MCQ
2321. একটি ভেরিয়েবল ক্যাপাসিটর সেটি, যার ক্যাপাসিট্যান্স-
তাপমাত্রা পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়
ভোল্টেজ প্রয়োগের সাথে পরিবর্তিত হয়
যান্ত্রিক উপায়ে পরিবর্তন করা যেতে পারে
ডাই-ইলেকট্রিক পরিবর্তন করে পরিবর্তন করা যেতে পারে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: ভেরিয়্যাবল ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স পরিবর্তন করা যায়। এগুলো সাধারণত এক বা একাধিক মুভিং প্লেটের সমন্বয়ে তৈরি করা হয়। প্লেটের অবস্থান পরিবর্তন করা যায়। এই ক্যাপাসিটর রেডিও টিউনে ব্যবহার করা হয়।
2322. নিম্নের কোন ধরনের ক্যাপাসিটর পোলারাইজড হয়?
ইলেকট্রোলাইটিক
পেপার
সিরামিক
মাইলার
2323. ক্যাপাসিটর ডাই-ইলেকট্রিকের ভেতর --চাপের সাহায্যে শক্তি সঞ্চয় করে রাখে।
ডাইনামিক
ইলেকট্রোম্যাগনেটিক
ইলেকট্রোলাইটিক
ইলেকট্রোস্ট্যাটিক
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: একটি ক্যাপাসিটর চার্জিং-এর সময় কিছু না কিছু শক্তি ব্যয় হয়। এই শক্তি 'ডাই-ইলেকট্রিক'-এ ইলেকট্রোস্ট্যাটিক-ক্ষেত্রে সঞ্চিত শক্তি মুক্ত হয়।
2324. 10 kWh সমান কত ইউনিট?
15
13
14
10
2325. তাপীয় শক্তির একক-
জুলস/সেকেন্ড
কিলোওয়াট/ঘণ্টা
ওয়াট-সেকেন্ড
ক্যালোরি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ তাপীয় শক্তির একক ক্যালরি।
2326. কারেন্ট, রেজিস্ট্যান্স ও সময়ের মধ্যে সম্পর্ক নির্দেশক সূত্রের নাম লেখ।
ওহমের সূত্র
লেন্সের সূত্র
ফ্যারাডের সূত্র
জুলের সূত্র
2327. ডিসি পাওয়ারের একক-
ওয়াট-সেকেন্ড
ওয়াট-ঘণ্টা
ওয়াট
ভোল্ট-অ্যাম্পিয়ার
2328. ক্যাপাসিটর সিরিজে সংযোগ করলে একই থাকে-
চার্জ
ভোল্টেজ
ক্যাপাসিটি
এনার্জি লস
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ ক্যাপাসিটর সিরিজে সংযোগ করলে চার্জে কোনো হ্রাস বৃদ্ধি ঘটে না, চার্জ একই থাকে।
2329. এক অশ্বশক্তি-
746 জুল- সেকেন্ড
746 জুল
764 ওয়াট
746 ওয়াট
2330. এক ক্যালরি সমান-
4.186 জুল
4.618 জুল
6.184 জুল
4.816 জুল
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: J এর মান = 4.186 জ্বল/ক্যালরি।
2331. বৈদ্যুতিক শক্তি বা পাওয়ার পরিমাপক যন্ত্রের নাম কী?
ওহমমিটার
ভোল্টমিটার
অ্যামিটার
ওয়াটমিটার
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: পাওয়ারের প্রতীক P. পাওয়ারের একক wall, পাওয়ার পরিমাপক যন্ত্রের নাম ওয়াটমিটার।
2332. অপরিবাহী পদার্থে মুক্ত ইলেকট্রন সংখ্যা কত?
10^6 টি
10^7টি
10^8 টি
10^9 টি
2333. দুটি কনটাক্টের মাঝখানে স্পার্কিং হ্রাস করা যেতে পারে-- ঢুকিয়ে।
কনটাক্টের সাথে প্যারালেলে একটি ক্যাপাসিটর
লাইনে একটি ইন্ডাক্টর
কনটাক্টের সাথে সিরিজে একটি ক্যাপাসিটর
লাইনে একটি রেজিস্ট্যান্স
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: দুটি কন্টাক্টের মাঝখানে প্যারালেলে একটি ক্যাপাসিটর সংযোগ করে স্পার্কিং কম করা যায়।
2334. যদি কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদ হ্রাস পায়, তবে সেটির রেজিস্ট্যান্সে কী তারতম্য ঘটবে?
বৃদ্ধি পায়
হ্রাস পায়
স্থির
শূন্য
2335. ক্যাপাসিটর --আকারে বিদ্যুৎ সঞ্চয় করে রাখে।
ডাইনামিক চার্জ
কারেন্ট ইলেকট্রিসিটি
মলিকুল
স্ট্যাটিক চার্জ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: ক্যাপাসিটর স্ট্যাটিক চার্জ আকারে বিদ্যুৎ সঞ্চয় করে রাখে।
2336. R = 5Ω এবং C = 100µF বিশিষ্ট একটি R-C সিরিজ সার্কিটের টাইম কনস্ট্যান্ট হবে-
20μς
5 x 10^-4 S
0.005S
500S
2337. পরিবাহী পদার্থে মুক্ত ইলেকট্রন সংখ্যা কত?
10^20 টি
10^25 টি
10^27 টি
10^28 টি
2338. জুলের সূত্র-
H=I^2Rt/J
H=I^2Rt
H=I^2R/t
H=JI^2Rt
2339. ক্যাপাসিট্যান্স নির্ণয় করা হয়-
C=Q/V
C=V/Q
C=Qt/V
C=QV
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: ক্যাপাসিটরে বিদ্যমান চার্জ এবং এর প্লেটগুলোর মধ্যেকার পটেনশিয়াল পার্থক্যের অনুপাতের সাহায্যে ক্যাপাসিট্যা পরিমাপ করা হয়। এর প্রতীক C
2340. এনার্জি সমান-
I^2R
V^2/R
VI/t
VIt