MCQ
17501. 'Null and Void'এর বাংলা পরিভাষা কী?
বাতিল
পালাবদল
মামুলি
নিরপেক্ষ
17502. 'Filing' শব্দের বাংলা পরিভাষা-
নথি রক্ষা
নথি খাতা
নথিভুক্তি
নথি দাখিল
17503. আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে?
৩টি
২টি
৫টি
৪টি
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: রোহিঙ্গা গণহত্যার জন্য মিয়ানমারের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকার ছোট দেশ গাম্বিয়া ১১ নভেম্বর ২০১৯ নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) মামলা করে। যার শুনানি অনুষ্ঠিত হয় ১০-১২ ডিসেম্বর ২০১৯। অতঃপর ২৩ জানুয়ারি ২০২০ ICJ'র অন্তর্বর্তীকালীন রায়ে ৪টি নির্দেশনায় বলা হয়- ১. গণহত্যা সনদ অনুযায়ী সব ধরনের নিপীড়ন থেকে নিবৃত্ত থাকতে হবে। ২. সেনাবাহিনী বা অন্য কারো উসকানি বা ষড়যন্ত্র বন্ধ করতে হবে। ৩. গণহত্যার সকল সাক্ষ্যপ্রমাণ সংরক্ষণ করতে হবে। এবং ৪. সময়ে সময়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে হবে।
17504. Key-note এর যথার্থ
গুরুত্বপূর্ণ
চাবিকাঠি
মূলভাব
ঘটীকা-টিপ্পনি
17505. কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়?
ক্যামেরুন এবং ইথিওপিয়া
পেরু এবং ভেনেজুয়েলা
ইথিওপিয়া এবং ইরিত্রিয়া
মালি এবং সেনেগাল
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: এপ্রিল ২০১৮ ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আবি আহমেদ আলী। শপথ নেয়ার পর বিরোধীদলীয় হাজারো নেতাকে মুক্তি দেয়া, ভিন্নমতাবলম্বী মানুষদের দেশে ফেরার ব্যবস্থা করা, সংবাদপত্রের ওপর আরোপিত নিয়ন্ত্রণ প্রত্যাহার করা, দুর্নীতিবাজদের বরখাস্ত করা, মন্ত্রিসভায় অর্ধেক নারী সদস্য নিশ্চিত করার পাশাপাশি এক চুক্তির মাধ্যমে প্রতিবেশী দেশ ইরিত্রিয়ায় দুই দশক ধরে চলা এক যুদ্ধাবস্থার অবসান ঘটান ৯ জুলাই ২০১৮। উপর্যুক্ত দেশীয় ও আন্তর্জাতিক ইতিবাচক ভূমিকার জন্য তিনি ২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। উল্লেখ্য, মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র হচ্ছে স্থায়ী শান্তির একটি পূর্বশর্ত। সেই স্বাধীনতা রক্ষায় ভূমিকা রাখার জন্য ২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে ফিলিপাইনের মারিয়া রেসা এবং রাশিয়ার দিমিত্রি মুরাতভ।
17506. অম্লজান' শব্দটি কোন শব্দের পরিভাষা?
নাইট্রোজেন
অক্সিজেন
হাইড্রোজেন
সালফিউরিক এসিড
17507. 'For Good' এর সঠিক অর্থ কোনটি?
ভালো হওয়া
গড়িমসি
ক্ষণতরে
চিরতরে
17508. Lease' শব্দের বাংলা পরিভাষা-
বন্ধক
আমানত
ইজারা
জামানত
17509. জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে?
WTO
MIGA
World Bank
UNCTAD
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: বাণিজ্য প্রতিবেদন প্রকাশ করে থাকে। ২০২১ সালে প্রকাশিত UNCTAD-এর প্রতিবেদন অনুযায়ী বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে চীনের অবস্থান দ্বিতীয়। WTO বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান প্রতিবেদন আর বিশ্বব্যাংক বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে থাকে।
17510. ২০২০ সালে প্রকাশিত 'আইনের শাসন' সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কী?
ডেনমার্ক
নরওয়ে
জার্মানি
সিঙ্গাপুর
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: ৯ সেপ্টেম্বর ২০২১ যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা 'The World Justice Project' বৈশ্বিক আইনের শাসন সূচক প্রকাশ করে। এবারের প্রতিবেদনে ১৩৯টি দেশের মধ্যে সূচকে শীর্ষ দেশ হলো ডেনমার্ক আর সর্বনিম্ন দেশ হলো ভেনিজুয়েলা।
17511. নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান?
কিউবা
ভিয়েতনাম
উজবেকিস্তান
সোমালিয়া
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: ভিয়েতনামের ক্যাম রন এয়ার বেস ও ক্যাম রন নেভাল বেস সামরিক ঘাঁটি ১৯৭৯ থেকে ২০০২ সাল পর্যন্ত সাবেক সোভিয়েত ইউনিয়ন ও বর্তমানের রাশিয়ার নৌবাহিনী ব্যবহার করেছে। তবে ২০১৩-১৪ সাল থেকে রাশিয়ার নৌবাহিনী ও বিমানবাহিনী ব্যবহার করেছে। কিন্তু বর্তমানে উপরিউক্ত দুই কেন্দ্রে রাশিয়ার কোনো বাহিনীর সদস্য না থাকলেও তাদের ব্যবহারের জন্যই এগুলো এখনো রক্ষণাবেক্ষণ করা হয়। কিউবা ও উজবেকিস্তানেও একসময় রাশিয়ার সামরিক ঘাঁটি ছিল।
17512. 'Prominent' শব্দের সঠিক অর্থ কোনটি
উল্লেখযোগ্য
অবদমিত
কষ্টার্জিত
নমনীয়
17513. 'Indigenous' শব্দের অর্থ-
মেধাবী
আনাড়ী
স্বদেশী
বিদেশি
17514. Horizonal' এর পারিভাষিক শব্দ কোনটি?
দিগন্ত
অনুভূমিক
প্রান্তিক
17515. Microbiology এর পরিভাষা নিচের কোনটি?
অণুপ্রাণ বিজ্ঞান
অণুজীব বিজ্ঞান
জীবাণুবিজ্ঞান
17516. 'Intellectual' শব্দের অর্থ কোনটি?
বুদ্ধিজীবী
বুদ্ধিমান
মেধাবী
মননশীল
17517. ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল?
দক্ষিণ আমেরিকা
আফ্রিকা
মধ্যপ্রাচ্য
ইউরোপ
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪১ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: ইনকা সভ্যতা গড়ে উঠেছিল দক্ষিণ আমেরিকায়। এ সভ্যতার স্থপতি ছিলেন মানকো কাপেন, আর এ সভ্যতার বিলুপ্তি ঘটে ষোড়শ শতাব্দীতে। পেরুতে অবস্থিত ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ মাচুপিচু নতুন সপ্তাশ্চর্যের একটি। ইনকা সভ্যতার ব্যাপ্তিকাল ছিল ১৪৩৮-১৫৩৩ খ্রিস্টাব্দ পর্যন্ত।
17518. 'Obligatory' শব্দটির পারিভাষিক শব্দ কোনটি?
অনুগত
বাধ্যতামূলক
বাধিত করা
শপথ গ্রহণ
17519. 'Hybrid' এর পারিভাষিক শব্দ-
উচ্চফলনশীল
উচ্চ ক্ষমতাসম্পন্ন
যৌগিক
সংকর
17520. Justification for' এর সঠিক অনুবাদ কোনটি?
সমর্থন
বিচার
মন্তব্য
তর্ক