হাইড্রোলিক্স MCQ
581. প্রতি একক ক্ষেত্রের ওপর যে বল ক্রিয়া করে, তাকে বলে-
চাপ
তীব্রচাপ
তাপ
নিম্নচাপ
ব্যাখ্যা: ব্যাখ্যা: চাপ: কোনো পদার্থের প্রতি একক ক্ষেত্রে প্রযুক্ত বলকে চাপ বলে।
চাপ, P = প্রযুক্ত বল (F)/ক্ষেত্রফল (A)
582. তরল পদার্থের অনুভূমিক একই সরল রেখায় সব বিন্দুতে চাপের তীব্রতা-
বেশি
কম
সমান
শূন্য
583. মুক্ততলে তরল পদার্থের চাপের তীব্রতা-
বেশি
কম
শূন্য
সমান
ব্যাখ্যা: ব্যাখ্যা : চাপের তীব্রতা: তরলের অভ্যন্তরে প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত চাপকে চাপের তীব্রতা বলে। মূলত চাপ এবং চাপের তীব্রতা একই।
চাপের তীব্রতা=মোট চাপ (P) /ক্ষেত্রফল (A)
চাপের তীব্রতার ধর্ম:
(i) তরলের সকল বিন্দুতে ১৮ চাপের তীব্রতা সমান।
(ii) চাপের তীব্রতা তরলের উচ্চতা বা গভীরতার সমানুপাতিক। অর্থাৎ, গভীরতা বাড়ার সাথে সাথে চাপের তীব্রতাও বাড়বে।
(iii) যে-কোনো তরল পদার্থের উপরিতলে চাপের তীব্রতা শূন্য এবং তলদেশে সর্বাধিক।
(iv) একই অনুভূমিক সরল রেখায় সকল বিন্দুতে চাপের তীব্রতা সমান।
584. H গভীরতায় তরল পদার্থের চাপ-
W/P
PW
ρ/ω
P/R
ব্যাখ্যা: ব্যাখ্যা: আমরা জানি,
তরলের চাপ= তরলের আপেক্ষিক ওজন x তরলের গভীরতা
P=ωH
H= P /ω
585. তরল পদার্থ সরলপথে ও মসৃণ পাইপ দিয়ে প্রবাহিত হলে শুধু বাধাপ্রাপ্ত হয়-
ভিসকোসিটি
ওজনের জন্য
গায়ে লাগে
সব কয়টি
ব্যাখ্যা: তরল পদার্থ সরল ও মসৃণ পাইপ দিয়ে প্রবাহিত হলে তরলে প্রতিরোধী বলই ক্রিয়া করে, যা তরল পদার্থের অণুসমূহের আকর্ষণের জন্য হয়ে থাকে। শুধু সান্দ্রতা অর্থাৎ তরলের দুটি তলে অনুভূত শিয়ার পীড়ন
586. একটি হাইড্রোলিক প্রেসের রমের ব্যাস 40cm ও লিভারেজ 1: 10; যদি 600kg উত্তোলন করতে 0.5kg বল প্রয়োগ করতে হয় তবে প্লাজারের ব্যাস কত হবে?
1.65cm
2.65cm
3.65cm
4.65cm
ব্যাখ্যা: ব্যাখ্যা: F_1/(A_1x) = F_2/(A_2y)
= 0.50 / π/(4 ) x d^2 x 1 = 600 / π/(4 ) x 〖40〗^2 x 10
AZGe , d = 3.65 cm
587. ইনটেনসিটি অব প্রেসারের সূত্র-
P = WH
P=WH’
ρ=ωH
P=mh
ব্যাখ্যা: ব্যাখ্যা: চাপের তীব্রতা: তরলের অভ্যন্তরে একক ক্ষেত্রের উপর যে চাপ প্রযুক্ত হয়, তাকে চাপের তীব্রতা বলে।
ধরি, H = তরলের গভীরতা।
ω= তরলের আপেক্ষিক ওজন।
.. পাত্রের তরলের আয়তন = AXH
এবং পাত্রে তরলের ওজন= AxHxω
.: চাপের তীব্রতা = তরলের ওজন/ পাত্রের তলদেশের ক্ষেত্রফল
ρ=(ωAH)/A= ωH
588. Pressure gauge দ্বারা যে চাপ মাপা হয়, তার নাম-
বায়ুমণ্ডল সংক্রান্ত চাপ
Gauge pressure
সুনিশ্চিত চাপ
গড় চাপ
589. কোন ম্যানোমিটারের উভয় প্রান্ত পাইপের সাথে সংযুক্ত থাকে?
পিজোমিটার
সরল ম্যানোমিটার
মেনো ম্যানোমিটার
ডিফারেনশিয়াল
ব্যাখ্যা: ব্যাখ্যা: ডিফারেনশিয়াল ম্যানোমিটার: এই পাইপ দ্বারা একই পাইপের দুই বিন্দুর মধ্যে অথবা দুইটি ভিন্ন পাইপের মধ্যে চাপের পার্থক্য নির্ণয় করা হয়। একটি পাইপের চাপের পরিমাণ জানা থাকলে অন্য পাইপের চাপের পরিমাণ এর সাহায্যে নির্ণয় করা যায়। ডিফারেনশিয়াল ম্যানোমিটার ভারী তরল পদার্থধারী একটি।' U আকৃতির নল দিয়ে গঠিত।
590. নিচের কোনটি বেশি সংকুচিত হয়?
গ্যাস
তৈল
পানি
কেরোসিন
ব্যাখ্যা: আমরা জানি, চাপে অন্যান্য পদার্থের চেয়ে গ্যাসের সংকোচন সবচেয়ে বেশি হয়।
591. নেগেটিভ প্রেসার বায়ুমণ্ডলের চাপ অপেক্ষা-
কম
বেশি
সমান
শূন্য
ব্যাখ্যা: ব্যাখ্যা: নেগেটিভ প্রেসার: তরলের গেজ চাপ বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে কম হলে ঐ চাপকে ভ্যাকুয়াম চাপ বা নেগেটিভ প্রেসার বলে। সুতরাং সংজ্ঞা হতেই পাই নেগেটিভ প্রেসার বায়ুমণ্ডলের চাপ অপেক্ষা কম।
592. Open channel-এ flow কখন sub-critical হয়? (Fr = Froude number) (MOCA-19]
Fr < 1
Fr = 1
Fr> 1
Fr> 2
593. পানি প্রবাহের গতিবেগ নির্ণয়ের পদ্ধতি কয়টি? [BBA-19]
১টি
২টি
৩টি
৪টি
কোনোটিই নয়
594. চাপের তীব্রতা তরল পদার্থের গভীরতার-
ব্যস্তানুপাতিক
গুণানুপাতিক
সমানুপাতিক
সবগুলো
ব্যাখ্যা: চাপের তীব্রতা: তরলের অভ্যন্তরে প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত চাপকে চাপের তীব্রতা বলে। মূলত চাপ এবং চাপের তীব্রতা একই।
মোট চাপ (P)
চাপের তীব্রতা = ক্ষেত্রফল (A)
চাপের তীব্রতার ধর্ম: (i) তরলের সকল বিন্দুতে চাপের তীব্রতা সমান।
(ii) চাপের তীব্রতা তরলের উচ্চতা বা গভীরতার সমানুপাতিক। অর্থাৎ, গভীরতা বাড়ার সাথে সাথে চাপের তীব্রতাও বাড়বে। (iii) যে-কোনো তরল পদার্থের উপরিতলে চাপের তীব্রতা শূন্য এবং তলদেশে সর্বাধিক।
(iv) একই অনুভূমিক সরল রেখায় সকল বিন্দুতে চাপের তীব্রতা সমান।
.: সঠিক উত্তর: (গ)।
595. নিচের কোনটি প্রবাহের বেগ নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়?[MOLE-19]
কারেন্টমিটার
ম্যানোমিটার
ব্যারোমিটার
থার্মোমিটার
ব্যাখ্যা: ব্যাখ্যা: নদী বা স্রোতস্বিনীর পানি প্রবাহের পরিমাণ নির্ণয়ের জন্য Current মিটার ব্যবহার করা হয়। এটি পানি প্রবাহের মুখোমুখি কোনো রশি বা রডের সাথে আটকাতে হয়, যাতে পানির প্রবাহ মিটারের উপর দিয়ে যেতে পারে।
596. সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ-
10.33 kg/cm²
1.033 kg/cm²
1.03 kg/cm²
10.3 kg/cm²
ব্যাখ্যা: ব্যাখ্যা: সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলের গড় চাপ প্রতি বর্গ সেমি- তে 1.033kg. যা পানির 10.336m ও পারদের
76cm উচ্চতার সমান।
597. চাপ তরল সংলগ্ন পাত্রের ওপর কীভাবে ক্রিয়া করে?
আড়াআড়ি
লম্বভাবে
সমান্তরাল
সব কয়টি
598. বায়বীয় প্রবাহীর চাপ পরিমাপের জন্য ব্যবহৃত হয়-
ম্যানোমিটার
অ্যাভোমিটার
ব্যারোমিটার
পিজোমিটার
ব্যাখ্যা: ব্যাখ্যা: (ক) ম্যানোমিটার: তরলের চাপ পরিমাপে এটি ব্যবহৃত হয়। এটি পিজোমিটারের উন্নত রূপ।
(খ) ব্যারোমিটার: বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করার যন্ত্রকে ব্যারোমিটার বলে।
(গ) অ্যাভোমিটার: এক ধরনের বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র, যার সাহায্যে এসি ও ডিসি কারেন্ট, এসি ও ডিসি ভোল্টেজ, রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়।
(ঘ) পিজোমিটার: এটি এক ধরনের প্রেসার গেজ বা চাপমান যন্ত্র, যা তরল পদার্থপূর্ণ পাইপ বা পাত্রের চাপ মাপার জন্য ব্যবহার করা হয়। পিজোমিটার-এর সাহায্যে নেগেটিভ প্রেসার মাপা অসুবিধাজনক ও গ্যাসের চাপ নির্ণয় করা যায় না।
600. দুই বিন্দুর পিজোমেট্রিক লেভেলের পার্থক্যকে কী বলে? [LGED-19]
পজিশন হেড
কও খ উভয়ই
কোনোটিই নয়
হাইড্রোলিক হেড
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্রবাহির দুই বিন্দুর উল্লম্ব দূরত্বের পার্থক্যকে পজিশন হেড বলে।