MCQ
11621. 'আমার দেখা নয়াচীন' কোন ধরনের গ্রন্থ?
অর্থনীতি ভিত্তিক
গল্পগ্রন্থ
ভ্রমণ কাহিনী
উপরের কোনটিই নয়
11622. Which one of the following is the -ing form of the verb 'singe'?
singing
singeing
singging
singeiing
ব্যাখ্যা: সাধারণ কোনো verb-এর শেষে e থাকলে ing যুক্ত করতে তুলে দিতে হয়। কিন্তু singe (হালকাভাবে পোড়ানো) verbটির সাথে ing যুক্ত করতে e letter টি অবিকৃত থাকবে। সুতরাং word টি সঠিক ing form হলো singeing |
11623. 'অসমাপ্ত আত্মজীবনী' এর রচনাকাল...
১৯৫৪-১৯৫৭
১৯৫০-১৯৫২
১৯৬৪-১৯৬৬
১৯৬৬-১৯৬৯
11624. মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হয়-
২৩ জানুয়ারি, ২০২০
১৭ মার্চ, ২০২০
১০ জানুয়ারি, ২০২০
৬ জুলাই, ২০১৮
11625. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে বিশ্ব শান্তি পরিষদ 'জুলিও কুরি' পদক প্রদান করেন-
১০ মে, ১৯৭২
২০ মে, ১৯৭২
২৩ মে, ১৯৭৩
১৩ মে, ১৯৭৩
11626. বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে অধ্যয়ন করেন?
বাংলা
দর্শন
আইন
ইংরেজি
11627. কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ নয়?
রৌদ্র করোটিতে
বন্দী শিবির থেকে
নিজ বাসভূমে
বন্দীর বন্দনা
11628. বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান কত তারিখে শুরু হয়?
১৭ মার্চ, ২০২০
১৭ মার্চ, ২০১৯
১৭ মার্চ, ২০২১
১৭ মার্চ, ২০২২
11629. 'স্বাধীনতা তুমি' কবিতাটি কে রচনা করেন?
সুফিয়া কামাল
শামসুর রাহমান
ফররুখ আহমদ
গোলাম মোস্তফা
11630. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন উপজেলায় জন্মগ্রহণ করেন?
টঙ্গীবাড়ি
কোটালীপাড়া
টঙ্গী
টুঙ্গীপাড়া
11631. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন-
১৭ মার্চ
৩০ মার্চ
২৬ মার্চ
১৮ মার্চ
11632. 'কারাগারের রোজনামচা' গ্রন্থটির প্রকাশক ?
বাংলা একাডেমি
বাংলাদেশ আওয়ামী লীগ
কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ
শেখ মুজিবুর রহমান
11633. আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস।'- এখানে 'ওর' বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন?
শেখ নাসেরকে
শেখ হাসিনাকে
শেখ কামালকে
শেখ রেহেনাকে
11634. According to the conditions of my scholarship, after finishing my degree -.
my education will be employed by the University
employment will be given to me by the University
the University will employ me
I will be employed of the University
ব্যাখ্যা: কোনো clause-এর পূর্বে Preposition + V. ing + object থাকলে কিংবা V.ing + object যুক্ত Phrase থাকলে কমার পর মূল clause-এর Subject হিসেবে কেবল ঐ নির্দিষ্ট ব্যক্তিসত্তাকেই ব্যবহার করতে হবে। Finishing-এর পরে my থাকায় I কে Subject হিসেবে নিতে হবে। তবে of-এর পরিবর্তে by ব্যবহৃত হবে।
11635. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পত্রিকায় কাজ করেছিলেন?
মিল্লাত
দৈনিক আজাদ
ইত্তেহাদ
ইত্তেফাক
11636. ৪৩. মুজিববর্ষের সময়কাল কত?
১৭ মার্চ, ২০২০-২৬ মার্চ, ২০২১
১৭ মার্চ, ২০২০-১৬ ডিসেম্বর, ২০২১
১৭ মার্চ, ২০২০-৩১ মার্চ, ২০২২
১৭ মার্চ, ২০২০-২৬ মার্চ, ২০২২
11637. What is the past participle of the word 'do'?
did
done
undone
undo
ব্যাখ্যা: Do (করা)-এর past form did আর past participle form হলো done। সুতরাং do-এর past participle হলো done ।
11638. The past tense of the verb 'swing' is -.
Swing
Swinged
Swung
Swunged
ব্যাখ্যা: Swing (দোলা বা দোলানো)-এর past form এবং past participle form হলো swung।
11639. I have - my supper.
has
will have
had
having
ব্যাখ্যা: Present perfect tense গঠনের ক্ষেত্রে have verb-এর পর verb লাগবে। সুতরাং শূন্যস্থানে have verb-এর pp 'had' বসবে।
11640. They - here since 1999.
have live
have living
have been lived
have been living
ব্যাখ্যা: Since + নির্দিষ্ট সময় যুক্ত বাক্যটি present perfect continuous tense এ হবে। Present perfect tense যুক্ত বাক্যটির structure : sub + have/has + been + verb + ing / সুতরাং সঠিক expression হলো have been living |