Image
MCQ
2941. নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত 'সোমপুর বিহার' কোন রাজবংশের আমলে প্রতিষ্ঠিত?
পাল রাজবংশ
মৌর্য রাজবংশ
গুপ্ত রাজবংশ
সেন রাজবংশ
2942. বাগদাদের প্রসিদ্ধ খলিফা হারুন অর রশিদের মুদ্রা পাওয়া গিয়েছে ---
মহাস্থানগড়
উয়ারী-বটেশ্বর
পাহাড়পুর
ভারত ভায়না
2944. জরুরি অবস্থা জারি হলে নিচের কোনটি স্থগিত থাকে?
সকল সরকারি নিয়োগ
সংবিধানের মূলনীতি
সকল সাংস্কৃতিক কর্মকান্ড
নাগরিকদের মৌলিক অধিকার
2946. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রিট আবেদন করা যায়?
১০০
১০১
১০২
১০৩
2948. সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে কাকে?
হাইকোর্ট
সুপ্রিম কোর্ট
জজ কোর্ট
আপিল বিভাগ
2949. সোমপুর মহাবিহার কত সালে ইউনেস্কো ঘোষিত 'বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য' এর তালিকাভুক্ত হয়?
১৯৮২ সাল
১৯৮৫ সাল
১৯৯০ সাল
১৯৯৫ সাল
2950. নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত 'সোমপুর বিহার' এর প্রতিষ্ঠাতা কে?
রামপাল
ধর্মপাল
চন্দ্রগুপ্ত
আদিশূর
2951. সপ্তম শতাব্দীতে নির্মিত পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কী নামে পরিচিত ছিল?
শ্রী বিহার
সোমপুর বিহার
ধর্মপাল বিহার
জগদ্দল বিহার
2952. নওগাঁ জেলার পাহাড়পুর প্রত্নস্থলটি কে আবিষ্কার করেন?
এডমাউন্ড এস.ফিলিপস
এনড্রো জেড ফায়ার
জন সি মেথার গোমেজ
বুকানন হ্যামিল্টন
2953. কোন প্রত্নস্থান থেকে সবচেয়ে বেশি পাথরের ভাস্কর্য পাওয়া যায়?
ময়নামতি
উয়ারী-বটেশ্বর
মহাস্থানগড়
পাহাড়পুর
2955. বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবীকে বলা হয়/ বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা কে?
আইনমন্ত্রী
অ্যাটর্নি জেনারেল
প্রধান বিচারপতি
জাতীয় সংসদ
2956. জরুরি অবস্থার সময় সংবিধানের কোন কোন অনুচ্ছেদ স্থগিত হয়?
৩৬, ৩৭, ৩৮, ৪০, ৪১, ৪২
৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১
৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪২
৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪১, ৪২
2957. পাহাড়পুর বৌদ্ধবিহার কোন জেলায় অবস্থিত?
বিরল, দিনাজপুর
আক্কেলপুর, জয়পুরহাট
পাহাড়পুর, নওগাঁ
মহাস্থানগড়, বগুড়া
2958. প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য বিখ্যাত স্থান-
ময়নামতি, কুমিল্লা
কালুরঘাট, চট্টগ্রাম
উত্তম, রংপুর
সুন্দরবন, খুলনা
2959. সোমপুর বিহার কোথায় অবস্থিত?
বিরল, দিনাজপুর
আক্কেলপুর, জয়পুরহাট
পাহাড়পুর, নওগাঁ
মহাস্থানগড়, বগুড়া
2960. সত্যপীরের ভিটা কোথায় অবস্থিত?
সোমপুর বিহার, নওগাঁ
পুঠিয়া, রাজশাহী
ময়নামতি বিহার, কুমিল্লা
আনন্দ বিহার, কুমিল্লা