MCQ
17481. Scarcity-
স্থুল
প্রাচুর্য
স্বল্পতা
কর্কশ
17482. আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ?
নাইজেরিয়া
গাম্বিয়া
বাংলাদেশ
আলজেরিয়া
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: রোহিঙ্গা গণহত্যার জন্য মিয়ানমারের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকার ছোট দেশ গাম্বিয়া ১১ নভেম্বর ২০১৯ নেদারল্যান্ডের হেগে অবস্থিত জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) মামলা করে। যার শুনানি অনুষ্ঠিত হয় ১০-১২ ডিসেম্বর ২০১৯। এ শুনানিতে গাম্বিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল আবুবকর মারি তাম্বাদু আর মিয়ানমারের পক্ষে লড়তে আদালতে হাজির হয়েছিলেন তৎকালীন স্টেট কাউন্সেলর অং সান সুচি।
17483. 'Provoke' শব্দের সঠিক অর্থ কোনটি?
নিন্দা করা
উসকানি দেওয়া
বিরত রাখা
ঘৃণা করা
17484. Subconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো-
অর্ধচেতন
অবচেতন
চেতনাহীন
চেতনা প্রবাহ
17485. . Transliteration এর পরিভাষা-
অনুবাদ করণ
বর্ণীকরণ
বর্ণান্তর
প্রতিবর্ণীকরণ
17486. 'Relevant' শব্দের সঠিক অর্থ কোনটি?
প্রাসঙ্গিক
সময়মত
তৎপর
যথাযথ
17487. ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে?
১৯১২ সালে
১৯১৩ সালে
১৯১৪ সালে
১৯১৫ সালে
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: বঙ্গভঙ্গের ফলে ব্রিটিশ ভারতের বাংলায় ব্রিটিশ বিরোধী আন্দোলন চরমে পৌঁছালে ব্রিটিশ সরকার রাজধানী কলকাতা থেকে সমগ্র ভারত শাসন সমীচীন মনে করেনি। এমতাবস্থায় ব্রিটিশ রাজা পঞ্চম জর্জ ভারতে এসে ১২ ডিসেম্বর ১৯১১ দিল্লির দরবারে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের ঘোষণা দেন। কিন্তু ১৯১২ সালের ১ এপ্রিলে আনুষ্ঠানিকভাবে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয়। তবে সম্পূর্ণভাবে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হতে সময় লেগে যায় ১৯৩১ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
17488. 'Postage' শব্দটির পারিভাষিক শব্দ কোনটি?
দরখাস্ত
ডাকসংক্রান্ত
ডাকহরকরা
ডাকমাশুল
17489. Quarterly শব্দের অর্থ কী?
সাপ্তাহিক
পাক্ষিক
ষাণ্মাসিক
ত্রৈমাসিক
17490. 'Surgeon' এর পরিভাষা-
শল্য চিকিৎসক
দন্ত চিকিৎসক
অস্থি চিকিৎসক
সার্জেন্ট
17491. পারিভাষিক শব্দ কোনটি?
মেঘালয়
বিচারালয়
সচিবালয়
হিমালয়
17492. 'Superstitions' শব্দের অর্থ-
যাদুবিদ্যা
সেতুবন্ধন
কুসংস্কারাচ্ছন্ন
উপাসনা
17493. ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল?
রাশিয়া
ডেনমার্ক
সুইডেন
ইংল্যান্ড
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: স্ক্যান্ডিনেভিয়ার বাল্টিক সাগরের পূর্ব পাড়ের স্বাধীন দেশ ফিনল্যান্ড ত্রয়োদশ শতাব্দী থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথম দশক পর্যন্ত সুইডিস সাম্রাজ্যের অবিচ্ছেদ্য অংশ ছিল। কিন্তু ১৮০৯ সালের 'ফিনিশ যুদ্ধের' মাধ্যমে রাশিয়া এটি দখল করে স্বায়ত্তশাসনের মর্যাদা দিয়ে শাসন করতে থাকে। জার দ্বিতীয় নিকোলাস-এর সময় স্বায়ত্তশাসিত ফিনল্যান্ডের শিল্পকলার আন্দোলন, সার্বজনীন ভোটাধিকার ও স্বাধীনতার আন্দোলন বেগবান হতে দেখে তিনি ফিনিশদের স্বায়ত্তশাসন বাতিলের সিদ্ধান্ত নেন। কিন্তু ১৯১৭ সালের রুশ বিপ্লবের পর ফিনল্যান্ড স্বাধীনতা ঘোষণা করে। তখন থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালের কঠিন সময়ে সোভিয়েত ইউনিয়ন ও জার্মানির নাৎসিদের সাথে যুদ্ধে কিছু ভূখণ্ড হারালেও ফিনিশরা তাদের স্বাধীনতাকে ধরে রাখতে সক্ষম হয়।
17494. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়?
১৯৪৫ সালে
১৯৪৯ সালে
১৯৪৮ সালে
১৯৫১ সালে
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) আটলান্টিক মহাসাগরের দুই পাড়ের সমাজতন্ত্র বিরোধী ১২টি দেশকে নিয়ে ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত হয়। বেলজিয়ামের ব্রাসেলসভিত্তিক এ সামরিক জোটের বর্তমান সদস্য দেশ ৩০টি। যার সর্বশেষ সদস্য উত্তর মেসিডোনিয়া (২৭ মার্চ ২০২০)।
17495. Payer' শব্দের বাংলা পরিভাষা-
উপাসক
প্রাপক
পরিশোধ
দাতা
17496. Transparent-
উপনীত
প্রাণবন্ত
স্বচ্ছ
ঘোলাটে
17497. Phonology এর বাংলা প্রতিশব্দ কোনটি?
Phone সংক্রান্ত বিদ্যা
দর্শনতত্ত্ব
ভাষাতত্ত্ব
ভাষার ধ্বনিবিজ্ঞান
17498. Scroll' শব্দের গ্রহণযোগ্য পরিভাষা-
লিপি
নির্ঘণ্ট
সারিবদ্ধ
হিসাব বহি
17499. "Treasurer'এর পরিভাষা-
অর্থভাণ্ডার
অর্থমন্ত্রী
কোষাগার
কোষাধ্যক্ষ
17500. এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী?
জিব্রাল্টার প্রণালী
বসফরাস প্রণালী
বাবেল মান্দেব প্রণালী
বেরিং প্রণালী
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: আরব উপদ্বীপের ইয়েমেন ও হর্ন অব আফ্রিকার জিবুতি ও ইরিত্রিয়ার মাঝে ২০ কিমি প্রন্থের বাবেল মান্দের প্রণালি এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে। আর এ প্রণালি এডেন উপসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে। অপরদিকে জিব্রাল্টার, বসফরাস ও বেরিং প্রণালি যথাক্রমে ইউরোপ-আফ্রিকা, এশিয়া-ইউরোপ এবং এশিয়া উত্তর আমেরিকাকে পৃথক করেছে।