Image
হাইড্রোলিক্স এন্ড হাইড্রোলিক মেশিনারি MCQ
181. ম্যানোমিটারে ব্যবহৃত তরল কেমন?
লো-ডেনসিটি
হাই-ডেনসিটি
লো-সারফেস টেনশন
হাই সারফেস টেনশন
183. ম্যানোমিটার থেকে কোন ধরনের চাপ পাওয়া যায়?
বায়ুমণ্ডলীয় চাপ
গেজ চাপ
পরম চাপ
সবগুলো
184. প্রমাণ তাপমাত্রায় যে-কোনো তরলের আপেক্ষিক ওজন ও বিশুদ্ধ তরলের আপেক্ষিক ওজনের অনুপাতকে কী বলে?
তরলের ঘনত্ব
তরলের আপেক্ষিক গুরুত্ব
তরলের সংকোচনশীলতা
তরলের পৃষ্ঠটান
186. প্রমাণ তাপমাত্রা ও চাপে প্রতি একক আয়তনের ভরকে কী বলে?
আপেক্ষিক ওজন
আপেক্ষিক ভর
ঘনত্ব
কোনোটিই নয়
188. রোটামিটার (Rotameter) ব্যবহৃত হয় কীসে?
তরলের ঘনত্ব মাপার কাজে
তরলের বেগ মাপার কাজে
তরলের প্রবাহের হার (Flow rate) মাপার কাজে
কোনোটিই নয়
189. নিম্নের কোনটি মেকানিক্যাল গেজ?
বার্ডন টিউব
ম্যানোমিটার
মাইক্রোম্যানোমিটার
সবগুলো
193. পরম চাপ সমান কোনটি?
গেজ চাপ + বায়ুমণ্ডলীয় চাপ
গেজ চাপ - বায়ুমণ্ডলীয় চাপ
বায়ুমণ্ডলীয় চাপ - গেজ চাপ
গেজ চাপ - ভ্যাকুয়াম চাপ
196. এক-মাত্রীয় প্রবাহ (One-dimensional flow) হচ্ছে-
অবিচল প্রবাহ
সুষম প্রবাহ
যে প্রবাহ আড়াআড়ি দিকের পরিবর্তনকে উপেক্ষা করে
সরল রৈখিক পথে সীমাবদ্ধ প্রবাহ
197. যে-কোনো বিন্দুর গেজ প্রেসার হলো পরম চাপ ও বায়ুমণ্ডলীয় চাপের-
বিয়োগফল
গুণফল
ভাগফল
কোনোটিই নয়
198. বাতাসের আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
হাইগ্রোমিটার
ব্যারোমিটার
ক্রোনোমিটার
কোনোটিই নয়
199. বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
ব্যারোমিটার
ম্যানোমিটার
ক্রোনোমিটার
কোনোটিই নয়
200. যখন কোনো বিন্দুর চাপের তীব্রতা স্থানীয় বায়ুমণ্ডলীয় চাপের বেশি হয় তখন তাকে কী বলে?
গেজ প্রেসার
অ্যাবসলুট প্রেসার
পজিটিভ গেজ প্রেসার
ভ্যাকুয়াম প্রেসার