হাইড্রোলিক্স এন্ড হাইড্রোলিক মেশিনারি MCQ
41. তরলের চাপের পরিবর্তনের সাথে আয়তনের পরিবর্তনকে কী বলে?
পৃষ্ঠটান
কৈশিকতা
সংকোচনশীলতা
প্রবাহশীলতা
42. সূক্ষভাবে পানির হেড মাপতে কোন গেজ ব্যবহৃত হয়?
স্টাফ গেজ
হক গেজ
টাইড গেজ
কোনোটিই নয়
43. ডুবানো পৃষ্ঠতলে চাপের তীব্রতা গভীরতা বৃদ্ধির সাথে-
পরিবর্তিত হয় না
বাড়ে
কমে
সমান
44. পানির পৃষ্ঠতলের 4m নিচে চাপ কত?
19.24 kPa
29.24 kPa
39.24 kPa
49.24 kPa
45. তরলের যে-কোনো বিন্দুতে চাপের তীব্রতা kN/m² (অথবা (kPa)-এ-
ω
ω/h
ωh
h/ω
46. একটি পাম্প 0.003 m% হারে 15m উচ্চতায় পানি তোলে। যদি দক্ষতা ৪০% হয় তবে পাম্প পরিচালনায় প্রয়োজনীয় শক্তি—
0.716 kW
0.2231 kW
0.55181 kW
0.8932 kW
47. হাত টিউবওয়েলের পাম্পকে কী পাম্প বলা হয়?
রোটাডাইনামিক পাম্প
সেন্ট্রিফিউগ্যাল পাম্প
রেসিপ্রোকেটিং পাম্প
প্রপেলার পাম্প
48. যে বিন্দুর মধ্য দিয়ে লব্ধি চাপ ক্রিয়া করে, তাকে ডুবানো তলের ক্ষেত্রে বলে-
সেন্টার অব গ্র্যাভিটি
সেন্টার অব প্রেসার
সেন্টার অব ডেপথ
ডুবানো তলের সেন্টার
49. একটি টিউব-এর ভিতরে অয়েল আছে,s=0.9 যার উচ্চতা 120cm হলে টিউব-এর নিচের প্রান্তের চাপ কত হবে?
2452N
10594.8N/m²
245250N
4525 N
50. একটি পাম্পের ইনপুট পাওয়ার 500W এবং আউটপুট, পাওয়ার 300W হলে পাম্পের দক্ষতা কত?
60%
40%
50%
30%
51. যেএকটি পাম্প প্রতি মিনিটে 100kg পানি 50m উচ্চতায় তুলে, এর ক্ষমতা কত?
1.11HP
2.22Hp
6kh-m
3.5HP
52. তরলের যে-কোনো বিন্দুতে চাপের তীব্রতা--
ভেসেলের গভীরতার সাথে সরাসবি ব্যস্তানুপাতিক
ভেসেলের দৈর্ঘ্যের সাথে সরাসরি সমানুপাতিক
তরলের পৃষ্ঠতলের গভীরতার সাথে সমানুপাতিক
তরলের ভর্তি ভেসেলের ক্ষেত্রের সাথে সরাসরি সমানুপাতিক
53. একটি সেন্ট্রিফিউগ্যাল পাম্প চালু করার সময় তার ডেলিভারি ভালভ কী অবস্থায় থাকে?
সম্পূর্ণভাবে বন্ধ থাকে
সম্পূর্ণভাবে খোলা থাকে
৫০% খোলা থাকে
কোনোটিই নয়
54. একটি গিয়ার পাম্পের প্রবাহমাত্রা-
চাপ বৃদ্ধির সাথে বৃদ্ধি পায়
চাপ বৃদ্ধির সাথে হ্রাস পায়
চাপ বৃদ্ধির সাথে অপরিবর্তিত থাকে
কোনোটিই নয়
55. তরলে প্রতি একক ভরের আয়তনকে কী বলে?
আপেক্ষিক আয়তন
আপেক্ষিক ওজন
আপেক্ষিক ভর
কোনোটিই নয়
56. একটি জাহাজের মেটাসেন্ট্রিক উচ্চতা 0.5m এবং রেডিয়াস অব জাইয়েশন 6m। জাহাজটির রোলিং সময় কত?
4.1 sec
17.01 sec
5.2 sec
14.1 sec
57. Hydrolic co-efficient কয়টি?
২টি
৩টি
৪টি
৫টি
58. নিচের কোনটি পজিটিভ ডিসপ্লেসমেন্ট কম্প্রেসর?
রেসিপ্রোকেটিং কম্প্রেসর
কট রোয়ার
ভেন পাম্প কম্প্রেসর
উপরের সবগুলো সঠিক
59. যখন একটি বস্তু তরলের উপর রাখা হয়, তখন তা ভেসে থাকবে, যদি-
মাধ্যাকর্ষণ বল তরলের ঊর্ধ্বমুখী বলের সমান
মাধ্যাকর্ষণ বল তরলের উর্ধ্বমুখী বলের কম
মাধ্যাকর্ষণ বল তরলের উর্ধ্বমুখী বলের বেশি
কোনোটিই নয়
60. একটি আয়তাকার ট্যাংক 5m লম্বা, 2m চওড়া এবং 2.5m গভীরতা পর্যন্ত পানি আছে। ট্যাংকের তলদেশে চাপের পরিমাণ নির্ণয় কর।
2452N
245250N
50502N
20459N