EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
19521. মিক্সচার মেশিনের ঘূর্ণায়মান ড্রামে সমস্ত উপাদান ঢালার পর ঘুরানো হয়-
2min
4mm
5mm
6mm
ব্যাখ্যা: মিক্সচার মেশিনের ঘূর্ণায়মান ড্রামে সমস্ত উপাদান (পানি বাদে) মিশ্রণের জন্য 30 সেকেন্ড ঘুরানো হয়। এরপর এতে প্রয়োজনীয় পানি বালতির সাহায্যে দেওয়া হয়। ছোট ড্রামে 1.5 মিনিট এবং বড় ড্রামে 2 মিনিট ধরে চালালে মসলা ভালো মিশে।
19522. সিমেন্ট মসলা দ্বারা গাঁথুনির কাজ প্রতিদিন কত উচ্চতার বেশি করা উচিত নয়?
0.5m
1m
1.5m
2m
ব্যাখ্যা: কোনো কাঠামো নির্মাণ করার সময় 1.5m-এর বেশি সিমেন্ট মসলার গাঁথুনির কাজ করা যাবে না। এতে ম্যাসনারির অসমবসন ঘটে এবং অধিক উচ্চতার জন্য কাজেরও বিঘ্ন ঘটে।
19523. ভিত্তির প্রধান কাজ-
লোডের তীব্রতা হ্রাস করা
সমতল পৃষ্ঠ প্রদান করা
লোড স্থানান্তরের মাধ্যম হিসেবে কাজ করা
মাটির সরণ প্রতিরোধ করা
ব্যাখ্যা: অপশনে উল্লেখিত সবগুলোই ভিত্তির কাজ হলেও ভিত্তির মূল এবং মুখ্য কাজগুলো কাঠামোর থেকে আগত লোডকে সুষমভাবে তা সাব-সয়েলে স্থানান্তর করা।
19524. প্লিস্থ প্রটেকশনের অভেদ্য স্তরের প্রস্থ সাধারণত হওয়া উচিত,
50-80cm
60-90cm
70-100cm
80-120cm
19525. কোণাকৃতি আকারের অ্যাগ্রিগেটের মধ্যে ভয়েড থাকে-
35%
40%
45%
50%
ব্যাখ্যা: কোণাকৃতি আকারের অ্যাগ্রিগেটের মধ্যে ভয়েড = 40% এবং গোলাকৃতির অ্যাগ্রিগেটের মধ্যে ভয়েড থাকে = 35% কোণাকৃতি আকারের অ্যাগ্রিগেটের মধ্যে ভয়েড বেশি থাকলেও এটি গোলাকৃতির অ্যাগ্রিগেটের চেয়ে অধিক দৃঢ় ও শক্তিশালী অ্যাগ্রিগেট মর্টার বন্ড তৈরি করে।
19526. ব্রডগেজে কত ফুট লম্বা স্টক রেল ব্যবহার করা হয়? [BGDCL-17, BB-21]
২৪'-০"
৩২'-০"
২৮'-০"
৩৬'-০"
ব্যাখ্যা: ব্যাখ্যা: ব্রড গেজে 36 ফুট লম্বা রেল ব্যবহার করা হয়।
19527. রাস্তার বাঁকে Cambering কেন প্রদান করা হয়?/BPSC-22]
রাস্তা সংস্কারের জন্য
ফাটল রোধের জন্য
পানি নিষ্কাশনের জন্য
নিরাপদ ও স্বচ্ছন্দে গাড়ি চালানোর জন্য
19528. ২৮ দিনে কংক্রিট মিশ্রণের শক্তি ২৫০ kg/cm² হলে মিশ্রণকে বলে-
M25
M100
M250
M500
ব্যাখ্যা: M230 বলতে এখানে, M = কংক্রিটের মিশ্রণ এবং সংখ্যা 250 দ্বারা বুঝায় উক্ত কংক্রিটের মিশ্রণের 28 দিনের সর্বোচ্চ শক্তি 250 kg/cm² হবে। অর্থাৎ, কংক্রিটের উপাদানসমূহ 1:1:2 অনুপাতে মিশ্রিত করে 28 দিনে সর্বোচ্চ শক্তি 250 kg/cm² হলে তাকে 1230 বলা হয়।
19529. নাট ও বোল্ট কর্তৃক গঠিত জোড়া হলো- [TTC-21]
টানিং জোড়া
রোলিং জোড়া
স্ফেরিক্যাল জোড়া
ক্রু জোড়া
ব্যাখ্যা: ব্যাখ্যা: (ক) টার্নিং জোড়া (Turning pair) : এ পদ্ধতিতে দুটি লিংক যুক্ত থাকে, যেখানে একটি ঘোরে আর অন্যটিকে ঘুরতে বাধা প্রদান করে। উদাহরণ: বিয়ারিং-এর সাথে ক্র্যাঙ্কশ্যাফট সংযুক্ত। (খ) রোলিং জোড়া (Rolling pair) : এ পদ্ধতিতে একটি জোড়ার দুটি উপাদান থাকে, যেখানে একটি রোলার এবং অপরটি স্থির থাকে। উদাহরণ: বল (Ball) এবং রোলার বিয়ারিং (Roller Bearings) | (গ) ক্রু জোড়া (Screw pair) : যদি দুটি সংযুক্ত লিংকের মধ্যে একটি টার্নিং এবং স্লাইডিং গতি থাকে, তাকে ক্রু জোড়া বলা হয়। দুটি লিংক থ্রেড কেটে এটি সংযুক্ত করা হয়। উদাহরণ: লেদ-এর লিড স্ক্রু এবং নাট ও বোল্ট।(ঘ) স্ফেরিক্যাল জোড়া (Spherical pair) : এই পদ্ধতিতে একটি জোড়ার দুটি উপাদান থাকে, যেখানে একটি উপাদান অন্য স্থির উপাদানকে ঘুরাতে থাকে। উদহারণ: বল (Ball) ও সকেট জয়েন্ট (Socket joint)।
19530. প্রি-টেনশনিং কাজে ব্যবহৃত স্টিল ওয়্যার-এর সর্বোচ্চ টান পীড়ন-
140 kg/cm²
150 kg/cm²
160 kg/cm²
180 kg/cm²
ব্যাখ্যা: প্রি-টেনশনিং কাজে ব্যবহৃত তারের ব্যাস (1.5-8) mm-এর মধ্যে হয়। এদেরকে টেনডন বলে। 7টি বা তার অধিক সংখ্যক তার একত্র করে হাইটেনসাইল স্টিল বারে পরিণত করা হয়। তারের সর্বোচ্চ টান পীড়ন 160kg/cm² এবং বারের সর্বোচ্চ টান পীড়ন 90 kg/cm².
19531. IF water required for 1 (one) bag cement is 25 litre for making concrete the w/c ratio is (BPSC-22)
0.45
0.55
0.50
0.40
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ Water cement ratio (W/C)= Water / cement = 25/50 =0.50
19532. কংক্রিটে অ্যাগ্রিগেট থাকে মোট আয়তনের কত শতাংশ-
50%
65%
75%
70%
ব্যাখ্যা: সিমেন্ট-কিংক্রিটে যে সকল পূরক পদার্থ ব্যবহৃত হয়, তা-ই অ্যাগ্রিগেট। সিমেন্ট-কংক্রিট-এর মধ্যে কংক্রিটের মোট আয়তনের প্রায় 75% অ্যাগ্রিগেট থাকে। আকৃতির উপর নির্ভর করে অ্যাগ্রিগেট ২ প্রকার, যথা- (i) কোর্স অ্যাগ্রিগেট; (ii) ফাইন অ্যাগ্রিগেট।
19533. গোলাকার আকৃতির অ্যাগ্রিগেটের মধ্যে ভয়েড থাকে-
30%
35%
40%
45%
19534. প্রি-টেনশনিং কাজে ব্যবহৃত স্টিল বার-এর পীড়ন
70 kg/cm²
80 kg/cm²
90 kg/cm²
100 kg/cm²
19535. California bearing ratio (CBR) Test কী পরীক্ষার কাজে ব্যবহার করা হয়? [BPSC-22]
ভবন
রাস্তা
সেতু
রেললাইন
ব্যাখ্যা: ব্যাখ্যা: California Bearing Ratio বা CBR টেস্ট রাস্তায় সয়েল সাবগ্রেড এবং বেস-কোর্সের শক্তি নির্ণয়ে ব্যবহৃত হয়।
19536. প্রি-টেনশনিং কাজে ব্যবহৃত ওয়্যার-এর ব্যাস-
1-3mm
8-10mm
1.5-8mm
8.5-15mm
19537. For increasing setting time of concrete, what type of admixture is used-(BPSC-22)
Accelator
Air Entraining
Water reducing
Retarder
ব্যাখ্যা: ব্যাখ্যা: Accelator decreasing setting time of concrete and retarder increasing setting time of concrete.
19538. Coment required for using 45 litre of water with a w/c ration of 0.45 for making concrete is-[BPSC-22]
One bag
Four bag
Two bag
Three bag
19539. ৭ দিনে সাধারণ সিমেন্টের চাপে পীড়ন হওয়া উচিত-
200 kg/cm²
210 kg/cm²
220 kg/cm²
225 kg/cm²
19540. রাস্তার শীর্ষবিন্দুকে কী বলে? [BGFCL-21]
ক্যাম্বার
কার্ব
ক্রসফল
ক্রাউন
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: পানি নিষ্কাশনের জন্য সড়ক পৃষ্ঠে ক্যাম্বার বা ঢাল দেওয়া হয়। সড়ক পৃষ্ঠের সর্বোচ্চ বিন্দুকে বলে ক্রাউন।