MCQ
421. একটি ট্রান্সফর্মারের শর্টসার্কিট টেস্টের বেলায় কোন সাইডটিকে শর্টসার্কিট করা হয়?
হাই-ভোল্টেজ সাইড
লো-ভোল্টেজ সাইড
প্রাইমারি সাইড
প্রাইমারির একটি এবং সেকেন্ডারির একটি টার্মিনাল
422. টেলিভিশন সেটে যে আউট ডোর অ্যান্টেনা ব্যবহার করা। হয়, সেটি একটি-
সাধারণ ডাইপোল অ্যান্টেনা
টেলিস্কোপিক অ্যান্টেনা
ফোন্ডেড ডাইপোল অ্যান্টেনা
অমনি-ডাইরেকশনাল অ্যান্টেনা
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং mcq
Communication engineering mcq all
ব্যাখ্যা: TV সেটে বিভিন্ন ধরনের অ্যান্টেনা ব্যবহার করা হয় তার মধ্যে ডাইপোলার অ্যান্টেনা অন্যতম। এর গঠন সহজ এবং খুব সহজে ব্যবহার করা যায়।
423. একটি ট্রান্সফর্মারের প্রাইমারি লিকেজ ফ্লাক্স সংযোগ করে-
কেবলমাত্র প্রাইমারি ওয়াইন্ডিংকে
কেবলমাত্র সেকেন্ডারি ওয়াইন্ডিংকে
প্রাইমারি ও সেকেন্ডারি উভয় ওয়াইন্ডিংকে
উপরের কোনোটিই না
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: ট্রান্সফর্মারের লিকেজ ফ্লাক্স প্রাইমারি ওয়ান্ডিংকে সংযোগ করে। মিউচুয়্যাল ফ্লাক্স প্রাইমারি ও সেকেন্ডারি ওয়াইন্ডিং-এ সংযোগ করা।
424. একটি ট্রান্সফর্মারে কোর ব্যবহারের প্রধান উদ্দেশ্য হলো-
আয়রন লস্ কমানো
কমন ম্যাগনেটিক ফ্লাক্স পাথের রিয়্যাক্ট্যান্স কমানো
এডি কারেন্ট লস রোধ করা
হিস্টেরেসিস লস রহিত করা
425. একটি অটো-ট্রান্সফর্মারের প্রাইমারি ও সেকেন্ডারি কীভাবে কাপল করা থাকে?
ম্যাগনেটিক্যালি
ইলেকট্রিক্যালি
ম্যাগনেটিক্যালি এবং ইলেকট্রিক্যালি
কোনোভাবেই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: অটো-ট্রান্সফর্মারের কেবলমাত্র একটি কয়েল থাকে। এর কিছু অংশ প্রাইমারি এবং সেকেন্ডারি উভয়ের মধ্যে কমন থাকে। অর্থাৎ, প্রাইমারি এবং সেকেন্ডারি উভয় কয়েলই ইলেকট্রিক্যালি এবং ম্যাগনেটিক্যালি সংযুক্ত থাকে।
426. প্যারালেল অপারেশনের সময় দুটি ট্রান্সফর্মারের কোনটি কত লোড শেয়ার করবে, তা নির্ভর করে তাদের-
রেটিং-এর উপর
লিকেজ রিয়্যাক্ট্যান্সের উপর
দক্ষতার উপর
পার-ইউনিট ইম্পিড্যান্সের উপর
427. প্রাইমারিতে সরবরাহ থাকা অবস্থায় কোন ট্রান্সফর্মারের সেকেন্ডারিকে ওপেন সার্কিট করা যায় না?
পাওয়ার ট্রান্সফর্মার
পটেনশিয়াল ট্রান্সফর্মার
কারেন্ট ট্রান্সফর্মার
অটো-ট্রান্সফর্মার
428. বৃহৎ ট্রান্সফর্মারে তেল ব্যবহার করার কারণ হলো-
কয়েলসমূহকে ইন্সুলেট করা
কোরকে ইন্সুলেট করা
কোরকে লুব্রিকেট করা
কয়েলসমূহকে লুব্রিকেট করা
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: ট্রান্সফর্মারে ব্যবহৃত তেল ইনসুলেশন হিসাবে এবং ওয়াইন্ডিং- কে ঠান্ডা করার জন্য ব্যবহার করা হয়। এ তেলের বাণিজ্যিক নাম পাইরানল
429. একটি ট্রান্সফর্মারের তাপমাত্রা বৃদ্ধি নিম্নের কোনটির সাথে সরাসরি সমানুপাতিক?
অ্যাপারেন্ট পাওয়ার
রিয়্যাক্টিভ পাওয়ার
লিকেজ পাওয়ার
রিয়্যাক্ট্যান্সট্র পাওয়ার
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: P = VI একটি ট্রান্সফর্মারের অ্যাপারেন্ট পাওয়ার কারেন্ট-এর সমানুপাতিক। আবার কারেন্ট-এর সাথে তাপমাত্রা সমানুপাতিক। অর্থাৎ কারেন্ট যত বাড়বে তাপমাত্রা তত বাড়বে।
430. একটি ট্রান্সফর্মারে লিকেজ ফ্লাক্সের প্রভাবে-
কপার লস বৃদ্ধি পায়
কপার লস হ্রাস পায়
ওয়াইন্ডিং-এ ভোল্টেজ ড্রপ ঘটায়
কোর লস বৃদ্ধি পায়
431. যদি একটি ট্রান্সফর্মারের প্রাইমারি ভোল্টেজ 120V, সেকেন্ডারি ভোল্টেজ 12V এবং কারেন্ট 504, তবে প্রাইমারি কারেন্ট হবে-
5A
10A
50A
500A
432. রঙিন টেলিভিশনে যে কম্পোজিট ভিডিও সিগন্যাল ব্যবহৃত হয়, তা পাঠাতে মোট ব্যান্ডউইডথ লাগে-
5 মেগাহার্টজ
7 মেগাহার্টজ
7.5 মেগাহার্টজ
10 মেগাহার্টজ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং mcq
Communication engineering mcq all
ব্যাখ্যা: রঙিন টেলিভিশনে যে কম্পোজিট ভিডিও সিগন্যাল ব্যবহৃত হয়, তা পাঠাতে SMHz ব্যান্ডউইডথ ব্যবহৃত হয়।
433. সাধারণভাবে একটি ট্রান্সফর্মার চলার সময় কোনটিকে সার্বক্ষণিক দৃষ্টিতে রাখতে হয়?
প্রাইমারি ভোল্টেজ
কোর লস
কপার লস
তাপমাত্রা
434. কোন ধরনের লোডের জন্য ট্রান্সফর্মারের ভোল্টেজ রেগুলেশন নেগেটিভ হয়?
রেজিস্টিভ
ইন্ডাক্টিভ
ক্যাপাসিটিভ
নো-লোড
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: ক্যাপাসিটিভ লোড উৎপন্ন ভোল্টেজের তুলনায় টার্মিনাল ভোল্টেজে বেশি হয় ফলে ট্রান্সফর্মারের ভোল্টেজ রেগুলেশন (VR-10) পশি হয়।
435. একটি পাওয়ার ট্রান্সফর্মার যদি অত্যন্ত উচ্চ ফ্রিকুয়েন্সিতে চলে, তবে-
প্রাইমারি রিয়্যাক্ট্যান্স অত্যন্ত বৃদ্ধি পায়
প্রাইমারি খুব বেশি পাওয়ার গ্রহণ করে
কোর লস খুব বেশি হয়
উপরের কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোর লস ফ্রিকুয়েন্সির উপর নির্ভর কর, ফ্রিকুয়েন্সি বেশি হলে কোর লস বেশি হয়। সুতরাং পাওয়ার ট্রান্সফর্মার যদি অত্যন্ত উচ্চ ফ্রিকুয়েন্সিতে চলে, ফলে কোর লস বেশি হবে।
436. ট্রান্সফর্মারের কোর ল্যামিনেট করার কারণ হলো-
গঠনকে সহজ করা
ব্যয় হ্রাস করা
হিস্টেরেসিস লস্ হ্রাস করা
এডি কারেন্ট লস কমানো
437. একটি ট্রান্সফর্মারে মিউচুয়াল ফ্লাক্স সকল লোডেই স্থির থাকে, কারণ-
প্রয়োগকৃত ভোল্টেজ ও ফ্রিকুয়েন্সি স্থির থাকে
লিকেজ ফ্লাক্স খুবই কম
আয়রন কোর ব্যবহৃত হয়
লস সমূহ খুব কম
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্রয়োগকৃত ভোল্টেজ ও ফ্রিকুয়েন্সির কারণে ট্রান্সফর্মারের মিউচুয়াল ফ্লাক্স, সকল লোডেই স্থির থাকে।
438. একটি এনার্জাইজড সি.টি. সার্কিট হতে একটি অ্যামিটারের সংযোগ বিচ্ছিন্ন করার পূর্বে সি.টি.-র-
প্রাইমারিকে ওপেন করতে হবে
সেকেন্ডারিকে ওপেন করতে হবে
প্রাইমারিকে শর্ট করতে হবে
সেকেন্ডারিকে শর্ট করতে হবে
439. দুটি সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মারের প্যারালেল অপারেশনের প্রয়োজনীয় শর্ত হলো, এদের থাকতে হবে একই-
পোলারিটি
ফেজ সিকুয়েন্স
ভোল্টেজ রেশিও
পারসেন্টেজ ইম্পিড্যান্স
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: নোট: ট্রান্সফর্মারের প্যারালাল অপারেশনের শর্তঃ ১। পোলারিটি সমান হবে। ২। ফেজ সিকুয়েন্স একই হতে হবে। ৩। ট্রান্সফর্মারের রেশিও একই হতে হবে। ৪। ট্রান্সফর্মারের পারসেন্টেজ ইম্পিড্যান্স সমান থাকবে।
440. একটি ট্রান্সফর্মারের ভোল্টেজ রেগুলেশন নেগেটিভ হয় এবং যখন এর লোড পাওয়ার ফ্যাক্টর হয়-
শূন্য
একক
লিডিং
ল্যাগিং