Bangla MCQ
341. রবীন্দ্রনাথ ঠাকুরের কৌতুক নাটক হচ্ছে:
জামাই বারিক
বিবাহ-বিভ্রাট
হিতে বিপরীত
বৈকুণ্ঠের খাতা
342. সরল' শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?
বক্র
কুটিল
জটিল
গরল
343. কোনটি অপাদান কারক?
গৃহহীনে গৃহ দাও
জিজ্ঞাসিব জনে জনে
বনে বাঘ আছে
ট্রেন স্টেশন ছেড়েছে
344. কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?
অজানা
দোতলা
আশীবিষ
কানাকানি
345. 'Hand out'- এর বাংলা পরিভাষা হচ্ছে
হস্তপত্র
তথ্যপত্র
প্রচারপত্র
জ্ঞাপনপত্র
346. কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত?
উপনেতা
উপগ্রহ
উপসাগর
উপভোগ
347. বেগম রোকেয়া গ্রন্থ কোনটি?
পদ্মমণি
পদ্মাবতী
পদ্মগোখরা
পদ্মরাগ
348. 'বিদ্যাসুন্দর' গ্রন্থের অনুবাদক কে?
সাবিরিদ খান
মালাধর বসু
আলাওল
নরোত্তম দাস
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বিদ্যাসুন্দর ষোড়শ শতাব্দীর গোড়ার দিকে কবি সাবিরিদ খান রচিত একটি রোমান্টিক প্রণয়কাব্য। বিদ্যাসুন্দর কাব্যের কাহিনি কালিকামঙ্গলের অন্তর্গত। কবি তার এই গ্রন্থকে নাটগীত বলে উল্লেখ করেছেন। সাবিরিদ খান 'বিদ্যাসুন্দর', 'রসুল বিজয়' ও হানিফা কয়রাপরী নামে তিনটি খ্যাতিমূলক কাব্য রচনা করেন।
349. বাঁধনহারা' কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
ভ্রমণ কাহিনি
উপন্যাস
নাটক
কবিতা
350. তুমি তো ভারি সুন্দর ছবি আঁক!' বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?
অনুকার অব্যয়
পদান্বয়ী অব্যয়
অনুসর্গ অব্যয়
অনন্বয়ী অব্যয়
351. জীবনানন্দ দাশকে 'নির্জনতম কবি' বলে আখ্যায়িত করেন কে?
বিষ্ণু দে
রবীন্দ্রনাথ ঠাকুর
সৈয়দ শামসুল হক
বুদ্ধদেব বসু
352. 'চর্যাপদে'র প্রকৃত নাম কী?
চর্যাগীতিকোষ
চর্যাপদ
চর্যাচর্যবিনিশ্চয়
বৌদ্ধ গান ও দোহা
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন। ১৯০৭ খ্রিষ্টাব্দে মহামহোপাধ্যায় শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর পুথি আবিষ্কার করেন। তারই সম্পাদনায় ৪৭টি পদবিশিষ্ট পুথিখানি হাজার বছরের পুরানো বাঙলা ভাষায় বৌদ্ধগান ও দোহা (১৯১৬) নামে বঙ্গীয় সাহিত্য কর্তৃক প্রকাশিত হয়। তিনি পুথির সূচনায় একটি সংস্কৃত শ্লোক থেকে নামের যে ইঙ্গিত পান তাতে এটি চর্যাচর্যবিনিশ্চয় নামেও পরিচিত হয়। তবে সংক্ষেপে এটি বৌদ্ধগান ও দোহা বা চর্যাপদ নামেই অভিহিত হয়ে থাকে।
353. 'আগুন'- এর সমার্থক শব্দ কোনটি?
ভাতি
অংশু
জ্যোতি
অনল
354. খনার বচন – এর মূলভাব কী?
লৌকিক প্রণয়সংগীত
সামাজিক মঙ্গলবোধ
রাষ্ট্র পরিচালনা নীতি
শুদ্ধ জীবনযাপন রীতি
355. নিচের কোনটি যৌগিক উদাহরণ নয়?
করেছি
করছি
করব
কর
356. বেদান্ত গ্রন্থ' ও 'বেদান্ত সার' কার রচনা?
গোলকনাথ শর্মা
রামরাম বসু
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
রাজা রামমোহন রায়
357. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি বেশি দেখা যায়?
বিশেষ্য ও ক্রিয়া
বিশেষণ ও ক্রিয়া
বিশেষ্য ও বিশেষণ পদে
ক্রিয়া ও সর্বনাম
358. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
আলালের ঘরের দুলাল
হুতুম প্যাঁচার নক্সা
দুর্গেশ নন্দিনী
সীতারাম
ব্যাখ্যা: ব্যাখ্যা: দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস। উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৬৫ সালের মার্চ মাসে।
359. তাম্বুলিক' শব্দের সমার্থক নয় কোনটি?
বারুই
পানব্যবসায়ী
পর্ণকার
তামসিক
360. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
৭টি
৯টি
১১টি
১০টি