MCQ
5261. 100Ω এর একটি রেজিস্টরে ভোল্টেজ ড্রপ 10V হলে রেজিস্টরের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে-
0.1A
1000A
10A
0.01A
5262. ওহমের সূত্র-
V=IR
R= I/V
I=R/V
I= VR
5263. বৈদ্যুতিকভাবে পাওয়ার সমান-
VI/R
VI
IR/V
I^2Rt
5264. চার্জিত বস্তুর কাজ করার সামর্থ্যকে বলে-
বিদ্যুৎ বিভব
বিদ্যুচ্চালক বল
শক্তি
ক্ষমতা
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: চার্জিত বস্তুর কাজ করার সামর্থকে শক্তি বলে।
5265. 30 k Ω -এর একটি রেজিস্টরের মধ্য দিয়ে 0.5 mA কারেন্ট প্রবাহিত হলে রেজিস্টরে ভোল্টেজ ড্রপ হবে-
60 x 10^-6V
150V
60V
15V
5266. তাপীয় শক্তির একক-
জুলস/সেকেন্ড
কিলোওয়াট/ঘণ্টা
ওয়াট-সেকেন্ড
ক্যালোরি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ তাপীয় শক্তির একক ক্যালরি।
5267. ডিসি পাওয়ারের একক-
ওয়াট-সেকেন্ড
ওয়াট-ঘণ্টা
ওয়াট
ভোল্ট-অ্যাম্পিয়ার
5268. যদি একটি সার্কিটে প্রয়োগকৃত ভোল্টেজ দ্বিগুণ করা হয় এবং সার্কিটের রেজিস্ট্যান্স অর্ধেক করা হয়, তবে কারেন্ট-
অপরিবর্তিত থাকবে
অর্ধেক হবে
দ্বিগুণ হবে
চারগুণ বৃদ্ধি পাবে
5269. এক ক্যালরি সমান-
4.186 জুল
4.618 জুল
6.184 জুল
4.816 জুল
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: J এর মান = 4.186 জ্বল/ক্যালরি।
5270. 5A কারেন্ট 100 কুলম্ব চার্জকে স্থানান্তরিত করতে সময় লাগে-
500 সেকেন্ড
0.05 সেকেন্ড
20 সেকেন্ড
2 মিনিট
5271. জুলের সূত্র-
H=I^2Rt/J
H=I^2Rt
H=I^2R/t
H=JI^2Rt
5272. 4,500 কুলম্ব চার্জকে 15 মিনিটে স্থানান্তরিত করতে কারেন্টের প্রয়োজন-
5A-এর
300 A-এর
1/300A-এর
15 A-এর
5273. বিদ্যুৎ বিভব, V সমান-
WQ ভোল্ট
W/Q ভোল্ট
Q/W ভোল্ট
Q/t ভোল্ট
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: ধরি, Q একটি পজিটিভ চার্জ বাতাসে স্থাপিত হয়েছে এবং পাশে কিছু দূরে এ চার্জ অবস্থান করছে। এই q চার্জকে A বিন্দুতে আনতে সম্পাদিত কাজ w হলে, w = vxq ইলেকট্রিক পটেনশিয়াল, v=w/q
5274. 45V-এর একটি ব্যাটারির আড়াআড়িতে একটি রেজিস্টর সংযোগ করলে 1 mA কারেন্ট প্রবাহিত হয়। রেজিস্টরটির রেজিস্ট্যান্স-
4.5 Ω
45ΚΩ
4.5 ΚΩ
450ΚΩ
5275. এনার্জি সমান-
I^2R
V^2/R
VI/t
VIt
5276. দুটি অসম চার্জের মধ্যে বিভব পার্থক্য পরিমাপ করা হয়-
কুলম্বে
জুলে
অ্যাম্পিয়ারে
ভোল্টে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: যদি কোনো পরিবাহীর এক স্থান হতে অন্য স্থানে এক কুলম্ব বৈদ্যুতিক চার্জ স্থানান্তর করতে এক জুল কাজ সম্পন্ন হয়, তবে ঐ দু'স্থানের বিভব পার্থক্যকে বলা হয় এক ভোল্ট (volt).
5277. এসআই পদ্ধতিতে রেজিস্টিভিটির একক-
ওহম-মিটার
ওহম-সেন্টিমিটার
ওহম-ইঞ্চি
ওহম-সারকুলার-মিল/ফুট
5278. যদি 5A কারেন্ট 5 মিনিট ধরে প্রবাহিত হয়, তবে স্থানান্ত রিত চার্জ হবে-
25 কুলম্ব
300 কুলম্ব
60 কুলম্ব
1500 কুলম্ব
5279. পরিবাহীর পরমাণুগুলোর ঋণাত্মক কণিকা বা ইলেকট্রনসমূহকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন, তাকে বলে-
শক্তি
ক্ষমতা
বিদ্যুচ্চালক বল
ইলেকট্রোমোটিভ ফোর্স (EMF)
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: পরিবাহীর পরমাণুগুলোর ঋণাত্মক কণিকা বা ইলেকট্রনসমূহকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন, সে বল বা ঢাপকে বিদ্যুচ্চালক বল (Electromotive Force) বা ভোল্টেজ বলে। এর প্রতীক V।
5280. একটি সরল সার্কিটে ডিসি সরবরাহ করা হলে সার্কিটে কারেন্ট বৃদ্ধি পাবে, যদি-
সার্কিটে রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়
প্রয়োগকৃত ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স স্থির থাকে
সার্কিটে রেজিস্ট্যান্স হ্রাস পায়
প্রয়োগকৃত ভোল্টেজ হ্রাস পায়