MCQ
321. প্রদত্ত একটি লোডের জন্য একটি সিনক্রোনাস মোটরের স্বাভাবিক ফিল্ড এক্সাইটেশন এমন হয় যে, যাতে পাওয়ার ফ্যাক্টর হয়-
ইউনিটি
0.8 লিডিং
0.8 ল্যাগিং
0.9 লিডিং
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: স্বাভাবিক এক্সাইটেড সিনক্রোনাস মোটর একটি রেজিস্টরের মতো কাজ করে। * আন্ডার এক্সাইডেড সিনক্রোনাস মোটর একটি ইন্ডাক্টরের মতো কাজ করে। * ওভার এক্সাইডেড সিনক্রোনাস মোটর একটি ক্যাপাসিটরের মতো কাজ করে।
322. প্রতিটি TV station-কে যে channel- assign কর হয়, তার width হচ্ছে-
৪ মেগাহার্টজ
৩.৫৮ মেগাহার্টজ
৪.৫ মেগাহার্টজ
৬ থেকে ৮ মেগাহার্টজ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং mcq
Communication engineering mcq all
ব্যাখ্যা: TV station-এ ব্যবহৃত ফ্রিকুয়েন্সি ব্যান্ডউইডথ অডিও সিগন্যালো জন্য 2MHz এবং ভিডিও সিগন্যালের জন্য 4MHz
323. একটি সিনক্রোনাস মোটরের স্পিড পরিবর্তন করা যেতে। পারে, নিম্নের কোনটি পরিবর্তন করে?
মেকানিক্যাল লোড
সাপ্লাই ফ্রিকুয়েন্সি
সাপ্লাই ভোল্টেজ
ফিল্ড এক্সাইটেশন
324. Cable TV-গুলো-
একটা common channel আছে
একটা common receiving antenna আছে
একটা common transmitting antenna আছে
antenna এবং receiver-এর মাঝে একটা সোমাগার cable আছে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং mcq
Communication engineering mcq all
ব্যাখ্যা: অনেকগুলো TV একটি ক্যাবলের সাথে সংযুক্ত থাকে, বেগার একটি কমন Receiving Antenna ব্যবহার করে কার্যচেন পরিচালনা করা হয়।
325. একটি সিনক্রোনাস মোটর যখন সিনক্রোনিজমের বাইরে আনা হয়, তখন স্টেটর কারেন্ট-
শূন্য হয়
অপরিবর্তিত থাকে
অত্যধিক হ্রাস পায়
অত্যধিক বৃদ্ধি পায়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: একটি সিনক্রোনাস মোটর যখন সিনক্রোনিজমের বাইরে নিয়ে আসা হয় তখন স্টেটর কারেন্ট অত্যধিক বৃদ্ধি পায়।
326. যখন একটি সিনক্রোনাস মোটর নো-লোড অবস্থায় চলে, তখন টর্ক অ্যাঙ্গেল হয় প্রায়-
90° ইলেকট্রিক্যাল
45° ইলেকট্রিক্যাল
30° ইলেকট্রিক্যাল
0° ইলেকট্রিক্যাল
327. একটি সিনক্রোনাস মোটর চালু করতে নিম্নের কোন পদ্ধতিটি ব্যবহৃত হয়?
আর্মেচার সার্কিটে রেজিস্ট্যান্স স্টার্টার
DC motor
ড্যাম্পার ওয়াইন্ডিং
কোনোটিই নয়
328. একটি সিনক্রোনাস মোটরের সাইজ নির্ণীত হয় এর-
kW রেটিং দ্বারা
MW রেটিং দ্বারা
kVAR রেটিং দ্বারা
KVA রেটিং দ্বারা
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: KVA রেটিং দ্বারা সিনক্রোনাস মোটরের সাইজ নির্ণীত হয়। AVA রেটিং যত বেশি হবে সাইজ তত বড় হবে। রেটিং কম হলে সাইজ কম হবে।
329. একটি সিনক্রোনাস মোটর শুধুমাত্র একটি স্পিডেই চলে, কারণ-
এটি ডাবলি ফেড মেশিন
এটি সিঙ্গলি ফেড মেশিন
এতে কোনো লস নেই
এতে ড্যাম্পার ওয়াইন্ডিং থাকে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: একটি সিনক্রোনাস মোটর সিনক্রোনাস স্পিড (N.=1201) P অর্থাৎ Constant স্পিডে ঘুরে কারণ এটি একটি ডাবলি ফেড মেশিন।
330. একটি ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটর নিম্নের কোনটির মতো ব্যবহার করে?
একটি রেজিস্টরের মতো
একটি ইন্ডাক্টরের মতো একটি ক্যাপাসিটরের মতো কোনোটির মতোই নয়
একটি ক্যাপাসিটরের মতো
কোনোটির মতোই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: Synchronous motor is over-excited then its power factor will be leading. An over-excited synchronous motor running at no load is known as the synchronous capacitor or synchronous condenser.
331. একটি সিনক্রোনাস মোটরের ঘূর্ণনের দিক পরিবর্তন করতে হলে নিম্নের যে-কোনো একটি করতে হবে-
ডি.সি. ফিল্ড এক্সাইটেশন শূন্যতে কমিয়ে আনতে হবে
সাপ্লাই ফ্রিকুয়েন্সি পরিবর্তন করতে হবে
সাপ্লাই ভোল্টেজ পরিবর্তন করতে হবে।
স্টেটর লাইনের যে-কোনো দুটি আন্তঃপরিবর্তন করতে হবে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: স্টেটর লাইনের যে-কোনো দুটি আন্তঃপরিবর্তন করে একটি সিনক্রোনাস মোটরের ঘূর্ণনের দিক পরিবর্তন করা যায়।
332. 12-পোল বিশিষ্ট একটি 3-ফেজ সিনক্রোনাস মোটর 440V, 50Hz সরবরাহে চলে। মোটরের স্পিড কত?
750 гpm
1500 rpm
500 rpm
1000 rpm
333. চলন্ত অবস্থায় একটি সিনক্রোনাস মোটর সিনক্রোনাস স্পিডে চলতে বাধ্য হয়, কারণ-
স্টেটর এবং রোটর পোলসমূহের মধ্যে ম্যাগনেটিক লকিং
এর পোল ফেসে ড্যাম্পার ওয়াইন্ডিং
স্টেটর ফ্লাক্স কর্তৃক রোটর ফিল্ডে আবিষ্ট
ই.এম.এফ, লেঞ্জেস ল'র কারণে বাধ্যবাধকতা
334. নিম্নোক্ত কারণে একটি TV transmitting antenna সীমিত দূরত্ব পর্যন্ত signal পাঠাতে পারে-
Electromagnetic interference
আয়োনোস্ফেয়ার থেকে reflection
ব্যবহৃত carrier wave-এর line of sik propagation বৈশিষ্ট্য
earth curvature-এর বরাবরে propagation
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং mcq
Communication engineering mcq all
ব্যাখ্যা: Electromagnetic Interference (EI)-এর অপর নাম Ra Frequency Interference (RFI)। যখন বাহ্যিক কোনো উৎস হরা রেডিও ফ্রিকুয়েন্সি স্পেকট্রাম বাধাপ্রাপ্ত হয় তখন এ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন দ্বারা বৈদ্যুতিক সার্কিটকে প্রভাবিত করে বলে সীমিত দূরত্ব পর্যন্ত signal পাঠানো সম্ভব হয়।
335. Vidicon হচ্ছে-
একটা camera tube
একটা picture tube
একটা electron gun
একটা video signal amplifier
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং mcq
Communication engineering mcq all
ব্যাখ্যা: বর্তমানে ব্যবহৃত Camera Tube-গুলো হলো- Valian plumbicon, image-orthicon
336. Color picture tube এর-
তিনটি electron gun আছে
একটি electron gun আছে
তিনটি phosphor dot screen: লাল, সবুজ, নীস
ক এবং খ উভয়টিই
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং mcq
Communication engineering mcq all
ব্যাখ্যা: সাধারণত Colour picture tube-এ তিনটি elect থাকে। কিন্তু ট্রিনিট্রন কালার পিকচার টিউবে তিনটি গানের পরিবর্তে একটি মাত্র গান থাকে।
337. কনস্ট্যান্ট লোডে চালু অবস্থায় একটি সিনক্রোনাস মোটরের এক্সাইটেশন যদি বৃদ্ধি করা যায়, তবে এর টর্ক অ্যাঙ্গেল অপরিহার্যভাবে-
হ্রাস পাবে
স্থির থাকবে
বৃদ্ধি পাবে
এর নো-লোড মানের দ্বিগুণ হবে
338. একটি সিনক্রোনাস মোটরে বর্ধিত লোড চাহিদা পূরণ করা যায়-
স্পিডহ্রাস করে
স্পিড বৃদ্ধি করে
স্টেটর কারেন্ট হ্রাস করে
স্টেটর পোল এবং রোটর পোল স্থানান্তর সাপেক্ষে
339. একটি সিনক্রোনাস মোটরে উৎপন্ন মেকানিক্যাল পাওয়ার স্টেটর ভোল্টেজের-
সরাসরি সমানুপাতিক
উল্টানুপাতিক
এক-চতুর্থাংশ
কোনোটির মতোই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: মেকানিক্যাল পাওয়ার PV-R সুতরাং, সিনক্রোনাস মোটরে উৎপন্ন মেকানিক্যাল পাওয়ার স্টেটর ভোল্টেজের সমানুপাতিক।
340. একটি সিনক্রোনাস মোটরে উৎপন্ন মেকানিক্যাল পাওয়ার কোনটির উপর নির্ভরশীল নয়?
প্রয়োগকৃত স্টেটর ভোল্টেজ
টর্ক অ্যাঙ্গেল
স্পিড
ফিল্ড এক্সাইটেশন