MCQ
1. বাংলাদেশের ৬ষ্ঠ জনশুমারি অনুযায়ী কত শতাংশ লোক গ্রামে বাস করে?
৬৮.৩৪%
৩৬.৩৪%
৩১.৬৬%
৫০.৩৬%
2. ২০২১- ২২ অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ছিল- -
৫.৯২%
৫.৮৩%
৫.৫৬%
৬.৪৩%
3. বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত?
২৬৬২
২৭৯৩
২৫৭২
২৬৬৭
4. What was the average inflation rate in Bangladesh as of May 2023?
8.20%
8.84%
6.33%
7.42%
5. প্রধান তথ্য কমিশনারের নাম কি?
ড. আবদুল মালেক
সুরাইয়া বেগম
মরতুজা আহমদ
মো. জমির
6. বাংলাদেশে বর্তমানে মোট জনসংখ্যার কত শতাংশ শহর বা নগর এলাকায় বাস করে?
প্রায় ২৩ শতাংশ
প্রায় ৪২ শতাংশ
প্রায় ৩৪ শতাংশ
প্রায় ৩৬ শতাংশ
7. বাংলাদেশে বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা-
৩৮
৪৪
৪৫
২৮
8. বাংলাদেশের মোট জনসংখ্যার কত অংশ হতদরিদ্রদ্র্য (Extreme poverty)?
১৩.৬
৫.৬
১২.৫
১০.৫
9. চ্যানেল ২৪-এ দেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকার নাম কী?
নীলাঞ্জনা
অপরাজিতা
জয়ীতা
মেরিনা অ্যাডমিরাল
10. সম্প্রতি যুক্ত হওয়া বাংলাদেশের তৃতীয় সাবমেরিন কেবল সিমি উই- ৬ কনসোর্টিয়ামের ল্যান্ডিং স্টেশন কোথায় হবে?
বান্দরবান
কক্সবাজার
সিলেট
কুয়াকাটা
11. As an alternative to facebook, Bangladesh is going to launce as new social media platform name?
Jogajog
Alapon
Pipilika
BD comunity
12. বিবিএস এর সূত্র অনুযায়ী বাংলাদেশে বর্তমানে দারিদ্রের হার কত?
২০.৫%
১৮.৭%
২৫%
২৩.৩%
13. বর্তমানে বাংলাদেশের জণগণের বাৎসরিক মাথাপিছু আয় কত মার্কিন ডলার?
২৫৫৪
২৭৬৫
২৮২৪
২৭৫৪
14. অর্থনৈতিক সমীক্ষা- ২০২৩ অনুসারে বাংলাদেশের দারিদ্র্যের হার কত?
১৮.৭%
২০.৫%
২১.৮%
৩৩.৮০%
15. ২০২২ সালে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের নারী- পুরুষের অনুপাত—
১০০: ১০৬
১০০: ৯৮.৪
১০০: ১০০.৩
১০০: ১০০
16. 'গিরিকন্যা' কোন ভাষায় নির্মত চলচ্চিত্র?
মারমা ভাষায়
উর্দু ভাষায়
আরবি ভাষায়
হিন্দি ভাষায়
17. সর্বশেষ পরিসংখ্যানিক জরিপ অনুযায়ী বাংলাদেশের চরম দারিদ্রে শীর্ষ জেলা-
গাইবান্দা
রংপুর
কুড়িগ্রাম
পঞ্চগড়
18. বাংলাদেশের জনসংখ্যায় নারী ও পুরুষের অনুপাত—
১০০: ১০২
১০০: ৯৮
১০০: ১০৪
১০০: ১০০.২
19. সর্বশেষ আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
১.২২%
১.১৪%
১.১১%
১.৭৪%
20. সম্প্রতি বাংলাদেশে চালু হওয়া জাতীয় মোবাইল ব্রাউজার—
সাফারি
তর্জনী
দোয়েল
বিডি ক্লিক