Bangla MCQ
581. উপকারীর অপকার করে যে-
কৃতজ্ঞহীন
অকৃতজ্ঞ
কৃতঘ্ন
অপকারী
582. রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?
সোনার তরী
নৈবেদ্য
গীতাঞ্জলি
চিত্রা
583. 'দোলনা' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
দুল্ + অনা
দোল্ + অনা
দোল্ + না
দোলনা + আ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: কৃৎ প্রত্যয় অনা/না যোগে গঠিত শব্দ দুলনা। যেমন, দুল্+ অনা/না = দুলনা> দোলনা: তদ্রূপ খেলনা।
584. 'যা বলা উচিত নয়' কোন শব্দের বিস্তৃত?
কুকথ্য
অকথ্য
অসত্য
অযোগ্য
585. 'যে উপকারীর অপকার করে' তাকে এক কথায় বলে-
অকৃতজ্ঞ
কৃতঘ্ন
অপকারী
শত্রুঘ্ন
586. 'দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন' এক কথায়-
সায়াহ্ন
প্রদোষ
অপরাহ
গোধূলি
587. 'তিন মোহনার মিলন যেখানে' এক কথায় কী হবে?
তিন মোহনা
ত্রয়ী
ত্রিমোহনা
তেমোহনা
588. 'যা বলা হবে' এর বাক্য সংকোচন কোনটি?
উক্ত
বক্তব্য
ভবিতব্য
অনুমিত
589. 'আগুন' শব্দের সমার্থক শব্দ কোনটি?
অংশু
জ্যোতি
ভাতি
অনল
590. ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি / যিনি ইতিহাস জানেন-
ইতিহাসবেত্তা
ঐতিহাসিক
ইতিহাসবিদ
ইতিহাস রচয়িতা
591. 'অত্যন্ত' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
অত্য + অন্ত
অতি + স্ত
অতি + অন্ত্য
অতি + অন্ত
592. তৎসম শব্দ কোনটি?
ভাগর
হস্ত
হায়াত
নাগর
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা : হস্ত, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, পাত্র তৎসম শব্দ। ডাগর, ডাল, চুলা দেশি শব্দ।
593. 'যিনি ভাল ব্যাকরণ জানেন' এক কথায় কি হয়?
ব্যাকরণবিদ
ব্যাকরণ বিশেষজ্ঞ
বৈয়াকরণ
বৈয়াকরণিক
594. যে প্রবীণ নয়, তাকে এক কথায় কি বলে?
বৃদ্ধ
নবীন
শিশু
যুবতী
595. 'যা চুষে খাওয়া হয়'-
লেহা
চুষ্য
চর্ব্য
পেয়
596. হাছন রাজা কোন শতকের কবি?
সপ্তদশ
অষ্টাদশ
উনিশশতক
বিংশ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: হাছন রাজা অষ্টাদশ শতকের কবি। তিনি ১৭৫৫ সালে সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি মরমি কবি নামে পরিচিত।
597. 'শ্যামল ছায়া' উপন্যাসটি কার রচনা?
জসীমউদ্দীন
আল মাহমুদ
হুমায়ূন আহমেদ
আবু ইসহাক
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ 'শ্যামল ছায়া' উপন্যাসটি রচনা করেন। তাঁর রচিত অন্যান্য উপন্যাস হলো- দেয়াল, জোছনা ও জননীর গল্প, আগুনের পরশমণি।
598. এক কথায় প্রকাশ কর: 'দিন ও রাতের সন্ধিক্ষণ'-
পূর্বাহ্ণ
সায়াহ্ন
গোধূলি
অপরাহ
599. 'হুলিয়া' কবিতার কবি কে?
আবুল হাসান
শামসুর রাহমান
হুমায়ূন কবির
নির্মলেন্দু গুণ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: "হুলিয়া" কবিতাটির কবি নির্মলেন্দু গুণ। নির্মলেন্দু গুণকে কবিদের কবি বলা হয়। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে- প্রেমাংশুর রক্ত চাই, চাষাভুসার কাব্য, না প্রেমিক না বিপ্লবী।
600. 'অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে'-কার?
উপসর্গ
সমাস
সন্ধি
কারক
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলা ভাষায় এমন কিছু অব্যয় বা অব্যয়সূচক শব্দাংশ আছে, যারা স্বাধীনভাবে ব্যবহৃত হয় না অর্থাৎ অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, তাকে উপসর্গ বলে। যেমন- অ. অঘা, প্রতি, স্ব ইত্যাদি। উপসর্গ ৩ প্রকার।