Image
হাইড্রোলিক্স MCQ
581. বায়বীয় প্রবাহীর চাপ পরিমাপের জন্য ব্যবহৃত হয়-
ম্যানোমিটার
অ্যাভোমিটার
ব্যারোমিটার
পিজোমিটার
582. ইনটেনসিটি অব প্রেসারের সূত্র-
P = WH
P=WH’
ρ=ωH
P=mh
583. নেগেটিভ প্রেসার বায়ুমণ্ডলের চাপ অপেক্ষা-
কম
বেশি
সমান
শূন্য
584. চাপ তরল সংলগ্ন পাত্রের ওপর কীভাবে ক্রিয়া করে?
আড়াআড়ি
লম্বভাবে
সমান্তরাল
সব কয়টি
585. তরল পদার্থ সরলপথে ও মসৃণ পাইপ দিয়ে প্রবাহিত হলে শুধু বাধাপ্রাপ্ত হয়-
ভিসকোসিটি
ওজনের জন্য
গায়ে লাগে
সব কয়টি
586. 'd' ব্যাসবিশিষ্ট একটি বৃত্তাকার পাইপের 'Hydraulic mean depth'- [PWD-2000, BPSC-20]
d
d/2
d/4
d/6
587. সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ-
10.33 kg/cm²
1.033 kg/cm²
1.03 kg/cm²
10.3 kg/cm²
588. তরল পদার্থের উপরিতলের চাপের তীব্রতা-
শূন্য
বেশি
কম
সমান
589. প্রতি একক ক্ষেত্রের ওপর যে বল ক্রিয়া করে, তাকে বলে-
চাপ
তীব্রচাপ
তাপ
নিম্নচাপ
590. বাতাস একটি সংকোচনশীল পদার্থ; সেজন্য বিভিন্ন উচ্চতায় এর-
চাপ ভিন্ন
ঘনত্ব ভিন্ন
আয়তন ভিন্ন
কোনোটিই নয়
591. H গভীরতায় তরল পদার্থের চাপ-
W/P
PW
ρ/ω
P/R
592. পানি প্রবাহের গতিবেগ নির্ণয়ের পদ্ধতি কয়টি? [BBA-19]
১টি
২টি
৩টি
৪টি
কোনোটিই নয়
593. নিচের কোনটি প্রবাহের বেগ নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়?[MOLE-19]
কারেন্টমিটার
ম্যানোমিটার
ব্যারোমিটার
থার্মোমিটার
594. Pressure gauge দ্বারা যে চাপ মাপা হয়, তার নাম-
বায়ুমণ্ডল সংক্রান্ত চাপ
Gauge pressure
সুনিশ্চিত চাপ
গড় চাপ
595. নিচের কোনটি বেশি সংকুচিত হয়?
গ‌্যাস
তৈল
পানি
কেরোসিন
596. তরল পদার্থের কৈশিকতার সাহায্যে নির্ণয় করা হয়-
প্রবাহের পরিমাণ
প্রবাহের ঘনত্ব
সংকোচনশীলতা
সারফেস টেনশন
597. নিচের কোনটি ফ্লুইড নয়?
তেল
তাপ
গ‌্যাস
স্টিল
598. দুই বিন্দুর পিজোমেট্রিক লেভেলের পার্থক্যকে কী বলে? [LGED-19]
পজিশন হেড
কও খ উভয়ই
কোনোটিই নয়
হাইড্রোলিক হেড
599. Open channel-এ flow কখন sub-critical হয়? (Fr = Froude number) (MOCA-19]
Fr < 1
Fr = 1
Fr> 1
Fr> 2
600. তরল পদার্থের অনুভূমিক একই সরল রেখায় সব বিন্দুতে চাপের তীব্রতা-
বেশি
কম
সমান
শূন্য