হাইড্রোলিক্স এন্ড হাইড্রোলিক মেশিনারি MCQ
81. পিজোমিটার টিউব ক্যাবল নিম্নের কোনটি নির্ণয়ে ব্যবহৃত হয়?
লো-প্রেসার
হাইপ্রেসার
মডারেট প্রেসার
ভ্যাকুয়াম প্রেসার
82. নিচের কোনটি পরিমাপের জন্য পিটস্ট টিউব ব্যবহার করা হয়?
চাপ
প্রবাহ
একটি বিন্দুতে প্রবাহীর বেগ
নির্গমন
83. একটি 5m উচ্চভার পানির ট্যাঙ্কের তলায় অবস্থিত নজল (Nuzzle) দিয়ে পানি নির্গত হওয়ার বেগ (Exit velocity) নির্ণয় কর?
9.90 m/s
19.80 m/s
99.9 m/s
5.90 m/s
84. পানির উপরে মাকড়শার হেঁটে যাওয়ার কোন কারণ?
সংকোচনশীলতা
পৃষ্ঠটান
কোহেশন
সবগুলো
85. পিটট টিউবের মাথার অংশের বেগ কত থাকে?
এক
তিন
দুই
শূন্য
86. হেনরি টিউবকোন দেশের বিজ্ঞানী?
ফ্রান্সের
জাপানের
আমেরিকার
চীনের
87. পারদ কাচকে সিক্ত করে কোন ধর্মের কারণে?
সান্দ্রতা
সংসক্তি
আসঞ্জন
সবগুলো
88. অরিফিসের ব্যাসের দ্বিগুণ অপেক্ষা বেশি যে পাইপ অরিফিসের সঙ্গে ভিতরে বা বাইরের দিকে সংযোগ করা থাকে, তাকে কী বলে?
নচ (Notch)
ওয়্যার (Weir)
মাউথপিচ (Mouthpiece
নজল (Nozzle)
89. একটি পাইপে তরলের বেগ 9.8mm/sec হলে উচ্চতা কত?
1.27m
227m
3.48m
4.9m
90. নিচের কোন যন্ত্রটি অ্যারোপ্লেনের গতি মাপার জন্য --
ভেঞ্চুরি মিটার
পিটট টিউব
অরিফিস মিটার
রোটামিটার
91. কোইফিসিয়েন্ট অব কন্ট্রাকশনের অনুপাত কোনটি?
ভেনাকন্ট্রাকটাতে জেটের প্রকৃত যেগ ও তাত্ত্বিক বেগের অনুপাত
অরিফিসে হেড ও অরিফিসের নির্গমন হেড-এর অনুপাত
অরিফিসের প্রকৃত নির্গমন ও তাত্ত্বিক নির্গমনের অনুপাত
ভেনাকনট্রাকটাতে জেটের ক্ষেত্র ও অরিফিসের ক্ষেত্রের অনুপাত
92. পিটট টিউব ব্যবহার করা হয়--
গতি (Velocity) মাপার জন্য
প্রবাহ (Flow) মাপার জন্য
মোট চাপ (Total pressure) মাপার জন্য
কোনোটিই সত্য নয়
93. পাখি পুকুর থেকে পানি খেতে পারে কোন কারণে?
পৃষ্ঠটান
কোহেশন
সংকোচনশীলতা
সান্দ্রতা
94. যখন একটি সরু ব্যাসবিশিষ্ট নল পানিতে ডুবানো হয়, তখন নলে তরলের ঊর্ধ্বগামী পৃষ্ঠদেশ হয়-
কনকেভ (Concave)
কনভেক্স (Convex)
ক ও খ উভয়ই
কোনোটিই নয়
95. পিজোমিটার টিউব দ্বারা নির্ণীত তরলের চাপ কোনটি?
ভ্যাকুয়াম প্রেসার
পরম চাপ
গেজ প্রেসার
বায়ুমণ্ডলীয় চাপ
96. পিটট টিউবের মাথার অংশকে কী বলে?
স্ট্যাগনেশন পয়েন্ট
ভেলোসিটি পয়েন্ট
বড় পয়েন্ট
ছোট পয়েন্ট
97. আকৃতি অনুযায়ী অরিফিস কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
98. একটি 80mm ব্যাসের অরিফিসের মধ্য দিয়ে পানির জেট নির্গমন হচ্ছে, যার ভেন্ট্রাকন্ট্রাকটাতে ব্যাস 64mm। কো-ইফিসিয়েন্ট অব কন্ট্রাকশন কত?
0.46
0.64
0.78
0.87
99. পিটট টিউবের মাথার চাপকে কী বলে?
বড় চাপ
ছোট চাপ
স্ট্যাগনেশন চাপ
লিকুইড চাপ
100. একই পদার্থের অণুগুলোর মধ্যে পারস্পারিক আকর্ষণ বলকে কী বলে?
সংকোচনশীলতা
পৃষ্ঠটান
কোহেশন
অ্যাডহেশন