Bangla MCQ
621. 'মেঘে মেঘে' শব্দদ্বৈত কী অর্থে ব্যবহৃত হয়?
ব্যাপ্তি
বহুত্ব
প্রকর্ষ
ঈযৎ স্বল্পতা
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: 'মেঘে মেঘে' শব্দদ্বৈত দ্বারা ঈষৎ (অল্প কিঞ্চিত সামান্য) অর্থ প্রকাশ পায়। যেমন- মেঘে মেঘে কেটে গেছে অনেক বেলা। মেঘে মেঘে অনেক সময় হয়ে গেছে। মেঘে মেঘে বেলা তো কম হয় নি।
622. 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই'- কার উক্তি?
চণ্ডীদাস
দ্বিজেন্দ্রলাল রায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
কাজী নজরুল ইসলাম
623. কোনটি মাইকেল মধুসূদন দত্তের নাটক?
ডাকঘর
শর্মিষ্ঠা
রাজা
বিসর্জন
624. 'বিদ্রোহী' কবিতা কার রচনা?
কাজী নজরুল ইসলাম
মোহিতলাল মজুমদার
সত্যেন্দ্রনাথ দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিদ্রোহী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের রচনা। এটি ১৯২১ সালে প্রকাশিত। তাঁর অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা বিদ্রোহী। তাঁর অন্যান্য কবিতা প্রলয়োল্লাস, মানুষ, কুলি মজুর ইত্যাদি।
625. 'পথের পাঁচালী' উপন্যাসের রচয়িতা কে?
সত্যজিৎ রায়
বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
অচিন্ত্যকুমার সেন গুপ্ত
বলাইচাঁদ মুখোপাধ্যায়
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরও কিছু উপন্যাসের নাম হলো- অপরাজিত, আরণ্যক, চাদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইছামতী, অশনি সংকেত।
626. 'ময়মনসিংহ গীতিকা' সংগ্রহ করেছিলেন?
আশুতোষ ভট্টাচার্য
ড. দীনেশচন্দ্র সেন
চন্দ্র কুমার দে
দক্ষিণারঞ্জন মিত্র
627. তুমি এতক্ষণ কী করেছ?- এ বাক্যে 'কী' কোন পদ?
সর্বনাম
অব্যয়
ক্রিয়া
বিশেষণ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: বিশেষণ হলো যা বিশেষ্য ও সর্বনাম পদের দোষ, গুণ ইত্যাদি প্রকাশ করে। যেমন- ভালো, ছোট, গুণ, পাঁচটি ইত্যাদি। অব্যয় হলো যে পদের কোনো পরিবর্তন নেই। যেমন- এবং, কিংবা, কিন্তু, ইত্যাদি। সর্বনাম হলো যা বিশেষ্যের পরিবর্তে আসে। যেমন- আমি, তুমি, সে ইত্যাদি। ক্রিয়াপদ হলো যে পদ দ্বারা কার্যসম্পন্ন হয়। যেমন- করা, খাওয়া ইত্যাদি। সুতরাং, তুমি ও কী উভয়ই সর্বনাম।
628. উপসর্গ সাধারণত কোথায় বসে?
বাক্যের শেষে
শব্দের শেষে
শব্দের পূর্বে
শব্দের মধ্যে
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: উপসর্গ শব্দের পূর্বে বসে শব্দের পরিবর্তন আনে। যেমন- অ চেনা শব্দের পূর্বে বসে শব্দ পরিবর্তন করে- অচেনা। 'অনুসর্গ' শব্দের পরে বসে।
629. শান্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে জুলিও কুরী পুরস্কার পান?
১৯৭৩ সালের ২৩ মে
১৯৭৩ সালের ২৪ মে
১৯৭৩ সালের ২৩ জুন
১৯৭৩ সালের ২৪ জুন
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: ১৯৭৩ সালের ২৩ মে বিশ্বশান্তি পরিষদ কর্তৃক বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করা হয়। বিশ্বশান্তি পরিষদের শান্তি পদক ছিল জাতির পিতার কাজের স্বীকৃতিস্বরূপ। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তাঁর অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি। এটি ছিল বাংলাদেশের জন্য প্রথম আন্তর্জাতিক পুরস্কার।
630. বাংলা সাহিত্যের মধ্যযুগের নিদর্শন নয় কোনটি?
মহাভারত
রামায়ণ
মঙ্গলকাব্য
চর্যাপদ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। এটি ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাকার থেকে হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন। এতে ৫০টি পদ রয়েছে।
631. 'বাঁধন হারা' কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
গল্প গ্রন্থ
কবিতা
নাটক
পত্রোপন্যাস
632. 'ছায়া হরিণ' কাব্যগ্রন্থের কবি কে?
আহসান হাবীব
ফররুখ আহমদ
আবুল হোসেন
সৈয়দ আলী আহসান
633. কারক কয় প্রকার?
পাঁচ প্রকার
ছয় প্রকার
তিন প্রকার
সাত প্রকার
634. 'পুতুল নাচের ইতিকথা' গ্রন্থের রচয়িতা-
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায়
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
সুনীল গঙ্গোপাধ্যায়
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: পুতুল নাচের ইতিকথা বাঙালি সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়-এর লেখা তৃতীয় উপন্যাস এবং চতুর্থ মুদ্রিত গ্রন্থ। উপন্যাসটি ভারতবর্ষ পত্রিকায় বাংলা ১৩৪১ সালের পৌষ থেকে ১৩৪২ সালের অগ্রহায়ণ পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। উপন্যাসটিতে মানিক বন্দ্যোপাধ্যায়ের সমাজতান্ত্রিক মানসিকতার পরিচয় মেলে।
635. 'মনমাঝি' কোন সমাসের উদাহরণ?
বহুব্রীহি
নিত্য সমাস
দ্বিগু
রূপক কর্মধারয়
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক কর্মধারয় সমাস হয়। যেমন- মন রূপ মাঝি মনমাঝি
636. বাউল সম্রাট কাকে বলা হয়?
লালন শাহ্
হাছন রাজা
কানাই লাল শীল
শাহ্ আব্দুল করিম
637. নিচের কোন শব্দটি জাপানি ভাষার?
বাবা
আয়না
ডাক্তার
রিকশা
638. 'যে আপনার রং লুকায়' তাকে এক কথায় বলে-
অদৃশ্য
ভূতপূর্ব
বর্ণচোরা
ফুলেল
639. কোনটি জীবনানন্দ দাশের রচনা?
অগ্নিবীণা
ঝরাপালক
দোলনচাঁপা
পুবের হাওয়া
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'ঝরাপালক' কাব্যগ্রন্থটি জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ। তিনি তিমির হরণের কবি, রূপসী বাংলার কবি নামে পরিচিত। তাঁর কয়েকটি গ্রন্থ হলো- ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, সাতটি তারার তিমির।
640. বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কতটি?
১৩টি
৪৯টি
১১টি
৩৯টি