Image
MCQ
743. পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কি?
কাস্পিয়ান
বৈকাল
পীত সাগর
মান্নার উপসাগর
744. পৃথিবীর বৃহত্তম হ্রদ 'কাস্পিয়ান সাগর' কোন মহাদেশে অবস্থিত?
আফ্রিকা
উত্তর আমেরিকা
এশিয়া
অস্ট্রেলিয়া
749. নিম্নে উল্লেখিত কোন হ্রদটি তাঞ্জানিয়া ও উগান্ডার মধ্যে আন্তর্জাতিক সীমানা হিসেবে বিবেচিত?
চাদ
ভিক্টোরিয়া
মালওয়ি
জামবেজি
757. সুপিরিয়র, মিসিগান, হুরন, ইরি, অন্টারিও- এই পাঁচটি হ্রদকে একত্রে কি বলে?
ফাইভ লেকস
প্ল্যান্ড লেকস
গ্রেট লেকস
ইউনিপেগ