Image
Questions
1. সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে।’ বাক্যটিতে কয়টি ভুল আছে?
একটি
দুটি
তিনটি
ভুল নেই
2. সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে?
রাজা রামমোহন রায়
মানোএল দ্য আসসুম্পসাঁও
রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
3. শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি?
শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
শিরোশ্ছেদ, দারিদ্র্য, সমীচিন
শিরঃশ্ছেদ, দরিদ্রতা, সমিচীন
শিরচ্ছেদ, দরিদ্রতা, সমীচী
4. তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি?
পান-ব্যবসায়ী
পর্ণকার
তামসিক
বারুই
5. ‘ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও।' মন্তব্যটি কোন ভাষা-চিন্তকের?
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
মুহম্মদ শহীদুল্লাহ্
মুহম্মদ এনামুল হক
সুকুমার সেন
6. তোমার নাম কী?'—এখানে 'কী' কোন প্রকারের পদ?
প্রশ্নবাচক
অব্যয়
সর্বনাম
বিশেষণ
7. তুমি তো ভারি সুন্দর ছবি আঁক!'—বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?
পদান্বয়ী অব্যয়
অনুসর্গ অব্যয়
অনন্বয়ী অব্যয়
অনুকার অব্যয়