EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

Bangla MCQ
241. ঐহিক এর বিপরীত শব্দ কোনটি?
ঈদৃশ
পারত্রিক
মাঙ্গলিক
আকস্মিক
242. রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
তমুদ্দুন মজলিস
ভাষা পরিষদ
মাতৃভাষা পরিষদ
আমরা বাঙালি
243. কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়-
কৃষ + তি
কৃষ + টি
কৃ + ইষ্টি
কৃষ + ইষ্টি
244. মানুষের দেহের যে সব অঙ্গ-প্রতঙ্গ ধ্বনি তৈরিতে সহায়ত করে তাকে বলে?
বাক প্রত্যঙ্গ
অঙ্গধ্বনি
স্বরতন্ত্রী
নাসিকাতন্ত্র
245. কোনটি যমুনার উপনদী?
তিস্তা
ধলেশ্বরী
ধোলাই
বংশী
246. নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত "সোমপুর বিহার" এর প্রতিষ্ঠাতা কে?
গোপাল
ধর্মপাল
মহীপাল
বিগ্রহপাল
247. অধিত্যকা এর বিপরীতারথক শব্দ কোনটি?
উপত্যকা
ধিত্যকা
পার্বত্য
সমতল
248. "যিনি ন্যায়শাস্ত্র জানেন" এর এককথায় প্রকাশিত রূপ হল
ন্যায়বাগীশ
নৈয়ায়িক
ন্যায়পাল
ন্যায়ঋদ্ধ
249. কোন সাহিত্যকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে?
পদাবলী
গীতগািেবন্দ
চর্যাপদ
চৈতন্যজীবনী
250. সবুজপত্র পত্রিকাটির সম্পাদক কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
শেখ ফজলুল করিম
প্রমথ চৌধুরী
মোহাম্মদ নাসির উদ্দিন
251. আমার জ্বর জ্বর লাগছে- 'জ্বর জ্বর' শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে বলে-
দ্বিরুক্ত শব্দ
সার্থক শব্দ
যুগ্মশব্দ
শব্দদ্বিত্ব
252. . উলুবনে মুক্ত ছড়ানাতে প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলে-
প্রবাদ-প্রবচন
এককথায় প্রকাশ
ভাবসম্প্রসারণ
বাক্য সংকোচন
253. কোনটি শুদ্ধ নয়?
যন্ত্রনা
শূদ্র
সহযািেগতা
স্বতঃস্ফূর্ত
254. বাংলাদেশের ছয় ঋতুর সঠিক অনুক্রম কোনটি?
গ্রীষ্ম, বর্ষা, বসন্ত, হেমন্ত, শীত ও শরৎ
বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত ও গ্রীষ্ম
শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, গ্রীষ্ম ও বর্ষা
গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত
255. মুক্তিযুদ্ধভিত্তিক নভেল কোনটি?
ক্রীতদাসের হাসি
জীবন ও রাজনৈতিক বাস্তবতা
কান্নাপর্ব
প্রদোষে প্রাকৃতজন
256. শুদ্ধ বাক্য নয় কোনটি?
বিদ্বান হলেও তার কোনা অহংকার নেই।
ইশ! যদি পাখির মত পাখা পেতাম।
অকারণে ঋণ করিও না
হয়তাকে সাহেমা আসতে পারে।
257. বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি?
কৃষি ও বনজ
মৎস
শিল্প
স্বাস্থ্য ও সামাজিক
258. বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন?
বাংলা
সংস্কৃত
হিন্দি
অস্ট্রিক
259. সঠিক বানান নয় কোনটি? aps.com
ধরণি
মুর্ছা
গুণ
প্রানী
260. ১৯৭১ সালে মুজিবর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার comকর্তৃক নাম ছিল-
জয় বাংলা
বাংলাদেশ
স্বাধীনতা
মুক্তির ডাক