EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
11641. বঙ্গবন্ধুর লেখা প্রকাশিত দ্বিতীয় বইয়ের নাম কী?
আমার কিছু কথা
কারাগারের রোজনামচা
অসমাপ্ত আত্মজীবনী
রক্তাক্ত বাংলা
11642. 'আমার দেখা নয়াচীন' কে লিখেছেন?
মওলানা ভাসানী
শহীদুল্লা কায়সার
আবুল ফজল
শেখ মুজিবুর রহমান
11643. Choose the correct option: Even as harvesting was going on-
the rainy season began.
the rainy season was began.
the rainy season had began.
the rainy season begins.
ব্যাখ্যা: বাক্যে Principle clause এবং subordinate clause একই tense-এর হওয়া বাঞ্ছনীয়। এক্ষেত্রে (খ)-তে passive form হলেও verbটি ভুল, তা begun হওয়া উচিত ছিল। (গ) তে had-এর পর begun হওয়া আবশ্যক। ঘ-তে present tense ব্যবহার করা হয়েছে।
11644. 'বঙ্গবন্ধু শেখ মুজিব' গ্রন্থের রচয়িতা?
সেলিনা হোসেন
রশীদ করিম
ড. মযহারুল ইসলাম
সৈয়দ শামসুল হক
11645. 'বায়ান্নর দিনগুলো অনুসারে জেলখানায় অনশনকারীর সংখ্যা কতজন?
দুই জন
চারজন
তিন জন
পাঁচ জন
11646. Choose the correct tense-
Javed was so exhausted that he lain down for a sleep.
Javed was so exhausted that he had laid down for a sleep.
Javed was so exhausted that he was lying down for a sleep.
Javed was so exhausted that he will lay down for a sleep.
ব্যাখ্যা: 'Lie down' অর্থ শুয়ে পড়া। শুয়ে পড়া অর্থে lie-এর past form হলো lay আর past participle হলো lain। Lie-এর present participle রূপ lying। সুতরাং প্রথম বাক্যে sub-এর পর lain-এর ব্যবহার ভুল। দ্বিতীয় বাক্যে laid-এর স্থলে lain হলে বাক্য সঠিক হতো। চতুর্থ বাক্যটিতে will lay ব্যবহার ভুল। তাই সঠিক বাক্য (গ)।
11647. আমরা আলোচনা করে ঠিক করেছি, যাই হোক না কেন, আমরা অনশন ভাঙব না। যদি এই পথেই মৃত্যু এসে থাকে তবে তাই হবে।” উক্তিগুলো কার রচিত?
কাজী নজরুল ইসলাম
আবদুর রশিদ তর্কবাগীশ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
মহিউদ্দিন আহমদ
11648. 'অসমাপ্ত আত্মজীবনী' একটি-
উপন্যাস
প্রবন্ধ গ্রন্থ
আত্মজীবনীমূলক গ্রন্থ
নাটক
11649. She told me his name after he -.
left
had left
has left
has been leaving
ব্যাখ্যা: অতীতের দুটি কাজের মধ্যে যেটি আগে হয় সেটি Past Perfect এবং পরে যেটি হয় সেটি Past Indefinite হয়।
11650. নিচের কোন গ্রন্থটি বঙ্গবন্ধু কর্তৃক রচিত নয়?
অসমাপ্ত আত্মজীবনী
আমার দেখা নয়াচীন
কারাগারের রোজনামচা
আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর
11651. 'তোমার মার বাড়ি, তুমি যাও, আমি আমার বাড়িতে থাকি। আবার আমাকে দেখতে এসো।' উক্তিটি কোন গ্রন্থ থেকে নেয়া হয়েছে?
রক্তাক্ত প্রান্তর
অসমাপ্ত আত্মজীবনী
কারাগারের রোজনামচা
দৌলত কাজী
11652. কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারবেনা"।- এখানে কার কথা বলা হয়েছে?
যার সাহস আছে
দাম্ভিক ব্যক্তি
আত্মমর্যাদাসম্পন্ন ব্যক্তি
আত্মাবিশ্বাসী ব্যক্তি
11653. The path ... paved, so we were able to walk through the path.
was
had been
has been
being
ব্যাখ্যা: অতীতকালের দুটি কাজের কথা নির্দেশ করা হয়েছে। নিয়মানুযায়ী পূর্বে সংঘটিত কাজটি হবে Past Perfect Tense আর পরেরটি হবে Past Indefinite Tense |
11654. কারাগারের রোজনামচা-
নাটক
কাব্য
উপন্যাস
দিনলিপি
11655. 'অসমাপ্ত আত্মজীবনী'-তে উল্লিখিত আন্দামান বলতে কী বুঝায়?
পাকিস্তান আমলের সরকারি অফিস
একটি জেলার নাম
ইংরেজ আমলের জেলখানা
একটি সাগরের নাম
11656. He has been ill - Friday last.
From
On
In
Since
ব্যাখ্যা: Point of time (কোনো কাজ শুরুর সময়) এর পূর্বে since বসে।
11657. বঙ্গবন্ধু কত তারিখে মৃত্যুবরণ করেন?
১৪ আগস্ট
১৫ আগস্ট
১৬ আগস্ট
১৭ আগস্ট
11658. 'অসমাপ্ত আত্মজীবনী' বইটির ভূমিকা লিখেছেন কে?
কামাল আব্দুল নাসের
শেখ রেহানা
শেখ হাসিনা
মুনতাসির মামুন
11659. 'এভাবে মৃত্যু বরণ করে কী লাভ হবে? 'বায়ান্নর দিনগুলো' রচনায় উক্তিটি কার?
সিভিল সার্জনের
ডেপুটি জেলারের
আমীর হোসেনের
মহিউদ্দিন আহমেদের
11660. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী?
আমার জীবনী
সংগ্রাম
অসমাপ্ত আত্মজীবনী
আমার বাংলাদেশ