EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
2002. রেফ্রিজারেশন এবং এয়ারকন্ডিশনিং-এ CFC-এর অর্থ কী?
Community Festival Committee
Chloro-Fluoro Carbon
Combined Federal Campaign
Chrome-Fluoro Carbon
2003. আইসক্রিম কত ডিগ্রি সেলসিয়াসে রাখা যায়?
0°C হতে 5°C
-12°C হতে-18°C
0°C হতে-5°C
-20°C হতে-25°C
2004. বাতাসে জলীয়বাষ্প ও আপেক্ষিক আর্দ্রতা শতকরা হিসাবে প্রকাশ করাকে কী বলে?
সম্পৃক্ত বাতাস
আপেক্ষিক আর্দ্রতা
অতিমাত্রায় সম্পৃক্ততা
শুষ্ক বাতাস
2005. প্রিকুলিং রুমের তাপমাত্রা কত রাখা হয়?
5°C হতে 15°C
15°C হতে 24°C
24℃ হতে 35°C
35°C হতে 45°C
2006. খাদ্যকে প্রথম থেকে ব্যবহারের পূর্বপর্যন্ত ১৬৪ ঠান্ডা রাখার পদ্ধতিকে কী বলে?
প্রোডাক্ট লোড
কোল্ড চেইন
প্রিকুলিং
কোল্ড স্টোরেজ
2007. তাপ সঞ্চালনের উপর ভিত্তি করে রেফ্রিজারেশন পদ্ধতি কত প্রকার?
৪ প্রকার
২ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
ব্যাখ্যা: তাপমাত্রা অপসারণের উপর ভিত্তি করে রেফ্রিজারেটর তিন প্রকার। যথা- (i) ফ্রস্ট টাইপ, (ii) ডিফ্রস্ট টাইপ ও (iii) নো- ফ্রস্ট টাইপ।
2008. জলীয়বাষ্প সম্পৃক্ত অবস্থায় বাতাসের তাপমাত্রার পরিমাপ হলো-
শুষ্ক বাল্ব তাপমাত্রা (Dry bulb temperature)
ভেজা বাল্ব তাপমাত্রা (Wet bulb temperature)
ডিউ পয়েন্ট তাপমাত্রা (Dew point temperature)
স্যাচুরেটেড তাপমাত্রা (Saturated temperature)
2010. ব্রাইন ওয়াটার (লবণ ও পানির মিশ্রণ), পানি ও বাতাস কোন ধরনের রেফ্রিজারেন্ট?
সেকেন্ডারি রেফ্রিজারেন্ট
প্রাকৃতিক রেফ্রিজারেন্ট
প্রাইমারি রেফ্রিজারেন্ট
কোনোটিই নয়
2011. যে রেফ্রিজারেন্ট অবস্থার পরিবর্তনের মাধ্যমে রেফ্রিজারেশন চক্রে তাপ স্থানান্তর করে, তাকে-- বলে।
সেকেন্ডারি রেফ্রিজারেন্ট
প্রাইমারি রেফ্রিজারেন্ট
প্রাকৃতিক রেফ্রিজারেন্ট
কোনোটিই নয়
2012. স্বয়ংক্রিয় রেফ্রিজারেশন যন্ত্র আবিষ্কার হয় কত সালে?
১৯২০
১৯২৫
১৯৩০
১৯৪০
2013. বাতাসের মধ্যে জলীয়বাষ্পের সম্পৃক্ত তাপমাত্রাকে বলে-
শুষ্ক বাল্ব তাপমাত্রা
ভেজা বাল্ব তাপমাত্রা
ডিউ পয়েন্ট তাপমাত্রা
পরম তাপমাত্রা
2014. ভিতরে সংরক্ষিত বস্তু বাহির থেকে যাতে সহজেই দৃষ্টিগোচর হয় সেজন্য যে গ্লাস ব্যবহার করা হয়, তার নাম হলো-
Annealed glass
Laminated glass
Canopy glass
Tempered glass
2015. হিমায়ন পদ্ধতি প্রধানত কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
2016. এয়ারকন্ডিশনিং-এর অর্থ কী?
তাপমাত্রা নিয়ন্ত্রণ
শীতাতপ নিয়ন্ত্রণ
তরলের চাপ নিয়ন্ত্রণ
তাপমাত্রা ও চাপ নিয়ন্ত্রণ
ব্যাখ্যা: এয়ারকন্ডিশনিং ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ- 'শীতাতপ নিয়ন্ত্রণ'।
2017. বাতাস শুদ্ধ বা স্বাভাবিক অবস্থায় পরিমাপকৃত তাপমাত্রাকে বলে-
শুষ্ক বাল্ব তাপমাত্রা (Dry bulb temperature)
ভেজা বাল্ব তাপমাত্রা (Wet bulb temperature)
ডিউ পয়েন্ট তাপমাত্রা (Dew point temperature)
স্যাচুরেটেড তাপমাত্রা (Saturated temperature)
2018. তরল প্রবাহীর প্রবাহের অভ্যন্তরীণ বাধা দেওয়াকে বলে---
রেজিস্ট্যান্স
অ্যাডিসিভিটি
ভিসকোসিটি
কোহিশন
2019. R-134a এর রাসায়নিক নাম ও সংকেত কী?
CCI3,F (ট্রাই ক্লোরো মনোফ্লোরো মিথেন)
CCI2F2 (ডাই ক্লোরো ভাই ফ্লোরো মিথেন)
CHCIF2 (মনোক্লোরো ডাই ফ্লোরো মিথেন)
C₂H₂F4 (টেট্রাফ্লোরো ইথেন)
2020. বাতাসের প্রধান বৈশিষ্ট্য পরিমাপক যন্ত্রের নাম কী?
এয়ার সাইক্রোমিটার
স্প্রিং সাইক্রোমিটার
স্লিং সাইক্রোমিটার
কোনোটিই নয়