমান চেয়ারম্যান কে?
বিচারপতি মোহাম্মদ ইদ্রিস
কে. এম. নুরুল হুদা
কে. এম. নুরুল হুদা
ড. সোহরাব হোসেন
2896. বাংলাদেশে কর্ম কমিশনের প্রথম নারী চেয়ারম্যান কে?
বিচারপতি মোহাম্মদ ইদ্রিস
কে. এম. নুরুল হুদা
সৈয়দ মাহমুদ হোসেন
ড. জিনাতুননেসা তাহমিদা বেগম
2897. বাংলাদেশ কর্ম কমিশনের প্রথম চেয়ারম্যান কে?
মোহাম্মদ উল্লাহ
এ. এম. আমিনউদ্দিন
কে. এম. নুরুল হুদা
এ. কিউ, এম. বজলুর করিম
2898. ভরত ভায়না বিহার কোথায় অবস্থিত?
যশোর
বগুড়া
রাজশাহী
দিনাজপুর
2899. সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে ?
১২৪ নং অনুচ্ছেদে
১১৯ নং অনুচ্ছেদে
১২১ নং অনুচ্ছেদে
১১৮ নং অনুচ্ছেদে
2900. রাজবন বিহার কোন জেলায় অবস্থিত?
পাঁচবিবি, জয়পুরহাট
মহাস্থানগড়, বগুড়া
তাজহাট, রংপুর
কাপ্তাই, রাঙ্গামাটি